আফসোস…!!!

কলেজে ক্লাস সেভেনের অবস্থা থাকে অনেকটা অবলা নারীদের মতন। বুক ফাটে তো মুখ খোলে না…ছোট-বড় নানান সমস্যা-কাকে জানাব, কিভাবে জানাব…এইসব নানান ভাবনায় জানানোই হয়ে ওঠে না…ব্যাপারটা এমন যে সমস্যাটা কাউকে জানানোটাই একটা সমস্যা!

আমার জীবনের দীর্ঘতম জুমআর নামাজগুলোর সবগুলোই কলেজের ক্লাস সেভেনে থাকতে পড়া…নামাজে যেতাম আযানের ১০/১৫ মিনিট আগে…নামায শেষ করে বের হতে প্রায় ঘন্টা দেড়েকের মামলা…ঐ দীর্ঘ সময়ে যে কারও প্রাকৃতিক ডাক আসাটা খুবই স্বাভাবিক…বেশিরভাগ সময়ে সবাই যা করত তা হল- জুমআর নামাজ ব্রেক অফের পর ভরা ব্লাডার নিয়ে কোনমতে দৌঁড়ে গিয়ে ডাইনিং হলের অথবা হাউসের কোন টয়লেটে গিয়ে সেরে আসত…খুব কমই ছিল যারা নামাজের মধ্যে উঠে মসজিদের টয়লেট ব্যবহার করত। পুরো কলেজের সবার সামনে উঠে গিয়ে টয়লেট করার কথা ক্লাস এইটের কেউও ভাবে কিনা সন্দেহ…

যাই হোক আসল কাহিনীতে আসি। ক্লাস সেভেনের কথা, সম্ভবত সেকেন্ড টার্ম। জুমআর নামাজের সময় আমাদের একজনের খুব টয়লেট লেগেছে…কিন্তু উঠে গিয়ে সেরে না এসে, সে সিদ্ধান্ত নিল তারচেয়ে বরং বন্যার পানিটাকে বাঁধ দিয়ে আটকে রাখবে…তারপর নামাজ শেষ হলে নাহয়…কিন্তু বিধি বাম!!! হঠাৎ করে কি যে হল…বাঁধ ভেঙ্গে চৌচির…ফলাফল, বন্যার পানি ভাসিয়ে নিয়ে গেল সব…!!! বেশ ভাল রকমের বিশৃংখলাই সেদিন মসজিদে হয়েছিল বটে!

এরপর পানি অনেক গড়াল…না, না- বন্যার পানি না…স্বাভাবিক পানি…আমরা এক সময় ক্লাস টুয়েল্ভ-এ উঠলাম। আর আমাদের সেই বন্ধু হল বেশ বড়-সড় একজন প্রিফেক্ট। ঐদিন আমরা, যারা সিভিল ক্যাডেট ছিলাম- তাদের কি আফসোস!!! আহারে! আগে জানলে, প্রয়োজনে কলেজের প্রতিটি কোণা ভাসিয়ে দিতাম…!!!

৫,৪৩১ বার দেখা হয়েছে

৬৪ টি মন্তব্য : “আফসোস…!!!”

  1. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
    আহারে! আগে জানলে, প্রয়োজনে কলেজের প্রতিটি কোণা ভাসিয়ে দিতাম…!!!

    এখন দেশের কোনো কোণা ভাসায়া দে, মিনিস্টার-ফিনিস্টার হইতে পারবি :grr: :grr:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  2. মরতুজা (৯১-৯৭)

    আহারে, পোলাপাইনের প্রিফেক্ট হবার আশা এখন যায় নাই গো। যত যাই কউ, কলেজে থাকতে বা কলেজের বাইরে আইসা পেরায় সবাই কয় প্রিফেক্ট হবার ইচ্ছা কারও ছিল না। খালি নাকি ঝামেলা। কিন্তু তারপরও দেখা যাইতাছে এখন পোলাপাইন সারা দেশ পানি দিয়া ভাসাইতে পিছপা হইতাছে না। 😀 😀

