বড় জানতে ইচ্ছে করে-২ (প্রচন্ড রাজনৈতিক পোষ্ট…!)

আমার এবারের পোস্টে যে প্রশ্নগুলি রয়েছে, তা মূলতঃ রাজনীতি সংক্রান্ত। সুতরাং পড়ার আগে সবাইকে একটা কথা মনে রাখার জন্য বিনীত অনুরোধ করব- আপনারা এমন একজনের লেখা পড়ছেন, যার রাজনীতি বিষয়ক জ্ঞান খুবই সীমিত…

১। বাংলাদেশের কুইতিহাসিক (বা কুখ্যাত!) ১১ই জানুয়ারীর আগে বড় একটি রাজনৈতিক দলের বেশ প্রবীণ নেতা, যিনি একাধারে মুক্তিযোদ্ধা এবং সামরিক বাহিনীর সাবেক সদস্য ছিলেন- দল থেকে বেড়িয়ে যান। পরবর্তীতে তার মুখ থেকে আমরা অনেক বড় বড় কথা, সাংবাদিক সম্মেলন…এমনকি নতুন দল গঠন পর্যন্ত করতে দেখি। তার এই ফাঁকা বুলি শুনে ঐ বড় দলটির এক মহাসচিবের কাছে ( যিনি কিনা ‘যুবরাজ’ অথবা ‘রাজপুত্র’ নামে বেশি পরিচিত) হাসির পাত্রে পরিণত হন। কথিত আছে, একটি গান তখন খুব হিট করে- “অলির কথা শুনে ‘যুবরাজ’ হাসে, কই তাহার মতন তুমি আমার কথা শুনে হাসো না তো…!”

একজন বীর মুক্তিযোদ্ধার সততা, বিচার-বিবেচনা, দেশের জন্য কিছু করার সদিচ্ছা- এসব কিছু যখন প্রশ্নের সম্মুখীন হয় তখনও তিনি স্বাভাবিক থাকেন কিভাবে????
বড় জানতে ইচ্ছে করে…!!!

২। আমাদের দেশে রাজনৈতিক নেতা-নেত্রীদের নিয়ে দলের লোকেরা যেভাবে মিছিল-মিটিং করে, মাঝে মাঝেই তা ভদ্রতার সীমা ছাড়িয়ে যায়…বিশেষ করে মৃত নেতাদের নিয়ে প্রায়শই যা করা হয়…!!!
ধরে নেই কোন মরহুম নেতার নাম ‘ক’। দেখা যাবে, মিছিলে বলা হচ্ছে- “এক ‘ক’ লোকান্তরে, লক্ষ ‘ক’ ঘরে ঘরে…” প্রতি ঘরে ঘরে যদি ঐ নেতা বা নেতার ‘লুক এ লাইক’ আসলেই থাকে- সেটা কি বরং লজ্জার নয়? পুরো ব্যাপারটার ভিতরে যে অশ্লীল ইঙ্গিত রয়েছে, তা কি নেতার প্রশংসা করার জন্য নাকি তার চরিত্রের কুৎসা রটাবার জন্য…
বড় জানতে ইচ্ছে করে…!!!

৩। আমেরিকার প্রথম কৃষ্ণাংগ প্রেসিডেন্ট হিসেবে এবার বারাক ওবামা নির্বাচিত হলেন। আগামী মাসে তিনি দায়িত্ব গ্রহণ করে স্বপরিবারে হোয়াইট হাউসে উঠে যাবেন…আমাদের জীবদ্দশায় এমন একটি দৃষ্টান্ত আমরা দেখে যেতে পারছি- নিঃসন্দেহে আমরা খুব ভাগ্যবান!!!

আমার প্রশ্ন হচ্ছে আমেরিকার প্রেসিডেন্টের বাসভবনের নাম কি তারপরও হোয়াইট হাউস থাকবে???
বড় জানতে ইচ্ছে করে…!!!

(তিন নম্বর টি ইন্টারনেট থেকে সংগৃহীত!)

৪,৮১৯ বার দেখা হয়েছে

৫৬ টি মন্তব্য : “বড় জানতে ইচ্ছে করে-২ (প্রচন্ড রাজনৈতিক পোষ্ট…!)”

