সিসিবি’কে নিয়ে একটি ব্যাপক চিন্তাশীল পোস্ট…!!!

২০০৯ এর জানুয়ারী মাসটা সিসিবি’র জন্য একটি মাইলস্টোনের মাস হতে চলেছে…প্রতিদিন যে হারে পোস্ট আসছে তাতে হাজারতম পোস্ট হতে খুব বেশি হলে আর ১০/১২ দিন লাগবে।
আমি সিসিবি’তে যোগদান করেছিলাম ২০০৮ এর মাঝামাঝি সময়ে, তখন দিনে মনে হয় দুই তিনটার বেশি পোস্ট হত না…ধীরে ধীরে সদস্যসংখ্যা বাড়তে লাগল, সিনিয়র ভাইদের আনাগোনা জোরাল হতে লাগল, সেই সাথে তাল মিলিয়ে জুনিয়ররাও…শুধুই স্মৃতিমূলক লেখা থেকে বিভিন্ন ভেরিয়েশনের লেখা আসতে আরম্ভ করল…মূলতঃ এটিই ব্লগটাকে করে তুলল গতিশীল… :-B
২০০৮ এর শেষভাগটা ছিল সিসিবি’র জন্য ‘সেইরকম’ টার্নিং পয়েন্ট…প্রতিদিন এত এত লেখা আসত, কমেন্ট হত-যে তাল মিলিয়ে রাখাই সমস্যা হয়ে যাচ্ছিল…নিঃসন্দেহে মধুর এক সমস্যা!!! গত চার দিন বাসায় নেটের কানেকশন ছিল না, আজ সিসিবি’তে আসার পর নিজেকে কেমন যেন অথৈ সাগরে পড়া মানুষের মতন মনে হচ্ছিল…কত নতুন লেখা…কত কমেন্ট…! আমি ভাবছি যারা এখনও সিসিবি’তে জয়েন করে নি…কিংবা যারা আরও দুই/তিন বছর পর জয়েন করবে-তাদের কথা…!! কি বাটেই না তারা পড়বে!!!
আমাদের বন্ধনটাকে সুদৃঢ় করতে সাহায্য করেছে গেট-টু-গ্যাদার গুলো…আহা! কেন মাসে দুই দিনটা গেট-টু-গ্যাদার হয় না??? ভার্চুয়াল জগতে পরিচিত মানুষগুলোর সাথে সামনাসামনি দেখা হবার মজাই অন্যরকম!!

কিন্তু একটা ব্যাপার নিয়ে আমি খুব চিন্তিত…ব্যাপক চিন্তিত!!! হাজারতম পোস্ট নিয়ে ব্লগে আবার কোন অসুস্থ প্রতিযোগিতা না শুরু হয়!!! রক্ত-মাংসের মানুষ তো…হাজারতম পোস্ট দিয়ে ব্লগে অমরত্ব পাবার এ সুযোগ কেই বা ছাড়তে চায়??? তবে সেটা করতে গিয়ে ৯৮০/৯০ এর পরে গিয়ে যেন পোস্ট আসার গতি যেন মন্থর না হয়ে যায়…
যাই হোক, পোস্টের সংখ্যা তিন ডিজিট থেকে চার ডিজিটে দেখাবে- ভাবতেই ভাল লাগছে…

হাজারতম পোস্টটি যিনি করবেন, তাকে আগে থেকেই অভিনন্দন দিয়ে রাখলাম…আমার পোস্ট লেখার চাইতে কমেন্ট করতেই বেশি ভাল লাগে…স্বাচ্ছন্দও বোধ করি…সুতরাং এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি…কমেন্ট করে একেবারে ফাটিয়ে দেব ইনশাল্লাহ্‌!! ইতিহাসের পাতায় নিশ্চয়ই কমেন্টকারীর নামও থেকে যাবে…

এই সুযোগে সিসিবি’র এডু, মডু, ডেভু’দেরও অভিনন্দন জানিয়ে দেই…তাদের দেখানো পথ ধরেই তো সিসিবি এতদূর এল। ধন্যবাদ যাদেরকে সবচেয়ে বেশি, তারা হলেন এখানকার সদস্য, লেখক, পাঠক (নিজেই নিজেকে ধন্যবাদ দেবার এরচেয়ে আর কোন ভাল পন্থা পেলাম না… B-) ) এমনকি যারা অতিথি হিসেবে যারা আসেন…তাদেরকেও…

অন্যান্য ব্লগের তুলনায় আমাদের কোয়ান্টিটি হয়ত কম, তবে কোয়ালিটিতে আমরা খুব একটা পিছিয়ে নেই- এটা এখন জোর দিয়ে বলা যায়…আর একথা সন্দেহাতীতভাবে বলা যায় যে, আমাদের মতন পরিচ্ছন্ন এবং পরস্পরের মতের প্রতি শ্রদ্ধাশীল ব্লগ আর একটাও নেই…ক্যাডেট হবার কারনে মনে মনে নিজেকে আর একবার ‘হবে হবে’ জানিয়ে দিলাম… :thumbup:

সিসিবি’র আগামী দিনগুলো আরও অনেক অনেক সুন্দর এবং সাফল্যমণ্ডিত হোক-এই কামনা করছি… :clap:

৩,১৭৯ বার দেখা হয়েছে

৩৮ টি মন্তব্য : “সিসিবি’কে নিয়ে একটি ব্যাপক চিন্তাশীল পোস্ট…!!!”