    জবাব দিন
  3. রকিব (০১-০৭)

    জুনায়েদ ভাই, এ ঘটনার যে কতবার পুনরাবৃত্তি হয়েছে। বিশেষ করে পারেন্টস্ ডের পর জুম্মায় ইমাম সাহেবের খুতবা শুরু হইত এইভাবেঃ বিসমিল্লাহির রাহমানির রাহিম... ক্লাশ ৭, যাদের প্রয়োজন আ্ছে তারা বাথরুমে গিয়ে আগেই ঠিক হয়ে আসো্ মসজিদের ভেতর নাপাক কাজ করা ঠিক নাহ। তথাপি যা হবা্র তাই... 😕 😕 😕 😕 😕 😕 😕


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  4. মুসতাকীম (২০০২-২০০৮)

    জুনায়েদ ভাই পুরা :gulli2: :gulli2: :gulli2:
    :khekz: :khekz: :khekz:


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন
  5. আলম (৯৭--০৩)
    আমাদের সেই বন্ধু হল বেশ বড়-সড় একজন প্রিফেক্ট। ঐদিন আমরা, যারা সিভিল ক্যাডেট ছিলাম- তাদের কি আফসোস!!! আহারে! আগে জানলে, প্রয়োজনে কলেজের প্রতিটি কোণা ভাসিয়ে দিতাম…!!!

    cp মাসরুফ কি সেভেনে মসজিদ ভাসাইছিলো? x-(
    (মাসরুফ, মাইন্ড করিসনা জান, দুষ্টামি করলাম।)

    জবাব দিন
  6. তৌহিদ (৯৫-০১)
    প্রয়োজনে কলেজের প্রতিটি কোণা ভাসিয়ে দিতাম…!!!

    আমাগো কলেজেও একজন এই কাজ করছিল, অবশ্য সে কুন প্রিফেক্ট হয় নাই, মনে হয় তার আরো কয়েকবার করতে হইতো :)) :)) :)) :))

    জবাব দিন
  7. মুরাদ (২০০২-০৮)

    মাসরুফ ভাই এখন নসু ভাসায়, দেখেন না ওনার ............ এ কত আপামনি ভাইসা যাইতাসে।
    (বি.দ্র.ঃ শূণ্যস্থান মাসরুফ ভাই ছাড়া সবাই নিজ নিজ মত করে পুরণ করুন।)
    :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
    মাসরুফ ভাই কিছু বলার আগে আমি ই দিলাম নিজে থেকে 😀

    জবাব দিন
  8. বন্যা নিয়া লিখসেন......আমাদের কলেজে shitting নিয়াও কাহিনি হয়া গেছিল।তয় মসজিদে না,বায়োলজি ল্যাবে।
    যে এই কাহিনী ঘটাইসিল,তারে এইসব নিয়া টিজ দিলে তার চোখমুখ এখনও লাআআআআআআআআল হয়া যায়।

    জবাব দিন
  9. রকিব (০১-০৭)
    …আমাদের কলেজে shitting নিয়াও কাহিনি হয়া গেছিল।তয় মসজিদে না,বায়োলজি ল্যাবে।
    বায়োলজি ল্যাবে বায়োগাস প্রকল্প খোলা হইছিলো নাকি?


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  10. রায়হান আবীর (৯৯-০৫)

    কমেন্ট শিল্পীর পোস্টটাও এক্কেরে ফাডাইন্না হইছে...

    তাদের কি আফসোস!!! আহারে! আগে জানলে, প্রয়োজনে কলেজের প্রতিটি কোণা ভাসিয়ে দিতাম…!!!

    :gulli2: :gulli2: :gulli2: :khekz: :khekz: :khekz:

    জবাব দিন

মওন্তব্য করুন : রবিন (৯৪/ককক)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।