প্রথম ম্যাচ প্রিভিউঃ ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া

গ্রুপ এঃ ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া
ভেন্যুঃ এরেনা করিন্থিয়ান্স, সাও পাওলো
বাজির দরঃ ব্রাজিল ১/৩, ড্র ৪/১, ক্রোয়েশিয়া ৮/১
রেফারিঃ ইউশি নিশিমুরা, জাপান

ম্যানেজারঃ
ব্রাজিল- লুই ফিলিপ স্কোলারি
ক্রোয়েশিয়া- নিকো কোভাক

10455502_10152098860191302_145693224_n

দলের খবরঃ
নেইমারের গোঁড়ালির ইঞ্জুরি ব্রাজিলসহ সারা পৃথিবীর ব্রাজিলিয়ান সমর্থকদের চিন্তায় রাখলেও শেষ খবর পাওয়া অনুযায়ী উনি সেরে উঠেছেন। ফলে স্কোলারির টিপিক্যাল ৪-২-৩-১ ফরমেশন নেইমারকে বামে রেখে গেম প্ল্যানে কোন পরিবর্তন আপাতত করতে হচ্ছে না। ডানে, অর্থাৎ তার উলটো দিকে থাকবে হাল্ক এবং সামনে থাকবেন একমাত্র স্ট্রাইকার ফ্রেডি।

স্কোলারি এখন পর্যন চেলসি প্লেমেকার অস্কার এর উপর ভরসা করে চলেছেন এবং মাঝ মাঠের দায়িত্বে তিনিই থাকবেন। অবশ্য তার পারফরমেন্স বেশ অধারাবাহিক, সেক্ষেত্রে চেঞ্জ হিসেবে উইল্যানকেও দেখা যেতে পারে।

ক্রোয়েশিয়া তাদের অন্যতম সেরা খেলোয়ার মারিও মান্দজুকিচকে ছাড়াই খেলবে। গত নভেম্বরে হওয়া প্লে অফ ম্যাচে এ আইসল্যান্ড এর বিরুদ্ধে লাল কার্ড পাবার কারনে তিনি সাসপেন্ড থাকবেন। এর অর্থ হচ্ছে সম্মুখভাগে নেতৃত্ব দেবেন এডুয়ার্ডো, যিনি কিনা জন্মগতভাবে ব্রাজিলের নাগরিক এবং যিনি কিছুদিন আগে বলেছিলেন জাতীয় সংগীত চলাকালে তিনি হয়ত দুই দেশের গানেই গলা মেলাবেন!!

আজকের সম্ভাব্য তারকাঃ
নেইমার (ব্রাজিল)-স্কিল, দর্শক আগ্রহ – যাই বলুন না কেন, নেইমারকে এই লিস্টে রাখতেই হবে। নেইমার যদি পেনাল্টি আদায়ের চেষ্টায় না থেকে গোলের জন্য খেলে, আশা করা ক্রোয়েশিয়ার রক্ষণভাগকে বেশ ভালোই ভোগাবে। সবচেয়ে বড় কথা, তারকা হবার প্রচেষ্টা না করে তাঁকে টিম প্লেয়ার হবার চেষ্টা করতে হবে।

মাতেও কোভাসিচ (ক্রোয়েশিয়া) – ইতালিয়ান গণমাধ্যম তাঁকে আখ্যায়িত করেছে ‘লিটল মোৎসার্ত’ নামে। বিগত মৌসুমে ইন্টার মিলানের হয়ে তিনি যেভাবে খেলার গতি-প্রকৃতি নিয়ন্ত্রণ করেছেন, তা দেখেই এই নামকরণ। তাছাড়া ১৯ বছর বয়সী এই ক্রোয়াট বাছাই পর্বে সার্বিয়ার বিরুদ্ধে দুর্দান্ত খেলেছিলেন।

মুখোমুখি খেলার রেকর্ডঃ
এ পর্যন্ত দুইবার খেলা হয়েছে। একবার জিতেছে ব্রাজিল, অন্য খেলাটি ড্র হয়েছিল।

