আমি গরীব, কারন আমি অ নে ক গরীব…!!!

তাইফুর ভাইএর পোষ্টে কামরুল ভাই কমেন্ট করেছেন “আপনার আর জুনার উপর মেজাজ বহুত খারাপ আছে।” ভাবটা এমন আমি যেন আমি ইচ্ছে করে এখানে অনিয়মিত হয়েছি…আমি জানি, এখন যদি আমি আমার দুঃখের কথা বলা শুরু করি তাহলে এখানকার কোমলমতি বড় ও ছোট ভাই-বোনেরা কাঁদতে কাঁদতে পা ব্যাথা করে ফেলবেন…

কত বছর পর অনলাইনে আসলাম ঠিক করে বলা মুশকিল…যতদূর মনে পড়ে, শেষবার যখন অনলাইন ছিলাম তখন বৃটিশ সরকার উপমহাদেশ থেকে যাব যাব করতেছে…ন্‌ না…মনে পড়ছে…তখনো ব্লগের অনেকে ফেসবুকে ষ্ট্যাটাস দিত ‘ইটস কম্লিকেটেড’ বা ‘সিঙ্গেল’…শার্লিরা তখনো ওদের ৫০ তম বন্ধু মোর্শেদকে খুঁজে বেড়াত…এহসান ভাই তখনো জন্মাননি…থুক্কু জন্মদিন পালন করেন নি…রাজশাহীর পোষ্ট ১০০ হয় নি…এডু স্যার খসরা নিয়ে বিব্রত হন নি…ঘড়ির কাঁটা বাটে পড়ে নি…আর সবচেয়ে বড় কথা ডাক রোষ্ট খাওয়ার লোভে কুচ্ছিতকে কেউ আঘাত করে নি…(তুহিন, তুই ভাল আছিস শুনে ভাল লাগল…) আরো কত কি…!!!

যাই হোক, যা বলছিলাম…দুই দিন হল অনলাইন হয়েছি…কাল আসিনি, কারন আমার পরীক্ষা ছিল (তানভীর ভাই, কাইয়ূম ভাই- এই লাইনটা আপনাদের জন্য…আপনারা তো মানতেই চান না-আমি ক্লাস করি, পরীক্ষা দেই…এখন কেমন???)। অনলাইন হব কেমন করে?? বাড়িতে না ছিল কোন পিসি বা ল্যাপটপ…নেভির বাড়িতে থাকার সুবাধে বিল্ট ইন ব্রডব্যান্ডের লাইনটাই শুধু ছিল…মাঝে মাঝে তারটা নাড়াচাড়া করে মনে হত ‘ওপারে তে কত সুখ আমার বিশ্বাস…!!’ কাইয়ূম ভাই আবার কাঁটা ঘায়ে সালফিউরিক এসিড মেরে ল্যানের বিকল্প অন্য কিছুর বুদ্ধি দিয়েছিলেন…কিন্তু রিডার্স ডিস্ক্রেশনের কথা ভেবে সেটা নিয়ে আর কিছু বললাম না…

এ কয় দিনে একটা কথা হাড়ে হাড়ে টের পেয়েছি…গরীব হবার অনেক জ্বালা…আপনারা প্লিজ- বড় হয়ে কেউ গরীব হবেন না…কথা দিন…

গরীব হবার জ্বালা বুকে নিয়ে আবার অনলাইন হয়েছি…যতদিন না আবার কোন বিশেষ মহল বা শাসক গোষ্ঠীর কোন চক্রান্ত আমাকে সরিয়ে দিচ্ছে, আপনাদের সাথে আছি ইনশাল্লাহ্‌…

৯,৭৮৬ বার দেখা হয়েছে

১০৮ টি মন্তব্য : “আমি গরীব, কারন আমি অ নে ক গরীব…!!!”

  1. সামিয়া (৯৯-০৫)

    আমি ভাবসিলাম একটা পোস্ট দিব, হারিকেন জ্বালায়ে খুজতেছি নামে।
    আল্লাহর অশেষ রহমতে তার আগেই চলে আসছেন।
    জুলহাস ভাই কই? কেমন আছেন উনি? আর আমাদের ভাগনা কই? সে কেমন আছে?

    জবাব দিন
  2. ভাই,

    আপনি সিসিবি তে অনিয়মিত হইলেন, আর আমার চরম উপস্থিতি শুরু... তাই ভালোমত মোলাকাত হয়নাই। 🙁 🙁

    শুভ প্রত্যাবর্তন ভাইজান।
    :hug: :hug: :hug: :hug:

    আমারে চিনতে পারছেন? না হইলেও চিনা যাবেন সমস্যা নাই 😀 😀 😀 😀

    জবাব দিন
    • জুনায়েদ কবীর (৯৫-০১)

      না চেনার কি আছে??? 😡
      নিজের বাড়ি থেকে না হলেও পরের বাড়ি গিয়ে সুযোগ পেলেই সিসিবিতে ঢুঁ দিতাম... :dreamy:
      এখনো বিশ্বাস হয় না?? যা মহাখালী ফ্লাইওভারের ওখানে গিয়ে লং আপ হয়ে থাক... :grr:


      ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

      জবাব দিন
  3. শার্লী (১৯৯৯-২০০৫)

    এইত আমাদের জুনা ভাই। আইসা পড়ছেন দেইখা বাইচা গেছেন। আমি প্ল্যান করতেছিলাম পা টা ভালো হইলেই আমি আর মাস্ফ্যু ভাই আপনার বাসায় হামলা চালাব। এতদিন আসেন নাই এই কারণেও হামলা চালাইতে পারি। রেডি থাইকেন :grr: :grr:

    জবাব দিন
  4. তাইফুর (৯২-৯৮)

    জুনা আমার পিছে লাগার লোভ সামলাইতে পারলিনা না ??
    তুই অনেক দিন অনুপস্থিত দেইখা সাহস কইরা লেখায় ফিরতে চাইলাম আর সাথে সাথেই ...

    (বুখে আয় ... :hug: )


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন

মওন্তব্য করুন : ফয়েজ (৮৭-৯৩)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।