শিশু যৌন নিপীরণ- সচেতন হতে হবে এখনই!

সাত বছরের বাচ্চারা যেমন হয় তেমনই হাসিখুশি, উচ্ছ্বল ও বাবা-মা এর আদরের মেয়ে কমল। ওর বাবার পুরনো বন্ধু মি. বকশি আগের বাসা বদলে ওদের ঠিক সামনের ফ্ল্যাটে ওঠেন। মি এবং মিসেস বকশি দুজনেই চাকুরিজীবী, পরিবারের সদস্য সংখ্যাও দুজনই। খুব দ্রুত মি. বকশি’র সাথে কমলের ভাল বন্ধুত্ব গড়ে ওঠে- কেননা তিনি হাসিখুশি, কমলকে চকলেট-আইসক্রিম সহ নানা উপহার কিনে দেন, কমলকে মাঝে মাঝে গাড়ি করে স্কুলে নামিয়ে দেন, ওর সাথে খেলা করেন…

সব কিছুই ভাল চলছিল। কিন্তু কে জানত মি. বকশি’র ভালমানুষ চেহারার নিচে একটি হিংস্র পশু লুকিয়ে ছিল। দূর্ভাগ্যজনকভাবে, একদিন কমলের সামনে সেই পশু বের হয়ে এল…
_____________________________________________

শিশুর যৌন নিপীরণ নিয়ে আমাদের দেশে খুব বেশি আলোচনা হয় না। এর একটি কারন হতে পারে আমাদের দেশের এরকম ঘটনা কম ঘটে, অথবা হলেও সেটার খবর আমরা রাখি না বা খবর আমাদের সামনেই আসে না – অর্থাৎ আমাদের মধ্যে সচেতনতা কম।

তাই, আসুন আমরা নিজেরা সচেতন হই এবং আমাদের সন্তানদেরকেও সচেতন করে তুলি। কেননা, কমলের মতন এরকম একটি দুঃখজনক ঘটনা যে কোন শিশুর (ছেলে এবং মেয়ে- উভয়েরই) শৈশব তো ক্ষতিগ্রস্থ করবেই, এমনকি সারা জীবনের জন্য সে মানসিকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে যেতে পারে।

ভারতীয় প্রতিষ্ঠান চাইল্ডলাইন-ইন্ডিয়া‘র পৃষ্ঠপোষকতায় নির্মিত ভিডিওতে ‘কমল’ চরিত্রের মাধ্যমে খুব সুন্দর করে শিশুর যৌন নির্যাতনের ব্যাপারটি ব্যাখ্যা করা হয়েছে। নিরাপদ ও অনিরাপদ স্পর্শ (Safe and unsafe touch) কি? এক্ষেত্রে শিশুদের করনীয় কি?- ইত্যাদি নানা বিষয় ভিডিওটাতে সহজ ভাষায় বর্ণনা করা আছে। মূলতঃ ভারতের জন্য এবং ভারতের প্রেক্ষাপটে নির্মিত এই ভিডিওটি বাংলাসহ ১২ ভাষায় ডাব করা হয়েছে। ভিডিওটি নিজে দেখুন, আপনার শিশুকে দেখান এবং অন্যদেরকেও উদ্বুদ্ধ করুন। প্রতিটি শিশুর নিরাপদ সুস্থ ও হাসিখুশি শৈশব চাই!!

পাদটিকাঃ
১। ইসিএফরাকিব জাহান ভাই শেয়ার করায় ভিডিওটি সম্পর্কে জানতে পারি। ভাইকে অনেক ধন্যবাদ।
২। চাইল্ডলাইন – শিশু ও অনুর্ধ্ব ১৯ বছর বয়সীদের জন্য ২৪ ঘন্টার একটি যুক্তরাজ্যভিত্তিক হেল্পলাইন, যেখানে কাউন্সিলিং সেবা প্রদান করা হয়। বিশ্বের বেশ কয়েকটি দেশের এর কার্যক্রম থাকলেও দূর্ভাগ্যবশতঃ বাংলাদেশের এখনো এর কোন কার্যক্রম নেই।

২০ টি মন্তব্য : “শিশু যৌন নিপীরণ- সচেতন হতে হবে এখনই!”