সম্ভাব্য একাদশ ও ফর্মেশনঃ

article-2655415-1EAD9E6000000578-33_306x423

শেষ কথাঃ ক্রোয়েশিয়া মোটামুটি ভাল দল হলেও সম্ভবতঃ ব্রাজিলকে আটকাবার মত যথেষ্ট নয়। তবে প্রথম ম্যাচ বলে দুই দলই নার্ভাস থাকবে এবং স্বাগতিক হবার কারনে ব্রাজিল দলের উপর চাপটা অনেক বেশি থাকবে। তাছাড়া দুই দলই প্রথমে সাবধানে খেলার চেষ্টা করবে। আমার মতে খেলাটা খুব বেশি আকর্ষনীয় না হবার চান্সই বেশি।
আমার প্রেডিকশন অনুযায়ী ব্রাজিল অনেক কষ্টে ১-০ গোলে জিতবে।
দেখা যাক কি হয়।
লেট দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ বিগিন। ইনজয়!

বিঃ দ্রঃ লেখাটি প্রায় হুবহু বিলাতি ডেইলি মেইল এর এই লেখার বঙ্গানুবাদ। কোলাজটি তৈরি করেছে বিশ্ববিখ্যাত চাওয়ালা রকিব। তাকে ধন্যবাদ। কিন্তু এই লেখাটা দেবার জন্য শেষ সময়ে অনেক চাপাচাপি করেছে, তাই আগের ধন্যবাদ ফেরত।

৭০ টি মন্তব্য : “প্রথম ম্যাচ প্রিভিউঃ ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া”

  1. রকিব (০১-০৭)

    এই ব্রাজিল দলটার একটা বড় দুর্বলতা হলো, এরা অতি মাত্রায় নেইমার-কেন্দ্রিক। আগের বিশ্বকাপের দলগুলো দেখেন- ২০০২ এ রিভালদো, রোনালডো, রোনালদিনহো; ২০০৬ এ কাকা, রোনালডো, রবিনহো, রোনালদিনহো- এইবার খালি এই নেইমার নেইমার 🙁 অস্কার, হাল্করে বাদ দিচ্ছি না; কিন্তু তারপরও। স্ট্রাইকার দুইটার নাম শুনলেই কেমন বুকের মধ্যে হাহাকার জাগে- ফ্রেডি মিয়া আর জো জো! 🙁

    ক্রোয়েশিয়ার দলটায় কিন্তু প্রায় একাই খেলা বদলে দেবার মতো দুজন খেলোয়াড় আছে, মড্রিক আর কোচাসিচ- তার উপর আবার আছে বক্স টু বক্স গরম রাখার জন্য ইভান রাখটিক- তিনজনই দুর্দান্ত সিজন পার করে এসেছে এবার যার যার লীগ ক্লাবে।

    ব্রাজিলের ওয়ার্ম আপ ম্যাচ দেখে যেটা মনে হলো- যথারীতি পলিনহো আর গুস্তাভো ডিফেন্সিভ কিংবা কিছুটা বক্স টু বক্স মিডফিল্ড হিসাবে খেলবে। অস্কার মাঝখানে, দু'পাশে নেইমার আর হাল্ককে রেখে গোলের সামনে ওত পাতবে ফ্রেড। পলিনহো স্পার্সে খুব বাজে একটা সিজন পার করছে। আধা সিজনই তো মনে হয় ইঞ্জুরীতে পড়েছিল। আর গুস্তাভোর কথা কি আর কমু। ওর বদলে সিটির ফারনানদিনহো বেটার হতো হয়তো।

    কাকাকে মিস করবো- যত যাই বলুক না কেন, মরা হাতির দাম লাখ টাকা। কাকারে বেঞ্চে রাখলেও মাঠ গরম থাকতো।

    যাই হোক, শুভ কামনা নিজের প্রিয় দলের জন্য। নেইমার মামা একটু কম আছাড় টাছাড় খাও। স্বীকার করতে দ্বিধা নেই, বার্সার জার্সিতে তুমি যেরকমই খেলো না কেন, হলুদ রঙ্গা জাতীয় দলের জার্সিতে নেইমারের জাতটাই কেমন যেন বদলে যায়।

    অনটপিকঃ ধন্যবাদ ঝুনাদা। লাভু (এটা ব্রাদারলি বৃক্ষীয় ভালুবাসা)


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  2. জুনায়েদ কবীর (৯৫-০১)