  1. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
    ধন্যবাদ যাদেরকে সবচেয়ে বেশি, তারা হলেন এখানকার সদস্য, লেখক, পাঠক

    আমাকে বেশ ধন্যবাদ দিলি যে বড় 😀
    যা তোকে কেক খাওয়াবানে :)) :))

    অন্যান্য ব্লগের তুলনায় আমাদের কোয়ান্টিটি হয়ত কম, তবে কোয়ালিটিতে আমরা খুব একটা পিছিয়ে নেই- এটা এখন জোর দিয়ে বলা যায়…আর একথা সন্দেহাতীতভাবে বলা যায় যে, আমাদের মতন পরিচ্ছন্ন এবং পরস্পরের মতের প্রতি শ্রদ্ধাশীল ব্লগ আর একটাও নেই…

    :boss: :boss:

    সিসিবি’র আগামী দিনগুলো আরও অনেক অনেক সুন্দর এবং সাফল্যমণ্ডিত হোক-এই কামনা করছি… :clap:

    :clap: :clap:

    সকল ক্যডেটকে :salute:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  2. রায়হান আবীর (৯৯-০৫)

    বস আমিও মাঝে মাঝে দুই একদিন না থাকলে সিসিবিতে ঢুকে খাবি খাই।

    গেট টুগেদারটা আসলেই সিরম ছিল।

    সবশেষে সিসিবি’র আগামী দিনগুলো আরও অনেক অনেক সুন্দর এবং সাফল্যমণ্ডিত হোক-এই কামনা করছি…

    জবাব দিন
  3. রহমান (৯২-৯৮)
    অন্যান্য ব্লগের তুলনায় আমাদের কোয়ান্টিটি হয়ত কম, তবে কোয়ালিটিতে আমরা খুব একটা পিছিয়ে নেই- এটা এখন জোর দিয়ে বলা যায়…আর একথা সন্দেহাতীতভাবে বলা যায় যে, আমাদের মতন পরিচ্ছন্ন এবং পরস্পরের মতের প্রতি শ্রদ্ধাশীল ব্লগ আর একটাও নেই…

    কথাগুলা মনে ধরছে :boss: :boss: :boss: :thumbup: :thumbup: :thumbup:

    জবাব দিন
  4. সায়েদ (১৯৯২-১৯৯৮)
    অন্যান্য ব্লগের তুলনায় আমাদের কোয়ান্টিটি হয়ত কম, তবে কোয়ালিটিতে আমরা খুব একটা পিছিয়ে নেই- এটা এখন জোর দিয়ে বলা যায়…আর একথা সন্দেহাতীতভাবে বলা যায় যে, আমাদের মতন পরিচ্ছন্ন এবং পরস্পরের মতের প্রতি শ্রদ্ধাশীল ব্লগ আর একটাও নেই…

    সবচেয়ে বড় কথা এই পারস্পরিক শ্রদ্ধাশীলতা।
    এখানের সবাইকে :salute: ।
    সিসিবি সিসিবি 😡 😡 😡 😡 ।


    Life is Mad.

    জবাব দিন
  5. সাকেব (মকক) (৯৩-৯৯)

    নিজের কমেন্ট ট্র্যাক করার কোন সিস্টেম করা যায়না?
    ইদনীং সিসিবি তে ঢুইকা শুধু হাবুডুবু খাই :frontroll:


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন
  6. টিটো রহমান (৯৪-০০)
    হাজারতম পোস্ট দিয়ে ব্লগে অমরত্ব পাবার এ সুযোগ কেই বা ছাড়তে চায়???

    😕 😕 😕 😕 😕 😕 😕 😕 😕 😕 😕
    ~x( ~x( ~x( ~x(
    :chup: :chup: :chup: :chup: :chup: :chup: :chup:
    :dreamy: :dreamy:


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন
  7. তৌফিক (৯৬-০২)

    আমি একহাজারতম পোস্ট করার বুদ্ধি বের করে ফেলছি। পাঁচটা পোস্ট লিখব। দুইখানা কবিতা, একখানা দিনপঞ্জি, একখানা তথ্যবহুল ফিচার, একখানা গল্প। এখানে রাখা যাবে না ওগুলো। ব্লগের মডুরা ড্রাফট করে রাখা লেখায় উকিঝুঁকি মারেন। কম্পিউটারে রাখতে হবে।

    তারপর পোস্ট যখন ৯৯৫ ছোঁবে তখন পাঁচটা ব্লগ লিখুন পেইজ খুলতে হবে। সবকিছু ঠিক ঠাক করে মেশিনগান ফায়ারের মতো পাঁচ পেইজেরই প্রকাশ বাটনটাতে টপাটপ টিপ মারতে হবে। পাঁচটার মধ্যে একটাও যদি হাজারতম পোস্ট না হয় তাইলে আপনার কপাল খারাপ।

    সামনের সেমিস্টারে ব্লগে আনাগোনা কমে যাবে। এই জটিল বুদ্ধিটা কাজে লাগাইতে পারব না। কিন্তু জুনায়েদ ভাই মনে হয় বুঝতে পারেন নাই, পাগলকে কখনোই বলতে নাই, সাঁকো নাড়াইস না। :-B

    অন্য যেকেউ এই বুদ্ধিটা কাজে লাগাইতে পারেন। মন্তব্যে কৃতজ্ঞতা স্বীকার না করলেও চলবে। 😛

    জবাব দিন

মওন্তব্য করুন : সাকেব (মকক) (৯৩-৯৯)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।