  1. রহমান (৯২-৯৮)

    মনে হয় এইবার আমি ই পরথম কমেন্টাইলাম 😀 :guitar: :tuski: :awesome: ।

    ওরে জুনা {(মতান্তরে জুনি) সম্ভবত জুনিয়র দেখে জুনি, সিনিয়র হলে সিনি হতো :-B },

    তোর মাথা তো সত্যি আউলাইয়া 😮 যাচ্ছে।

    ২ নম্বর টা সিরাম হইছে :thumbup: :thumbup: :thumbup:

    জবাব দিন
  2. আন্দালিব (৯৬-০২)

    প্রথমটার ব্যাপারে আমি কিছু প্রাসঙ্গিক আলাপ টেনে আনি। কেঊ আবার অন্যভাবে নিয়েন না। মুক্তিযুদ্ধ/যোদ্ধা নিয়ে আমাদের আবেগের জায়গাটা খুবই ঘোলাটে। আমরা তাঁদের শ্রদ্ধা করে চোখের পানি ফেলি, তাঁদের আত্মত্যাগের মহান গল্পে মুগ্ধ হই, কিন্তু তাঁদের জন্যে কিছুই করি না। এমনকি সামান্য খোঁজ খবরও নেই না। অনেক মুক্তিযুদ্ধ করা মানুষই পরে অসৎ কাজ করেছেন। তাঁদেরকে ফেরেশ্তা ভেবেও আমরা ভুল করি। একটা কথা মনে পড়ছে ড. হুমায়ুন আজাদের, "একবার রাজাকার মানে চিরকাল রাজাকার, কিন্তু একবার মুক্তিযোদ্ধা মানে চিরকাল মুক্তিযোদ্ধা নয়"।

    জবাব দিন
  3. সাকেব (মকক) (৯৩-৯৯)

    ২নম্বরটা পুরা কোপানি হইসে...
    আশীর্বাদ দিলাম- বাংলার ঘরে ঘরে লক্ষ লক্ষ 'কথাশিল্পী জুনা'য় ভরে উঠুক...
    জুনা, তুমি কোপাইতে থাকো :gulli2:


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন
  4. সাকেব (মকক) (৯৩-৯৯)

    তানভীর,
    তোমারে তো ভালো ছেলে বইলা জানতাম...তাই আশীর্বাদ দিয়া তোমার 'ফুলের মত' চরিত্রে কালিমা লেপন করতে চাই নাই..কিন্তু,আসলে যে সেইটা 'ডুমুরের ফুল'-তা বুঝতে আমার ভুল হইসে...

    হায়রে কলিকাল! দুস্টু ছোট ভাইরা এ কোন 'ভাত থাকা' র জন্য আমার আশীর্বাদ চায়? 😮

    একটু পরেই আবার মাস্ফ্যু হাজির হবে নে আবদার নিয়া...

    আমিও বাংলার ঘরে ঘরে লক্ষ লক্ষ মাস্ফ্যু বানাপো


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন
  5. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    :khekz: :goragori: :goragori:

    অলির কথা শুনে ‘যুবরাজ’ হাসে, কই তাহার মতন তুমি আমার কথা শুনে হাসো না তো…!

    =)) =))

    কিরে জুনা মন ভালো হইছেরে?


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  6. রায়হান আবীর (৯৯-০৫)
    প্রতি ঘরে ঘরে যদি ঐ নেতা বা নেতার ‘লুক এ লাইক’ আসলেই থাকে- সেটা কি বরং লজ্জার নয়? পুরো ব্যাপারটার ভিতরে যে অশ্লীল ইঙ্গিত রয়েছে, তা কি নেতার প্রশংসা করার জন্য নাকি তার চরিত্রের কুৎসা রটাবার জন্য…
    বড় জানতে ইচ্ছে করে…!!!

    :gulli2: :gulli2: :gulli2: :gulli2: :goragori: :goragori: :goragori:

    জবাব দিন
  7. তাইফুর (৯২-৯৮)

    'শ্বেতাঙ্গ', 'কৃষ্ণাঙ্গ', 'গৌরাঙ্গ' জাতীয় 'অঙ্গ' নির্ভর শব্দ গুলো শুনলেই আমার ছন্দ মিলায়ে আরেকটা শব্দ মনে পরে। সবারই কি তাই ? :-B


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  8. রহমান (৯২-৯৮)

    জুনা,
    তোমার পোষ্টগুলো পড়তে পড়তে আমারও জানার আগ্রহ বেড়ে যাচ্ছে দিন দিন। আমার এখন বড় জানতে ইচ্ছে করছে কবে আসবে "বড় জানতে ইচ্ছে করে-৩" ?

    পর্ব-৩ এর অপেক্ষায় রইলাম

    জবাব দিন
  9. তৌফিক (৯৬-০২)

    জুনায়েদ ভাই, রাজনীতির খবর কম রাখি। তাই ১ নম্বরটা ধরতে পারি নাই। মুক্তিযোদ্ধা ছিল, পরে ডাকাত হয়ে গেছে এই রকম মানুষের কথাও আমি জানি। তাঁরা অনেক ত্যাগ স্বীকার করেছিলেন, কিন্তু বিপথগামীদের ব্যাপারে আমরা আর কিই বা করতে পারি?

    ২ নম্বর আর ৩ নম্বরটা ভালো হইছে।

    আপনার সাথে একটু কথা ছিল। মেইল এড্রেসটা দিতে পারবেন?

    আমারটা
    taufiq_rasel AT yahoo DOT com

    জবাব দিন

মওন্তব্য করুন : তাইফুর (৯২-৯৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।