  1. মোকাব্বির (৯৮-০৪)

    বিখ্যাত ভারতীয় চলচিত্র Monsoon Wedding এ শিশুদের যৌন নিপীড়ন ব্যাপারটি চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছিল। চলচিত্রটি দেখে থাকলে বুঝবেন।
    যৌন হয়রানি বা যেকোন ধরনের ডমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোতে গবেষক বা সমাজকর্মীদের কাছে আনরিপোর্টেড ইনসিডেন্ট রিপোর্টেড ইনসিডেন্টের চেয়ে বড় মাথা ব্যথা। বিশেষ করে শিশু যৌন হয়রানি ভয়াবহ ভুগছে এ ব্যাপারে বুঝতে গবেষণা লাগে না। ছয়-সাত বছরের একটি শিশু নিরাপদ ও অনিরাপদ স্পর্শের মাঝে পার্থক্য বুঝবে না। চমৎকার তথ্যমূলক একটি লেখা দিয়েছেন ভাই।


    \\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
    অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\

    জবাব দিন
  2. রাজীব (১৯৯০-১৯৯৬)

    অলরেডি আমার দুই মেয়ে কয়েকবার দেখেছে।
    আমার বড় মেয়ে তার ছোত বোনকে ছবিটি বুঝিয়ে দিচ্ছিলো।

    বউ বললো এইটা ভালো জিনিস। ফেসবুকে শেয়ার দাও।
    ভিডিও টা ডাউনলোড করে দিয়ে দিলাম ফেবু তে।


    এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

    জবাব দিন
  3. আহসান আকাশ (৯৬-০২)

    শিশুদের যৌন নিপীড়ন বিষয়ে সচেতনতা সৃষ্টি খুবই জরুরী। বেশ প্রয়জনীয় একটা লেখা সাথে দারুন সাহায্যকারী ভিডিও।

    ধন্যবাদ জুনাদা :hatsoff:


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  4. সাবিনা চৌধুরী (৮৩-৮৮)

    দুঃখজনক হলেও সত্য যে শিশুরা প্রথম নিপীড়িত হয় পরিবারের আপনজনদের দ্বারা। তারপর পারিবারিক বন্ধু অথবা প্রতিবেশী মুখোশধারী লোকজন তো আছেই। আমার মনে হয় মায়েদের অনেক বেশী সচেতন হওয়া দরকার এ ব্যাপারে। ছোটবেলা থেকেই গুড টাচ আর ব্যাড টাচ নিয়ে বাচ্চাদের সাথে কথা বলা জরুরী।

    চমৎকার লেখা, ছোট ভাই! 🙂

    জবাব দিন
  5. নাফিস (২০০৪-১০)

    ক্যাডেট কলেজে ক্লাস টেনে যখন ছিলাম তখন নতুন একটা ক্লাব করা হয়েছিল। মুভি ক্লাব.. বৃহস্পতিবার বিকালে ক্লব সোসাইটি টাইমে আমরা মুভি দেখতাম। দীপা মেহতার "ওয়াটার" মুভিটা দেখেছিলাম ওই সময়ে। এই বিষয়ে কিছু সিন ছিল.. মনে খুব দাগ কেটেছিল। এখনো মনে আছে.. খুব গুরুত্বপূর্ন একটা টপিক !

    জবাব দিন
  6. তৌফিক (৯৬-০২)

    আজকেই দেখলাম দশ বছরের একটা ছেলেকে মেরে ফেলেছে। সে মাদ্রাসার ছাত্র ছিল। প্রাথমিক তদন্তে যৌন নিপীড়নকেই কারণ হিসাবে দেখা হচ্ছে। পশ্চিমা বিশ্বে ক্যাথলিক পাদ্রী আর দেশে মাদ্রাসা শিক্ষক। অবশ্য এরা নিপীড়কদের একটা অংশ মাত্র। শৈশবের একটা ঘটনাই একটা সম্ভাবনাময় জীবনকে ওলটপালট করে দিতে পারে। জুনা ভাইকে ধন্যবাদ।

    জবাব দিন
  7. সাবিনা চৌধুরী (৮৩-৮৮)

    ভিডিও টা আমার কিছু বন্ধুদের পাঠিয়েছি গতকাল যাদের বাচ্চা আছে! 🙂 সবাই আমাকে এত্তো এত্তো ধন্যবাদ জানিয়েছে, ছোট ভাই! 🙂
    সব ধন্যবাদ আমি তোমার ঝুড়িতে দিয়ে দিয়েছি, জানো! 🙂

    জবাব দিন
  8. জিয়া হায়দার সোহেল (৮৯-৯৫)

    মানুষের সহজাত প্রবৃত্তি হল যত পারা যায় নষ্টামি করা। এই ধরনের ভিডিওর মাধ্যমে সত্যিকার অর্থে গনসচেতনতা তৈরা করা সম্ভব তবে সে সাথে সিরিয়াস শাস্তির ব্যবস্থা থাকা উচিত। যেহেতু পরিবারে মধ্যেই সব চেয়ে বেশী ঘটে, তাই পারিবারিক সচেতনতা বেশী দরকার। সত্যি প্রশংসা পাওয়ার মত একটা কাজ।

    জবাব দিন

মওন্তব্য করুন : আহসান আকাশ (৯৬-০২)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।