মরতে তো একদিন হবেই…!!

আজকাল আমাদের একটা মুদ্রাদোষ হল কথায় কথায় ‘কি লাভ? মরতে তো একদিন হবেই…’ বলা। ‘আমাদের’ মানে আমাদের ইনটেকের পোলাপাইনের। যে কোন গেট-টু-গ্যাদার টাইপ কিছু হলেই মোটামুটি শুরু হয়ে যায়…

দেখা গেল দুই/তিন জন হয়ত খুব গভীর মনোযোগের সাথে শেয়ার মার্কেট নিয়ে কথা বলছে, এটা দেখে অন্য একজন খুব সিরিয়াস ভঙ্গিতে তাদের জিজ্ঞাসা করবে,
-দোস্ত, তোরা কি নিয়ে কথা বলিস?
-শেয়ার মার্কেট নিয়ে…
-এই যে তোরা এত সিরিয়াসলি এত আলোচনা করতেছিস, কিন্তু কি লাভ? মরতে তো একদিন হবেই…

গত সপ্তাহে আমাদের রায়হানের বিয়ে হয়ে গেল। ওর গায়ে হলুদে আমরা কয়েকজন গিয়েছিলাম। বেশিরভাগই বিয়ের দিন যাবে বলে, ঐ দিন খুব বেশিজন হয় নি। তো, আমরা যে কয়জন ছিলাম তারা ঠিক করলাম আগে খাওয়া-দাওয়াটা সেরে নিতে হবে। অবশ্য এই সিদ্ধান্ত নেবার সময়ও কয়েকবার ‘কি লাভ?? মরতে তো…’ প্রসংগটা এসেছিল।

যাই হোক, আমরা প্রথম ব্যাচেই বসে পড়লাম। এক টেবিলে মোটামুটি নিজেরা কয়েকজন মিলে গল্প-গুজব শুরু হয়ে গেল। এর মাঝেই ওয়েটার প্লেট-টিস্যু-গ্লাস দিয়ে গেল। আমি আমার পাশে বসে থাকা সাইদকে জিজ্ঞাসা করলাম,
-কিরে, হাত ধুতে যাবি না???
-হাত ধুয়ে কি লাভ??? মরতে তো একদিন হবেই…!!!

কিছুক্ষণ পর।
ওয়েটার খাবার নিয়ে এসেছে। বেশিরভাগই ততক্ষণে হাত ধুয়ে প্লেট উল্টিয়ে প্রস্তুত হয়ে গেছে। আমি কিছুক্ষণ উশখুশ করে সাইদকে জিজ্ঞাসা করলাম,
-দোস্ত, একটা কথা জিগাই…তুই কি দিনে মরতে চাস, নাকি রাতে???

ও একটু ভেবে নিয়ে বলল,
-চল, রাতেই মরি…

ওকে! বলে হাসি দিয়ে আমরা দুইজন হাত ধোবার জন্য উঠে পড়লাম।
________________________________________________________

এই বার কিছু সিরিয়াস কথা বলি।
জানি মরতে এক সময় হবেই। হোক তা দিনে কিংবা রাতে-মরার আগে ফ্লাশ ব্যাকের মতন জীবনের পার করে আসা মুহূর্ত গুলো যদি মনে পড়ে, আমি নিশ্চিৎ কলেজের সেই সোনালী সময়গুলো মনে করে শত কষ্টের মাঝেও আমার মুখে হাসি ফুটে উঠবে।
আর একেবারে শেষ সময়ে যদি পাশে ওদের কেউ থাকে, সেক্ষেত্রে চলে যাওয়াটা ভাব-গাম্ভীর্যপূর্ণ না হয়ে অট্টহাসির মাধ্যমে হওয়াটা বিচিত্র কিছু নয়।

ধুর! এত সিরিয়াস কথা বলে কি লাভ?? মরতে তো একদিন হবেই…!!!!

শুধু একটা কথা বলে শেষ করি-দোস্তস্, তোদেরকে খুব খুব ভালবাসি…যে যেখানেই আছিস, ভাল থাকিস…সবসময়…

২,৩৬৮ বার দেখা হয়েছে

৭৭ টি মন্তব্য : “মরতে তো একদিন হবেই…!!”

  1. আফতাব (১৯৯৩-১৯৯৯)

    :clap:
    এত কথার দরকার কি? মরতে তো একদিন হবেই

    কি মাভ, মরতে তো একদিন হবেই?

