ব্রেক এর পর-i (i এর মান ১, ২ , ৩… )

গত কয়েক মাস ধরে আমি মোটামুটি সব কিছু থেকেই দূরে আছি। মাঝখানে অনেক দিন চট্টগ্রাম গিয়ে ভাই এর বাসায় ছিলাম। কিছুই ভাল লাগত না। এসব কিছুই হয়েছে একজন স্বার্থপর মানুষের কারনে, যে কিনা আমাদের কথা না ভেবেই অন্য জগতে পাড়ি দিয়েছে-যেখান থেকে কখনো কেউ ফিরে আসে না…

পরিসংখ্যান বলবে আমি একজন প্রিয় মানুষ হারিয়েছি…কিন্তু বাস্তবতা হচ্ছে আমি হারিয়েছি একজন বোন, একজন বন্ধু, একজন শুভাকাংখী, একজন ভাবী…নাহ্‌! লিস্ট অনেক বড় হয়ে যাচ্ছে…

যাই হোক, বেশি আজাইরা কথা আর না বলি।

সিসিবিতে আসি না বলে অনেকেই অনেক ডাউট দিয়েছেন। তবে আমি কিন্তু নিয়মিতই সিসিবি ফলো করি। যদিও সেটা ‘লগড ইন’ না হয়ে। কারো বিশ্বাস না হলে সিসিবির গেস্ট রুমের দ্বিতীয় সারির বাম থেকে তৃতীয় চেয়ারটা পরীক্ষা করে দেখার অনুরোধ করব। সবসময় আমি ওটাতেই বসতাম…

এবার আসল কথা দিয়ে শেষ করি। আজ আমাদের প্রাণপ্রিয় সিসিবির জন্মদিন। এই শুভ দিনে সিসিবি এবং সিসিবির সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা।

লং লিভ সিসিবি।

৩৩ টি মন্তব্য : “ব্রেক এর পর-i (i এর মান ১, ২ , ৩… )”

  1. রকিব (০১-০৭)

    শুভ জন্মদিন সিসিবি।
    আইজকে কেক কুক আর চা ফ্রি সবার জন্য। 😀 😀
    জুনাদা, আপনারে মিস্কর্ছি। অনেএএএক। 😕


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  2. সামিয়া (৯৯-০৫)

    আরে এইটা কে???
    শুভ জন্মদিন, 🙂

    এসব কিছুই হয়েছে একজন স্বার্থপর মানুষের কারনে, যে কিনা আমাদের কথা না ভেবেই অন্য জগতে পাড়ি দিয়েছে-যেখান থেকে কখনো কেউ ফিরে আসে না…

    কে জুনা ভাই?

    জবাব দিন
  3. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
    সিসিবির গেস্ট রুমের দ্বিতীয় সারির বাম থেকে তৃতীয় চেয়ারটা পরীক্ষা করে দেখার অনুরোধ করব। সবসময় আমি ওটাতেই বসতাম

    দ্বিতীয় সারির বাম থেকে চেয়ারতো মোটে দুইটা দেখতেসি। আজাইরা ডাউট দেয়ার জন্য তোরে পাঙ্গামু কিনা ভাবতাসি x-( আইজকা সিসিবির জন্মদিন দেইখা কিছু কইলামনা, যাই আগে ফ্রিজ থেইকা একটা মিষ্টি খায়া আসি :gulli2:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  4. রকিব (০১-০৭)

    আর ব্যানারটার জন্য আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করবেন না, আমি এমনিতেই বয়স এবং সাইজে অনেক ছোট। :shy:


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  5. সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯)

    মন খারাপ করা স্টার্টিং দিয়ে জুনাদা (দাদার সাথে এখনো ফর্মালি পরিচয় ঘটার সুজোগ ঘটেনি) সবার মাঝে কেক্কুক খাওয়ার খয়াইশ জাগায় তুললেন। প্রিন্সিপাল স্যার তো খালি আইসক্রিমের মূলা দেখায় দেখায় সবাইরে ফ্রন্টরোল খাওয়ায় নেন, এবার সিসিবির হ্যাপ্পী বাড্ডে উপলক্ষ্যে কিছু কেক্কুক খাওয়ার বন্দবস্ত করেন, স্যার!


    You cannot hangout with negative people and expect a positive life.

    জবাব দিন
  6. ফয়েজ (৮৭-৯৩)

    এইসব পোস্টে রেটিং উন্মুক্ত করে দেয়ার দেলওয়ারী আহবান জানাই। আমি একের বেশী রেটিং করতে পারি না কেনু কেনু কেনু………………।। :grr:


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  7. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    রাত ২টায় সবগুলা লুঙ্গি পিড়া প্যারেড গ্রাউন্ডে ফল-ইন! মেয়েরা অবশ্য স্লিপিং স্যুটে থাকবে! :grr: :grr: :grr:

    ফয়েজ কাল সকালে আমি মিস্টি খাওয়া পার্টির সবগুলার নাকের আর চোখের পানির বন্যা দেখতে চাই!!!

    B-) B-) B-)


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন

মওন্তব্য করুন : ফয়েজ (৮৭-৯৩)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।