    ওয়ার্ম আপ ম্যাচে সবাই যেভাবে গোল করার জন্য দূরপাল্লা শট নিয়েছিল আমি রীতিমত শংকিত আছি। স্কোলারি এটা নিয়ে কাজ করেছে কি না জানি না, তবে এরকম থাকলে খবর আছে।

    ওয়ালাইকুম আলাভু। ( ঐ )


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  3. আহসান আকাশ (৯৬-০২)

    একমাত্র আমার দল নেদারল্যান্ডস বাদে আমি সবসময় আন্ডারডগসদের দলে। আজকে ক্রোয়েশিয়াকে সাপোর্ট দিয়ে ফাডায়ালামু :grr:

    জুনাদা, অনুবাদ অমায়িক হয়েছে :boss:


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  4. মোকাব্বির (৯৮-০৪)

    কারে জানি কইতাসিলাম ব্রাজিল এইবার প্রথম রাউন্ড থেইকা উস্টা খাবে। কোন তথ্যের ভিত্তিতে বলি নাই। মনে হইতেসে! আমার হলুদিয়া পাখিটা! 🙁


    \\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
    অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\

    জবাব দিন
  5. আমিন (১৯৯৬-২০০২)

    ম্যাচ ফ্যাক্টস: ক্রোয়াটরা তাদের প্রথম দুই ওয়ার্ল কাপ ম্যাচ জ্যামাইকা আর জাপানের সাথে জিতেছিলো। তারপরে তারা কোন নন ইউরোপীয়ান দেশের সাথে বিশ্বকাপে জেতেনি। এই সময়ে তারা, ৯৮ এ আর্জেন্টিনা, ২০০২ এ মেক্সিকো ইকুয়েডর, ২০০৬ সালে ব্রাজিল, জাপান আর অস্ট্রেলিয়ার সাথে খেলেছে।

    জবাব দিন
  6. নাফিস (২০০৪-১০)

    আজকে ক্রোয়েশিয়ার মেইন স্ট্রাইকার মানজুকিচ সাসপেন্ডেড। ও থাকলে আরো জমজমাট হতো খেলা। তারপরে ও ভালো ম্যাচ হবে.. ক্রোয়েশিয়ার দুর্বলতা ডিফেন্সে। এ ছাড়া আমার মতে ওদের মিডফিল্ড ব্রাজিল এর চেয়েও ভালো। মদ্রিচ আর প্রাজনিক জেনুইন গেম চেঞ্জার। আমি ঠিক শিউর না যে ওরা ওলিচ কে স্ট্রাইকিং এ খেলবে নাকি জেলাভিচ কে খেলাবে। আমার মতে জেলাভিচ বেটার অপশন। ওলিচ এর বয়স হয়ে গেছে এখন... আগের চেয়ে অনেক স্লো এখন।

    জবাব দিন
  7. জুনায়েদ কবীর (৯৫-০১)

    ৩-১! 😀

    তবে খেলা দেখে মন ভরে নি... 🙁
    ড্যানি আলভেজ, ফ্রেড, হাল্ক, পলিনহো... এদেরকে আরো অনেক ভাল খেলতে হবে।


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
    • মোকাব্বির (৯৮-০৪)

      আনাড়ীর চোখে ধরা পড়লো খুবই বাজে পাস, কিছুটা নিয়ন্ত্রণহীন ও সমন্বয়হীন খেলা! 🙁 এই নিয়ে গ্রুপ পর্যায়ে যাওয়া সম্ভব এরপরে বিপদ আসবে ভাল না খেললে! কিছু আক্রমন ভাল ছিল। ব্রাজিলের সেই পুরোনো জাদুকরী আক্রমনের হালকা আমেজ পাচ্ছিলাম কিন্তু শেষ রক্ষা হচ্ছিলো না!


      \\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
      অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\

      জবাব দিন
  8. আহসান আকাশ (৯৬-০২)

    এক গোলকিপারের জন্য ধরা খেয়ে গেল ক্রোয়েশিয়া, রেফরি প্রসঙ্গে বেশি কিছু না বলি x-(


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
    • মোকাব্বির (৯৮-০৪)

      পেনাল্টিটা দেয়ার কোন দরকার দেখি নাই। অনেক গুলা কল দেয়া উচিৎ ছিল দেয় নাই!