    এই মাভ টা কি? 😕 হ্রস্ব ই কার থাকলে পিরা লিঙ্গুয়িজ ভাবতাম, এখন তো বুঝতে গিয়া পিরা যাইতাসি :bash:

    ভুল ধইরা আর কি লাভ, মরতে তো একদিন হবেই

    এত মরামরির আলাপ কইরাই বা কি লাভ, মরতে তো একদিন হবেই

    জবাব দিন
  2. আছিব (২০০০-২০০৬)

    এই পোস্ট লিখা কি লাভ হইল?মরতে তো একদিন হবেই.........
    এই পোস্ট পইড়াই বা কি লাভ হইল?মরতে তো একদিন হবেই......
    কমেন্ট কইরা কি লাভ হইল?মরতে তো একদিন হবেই...... :khekz:

    ইয়ে মানে,এত্তগুলা বড় ভাই এর মধ্যে আমি জুক্স করে ফেললাম,গড়াগড়ি দিমু কিনা ভাবতেছি। 😕 অবশ্য গড়াগড়ি দিয়েই বা কি লাভ......মরতে তো একদিন হবেই... :awesome:

    জবাব দিন
  3. রেজওয়ান (৯৯-০৫)
    জানি মরতে এক সময় হবেই। হোক তা দিনে কিংবা রাতে-মরার আগে ফ্লাশ ব্যাকের মতন জীবনের পার করে আসা মুহূর্ত গুলো যদি মনে পড়ে, আমি নিশ্চিৎ কলেজের সেই সোনালী সময়গুলো মনে করে শত কষ্টের মাঝেও আমার মুখে হাসি ফুটে উঠবে।
    আর একেবারে শেষ সময়ে যদি পাশে ওদের কেউ থাকে, সেক্ষেত্রে চলে যাওয়াটা ভাব-গাম্ভীর্যপূর্ণ না হয়ে অট্টহাসির মাধ্যমে হওয়াটা বিচিত্র কিছু নয়।

    এমনে হইলে এখন মরলেও আফসোস নাই 😀
    জুনা দা মনডা খারাপ হইয়া গেল 🙁

    জবাব দিন
  4. বন্য (৯৯-০৫)

    ২০১২ সালের আগে মর্তাম্চাইনা...জুনাভাইর বিস্ময়বোধক চিহ্ন ছাড়া ব্লগরব্লগর দেখতাম্চাই :gulti:

    তুই কি দিনে মরতে চাস, নাকি রাতে

    এইসব অলীক স্বপ্ন দেখে আর কি লাভ বস...সব তো কাঠুরিয়ার ইচ্ছা 🙁

    জবাব দিন
  5. রায়হান আবীর (৯৯-০৫)

    গত কয়েকদিন ধরে অসাধারণ একটা গান শুনতেছি, এবং সত্যিকার অর্থেই, মরে যাবো একদিন এটা ভেবে দুঃখবোধ হচ্ছে। প্লিজ জুনাভাই, গানটা শুনেন, ভালো লাগতে বাধ্য। গানের নাম তানিয়া, অঞ্জনের নতুন সিনামা ম্যাড বাঙালির গান, সংগীত ডিরেক্টর নচিকেতা।

    কয়েকটা লাইনঃ

    জানি হারিয়ে যাবে জানি আমাদের এই গল্পটা
    জানি ফুরিয়ে যাবে জানি সকলের ছেলেবেলা...

    জানি কাল ভুলে যাবে আমাদের গল্প এ দুনিয়া
    তবুও হয়তো থেকে যাবে আমাদের গান তা-নিয়া

    গানের লিংকঃ

    http://www.mediafire.com/?jzgudzjgyy0

    জবাব দিন
  6. আশহাব (২০০২-০৮)

    সেইরকম একটা পোস্ট পড়লাম :khekz: আর কমেন্ট পইড়াই মনে হইলো... পরতে তো আমার হবেই, যেই না কইসি, সাথে সাথেই চেয়ারের একটা চাক্কা খুইলা মাটিতে পইড়া গেলাম :bash:
    এখন ঘাড়ের ব্যাথা নিয়াই হাসতেসি :))


    "Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
    - A Concerto Is a Conversation

    জবাব দিন
  7. রকিবুল ইসলাম (৯৯-০৫)
    -কিরে, হাত ধুতে যাবি না???
    -হাত ধুয়ে কি লাভ??? মরতে তো একদিন হবেই…!!!

    :))

    আর একেবারে শেষ সময়ে যদি পাশে ওদের কেউ থাকে, সেক্ষেত্রে চলে যাওয়াটা ভাব-গাম্ভীর্যপূর্ণ না হয়ে অট্টহাসির মাধ্যমে হওয়াটা বিচিত্র কিছু নয়।

    একদম খাঁটি কথা।

    জবাব দিন

মওন্তব্য করুন : মাসরুফ (১৯৯৭-২০০৩)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।