খিবি লিজ্জা পিলাম…!!!

আজ ঘুম থেকে ওঠার পর টিভিতে দেখি বড় বড় করে লেখা ‘ইরাকে গিয়ে অপমানিত হলেন প্রেসিডেন্ট বুশ’। ‘কি এমন হল’- ভাবতে ভাবতে চ্যানেল ঘুরে জানতে পারলাম, সাংবাদিক সম্মেলন চলাকালে তার দিকে জুতা ছুড়ে মারা হয়েছে…এরপর যখন ভিডিও টা দেখলাম,-তখন লজ্জায়, দুঃখে, ক্ষোভে, শোকে, হতাশায় মনটা খারাপ হয়ে গেল…এও কি সম্ভব? কি করে ঐ সাংবাদিক এমনটি করতে পারলেন? তার কি একটুও খারাপ লাগছে না???

ভিডিও টি দেখুন এখানে।

যা বলছিলাম, ঐ সাংবাদিক এত কাছ থেকেও বুশের গায়ে লাগাতে পারলেন না- তার কি লজ্জা করা উচিৎ নয়…????

২,০৩৭ বার দেখা হয়েছে

২২ টি মন্তব্য : “খিবি লিজ্জা পিলাম…!!!”

  1. মুহাম্মদ (৯৯-০৫)

    বহুদ্দিন এইরকম মজা পাই নাই। ক্ষমতা ছাড়ার আগে জুতা খায়া গেল বুশ। এইটা পুরা ইতিহাস হয়ে থাকবে। বিশ্ব ইতিহাসের অন্যতম কুখ্যাত রাষ্ট্রনায়কের এই অপমানের কথা আমরা সবাই মনে রাখব। আর আমেরিকানরা জীবনেও ভুলতে পারবে না।
    ঐ সাংবাদিকরে :salute:

    জবাব দিন
  2. টিটো রহমান (৯৪-০০)

    হ্যা সকালে মেটা ক্যাফেতে দেখলাম।
    কে বলে যুদ্ধে জিততে হাজার মানুষ লাগে?
    এবাবেই ক্ষুধিরামরা জিতে যায়
    বুশকে থু
    সাংবাদিককে :salute:


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন
  3. মুসতাকীম (২০০২-২০০৮)

    আমিও সকালের খবরে দেখছি 😛 😛 😛
    দেইখা বহুত মিজা পাইছি 😀 😀 😀
    সাংবাদিক মামারে :salute: :salute: :salute:
    আর বুশ আংকেলরে :gulli2: :gulli2: :gulli2: :gulli2:


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন
  4. তৌফিক (৯৬-০২)

    ভিডিওটা দেইখা আমি ভাবলাম ওই সাংবাদিক জানে বাঁচল ক্যামনে? জুতা ছোঁড়া শুরু করা মাত্রই যে সিক্রেট সার্ভিসের লোকজন গুলি কইরা ফালায়া দেয় নাই এইটাই বেশি।

    তবে বহুত মজা পাইছি।

    জবাব দিন
  5. সায়েদ (১৯৯২-১৯৯৮)

    আজ সকালে কমপক্ষে ১৫টা দেশের (আমেরিকাসহ) লোকজনের সাথে বসে এই খবরের সারাংশ মাল্টিমিডিয়া প্রজেক্টরে দেখলাম 😛 ।

    জুতার সাইজ নাকি মাশাল্লা ১০ 😀 😛 ???


    Life is Mad.

    জবাব দিন
  6. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    মুনতাজার আল জাইদি ভাইকে :salute: কামডা করার লাইগা, একই সাথে x-( 😡 ১০ নম্বরি জুতাডা বদমাইশটার গায়ে লাগাইতে না পারার লাইগা।

    এই কাজ করার পর বেচারার অবস্থা কি করছে কে জানে 🙁


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  7. রহমান (৯২-৯৮)
    ক্ষমতা ছাড়ার আগে জুতা খায়া গেল বুশ। এইটা পুরা ইতিহাস হয়ে থাকবে। বিশ্ব ইতিহাসের অন্যতম কুখ্যাত রাষ্ট্রনায়কের এই অপমানের কথা আমরা সবাই মনে রাখব। আর আমেরিকানরা জীবনেও ভুলতে পারবে না।

    :thumbup: একমত :thumbup:

    জবাব দিন

মওন্তব্য করুন : মাসরুফ (১৯৯৭-২০০৩)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।