      \\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
      অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\

      জবাব দিন
      • আহসান আকাশ (৯৬-০২)

        ক্রোয়েশিয়ার গোল যেটা বাতিল করলো গোলকিপারকে ফাউল করার জন্য ঐটাও একটা সফট ডিসিশন ছিল, নাইমার ফার্স্ট হাফে সিমুলেট করে ফ্রি কিক পেয়েছে একটা, ভাগ্য অনুকূলে না থাকলে ওখানে ওর সেকেন্ড হলুদ কার্ড হতে পারতো, একই ভাবে তৃতীয় গোলের আগে ফাউলের বাঁশিও বাজতে পারতো ব্রাজিলের বিপক্ষে তবে এখন এসব বলে কিছু লাভ নেই শুধু এটুকুই চাই এটা যেন আরেকটা ২০০২ না হয়।

        আর ক্রোয়েশিয়া এই গোলকিপারকে কোথা থেকে পাইলো কে জানে, যেকোন এভারেজ মানের গোলকিপার ও তিনটা গোলই ফেরাতে পারতো।


        আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
        আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

        জবাব দিন
        • মোকাব্বির (৯৮-০৪)

          গোলকিপার পুরা হাস্যকর অবস্থায়। বিশেষ করে ওস্কারেরটা একদম বেশী হাস্যকর ছিল। ২০০২ এর মত হবে না আশা করি। ২০০২ এর যে কয়টা খেলা দেখসিলাম কোনটায় জানি রেফারিং দেখে বিশ্বাস হয় নাই যে রেফারিং আদৌ হচ্ছে। ভয়াবহ ছিল।


          \\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
          অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\

          জবাব দিন
        • নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

          পেনাল্টির সিদ্ধান্তটা হাস্যকর। ক্রোয়েশিয়ার জন্য দুঃখজনক।
          কাজে থাকার জন্য মনোনিবেশ করতে পারিনি।
          ক্রোয়েশিয়ার গোলকিপিং এর অবস্থা প্রচন্ড বাজে দেখলাম। এই শটগুলো থেকে গোল হবার কথা না।
          ব্রাজিলের খেলা মোটেও গোছানো মনে হয়নি। তবে আমি নিশ্চিত পরের ম্যাচেই অনেকটা রিকভার করবে তারা।

          জবাব দিন
  9. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    রিভিউ দারুণ হয়েছে জুনায়েদ।
    শুরুর ম্যাচেই সিসিবির বিশ্বকাপ জম্পেশ জমে উঠেছে।
    ব্রাজিলের জয়ের পর খেলা দেখে 'মন ভরেনাই' টাইপ কথাও বেশ ফুরফুরে মেজাজে বলতে পারার বিলাসিতা করতে পারছি, আর কি চাই! '৮৬ তে কিংবা '৯০ এ দৃষ্টিনন্দন ফুটবল উপহার দিয়ে শেষমেশ গোলের অভাবে যখন ছিটকে গেলো -- তখন কইসি শিল্পের মায়েরে বাপ -- আগে চাই গোল --- কবিগুরুর ভাষায় 'আগে চাই গোলের গাঁথুনি, তারপর শিল্পের পত্তন' ... 😀 😀
    সিসিবির প্রেডিকশনে ব্রাজিল ২-০ গোলে জিতবে বলেছিলাম। পয়েন্ট হারাইলাম অনেক। না কি ব্রাজিল জিতলো বলে ৬ পয়েন্ট পাবো। কি বলো আকাশ?
    পুরা ১০ পয়েন্ট কে পাইলো জানতে মন চায়।

    জবাব দিন
  10. আহসান আকাশ (৯৬-০২)

    বিশ্বকাপ নিয়ে ব্রাজিলে যে উলটো স্রোত বইছে তাতে টুর্ণামান্টের এই জয়টা আর নেইমারের সাফল্য দরকার ছিল, যদি কোন ভাবে ব্রাজিল এবার বেশি দূর না এগোতে পারে তার ফলাফল ভয়াবহ হতে পারে। এখন রেফারিদের মাথায় খেলা চলাকালে এই চিন্তা মাথায় না থাকলেই হয়। 😛


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন

মওন্তব্য করুন : নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।