মন ভালো নেই…..

অনেকদিন ধরেই আসলে মনটা ভালো নেই।
এখনো মানসিকভাবে ঠিক আছি…এইটা বউকে বোঝানোর জন্যে সিসিবি-তে আসি……বউ-য়ের গালি শুরু-র ঠিক আগেই চলে যাই (মনে মনে হয়তো বা চলে আসার জন্যে বউয়ের গালিটা আসার অপেক্ষাতেও থাকি…)
………এভাবেই চলছিলো।
গত কয়েকদিন ধরে সিসিবি-র আবহাওয়াটা-ও খুব একটা Smooth ছিলো না বলেই মনে হয়…
কিছুই ভালো লাগছিলো না।
তবে এখন আমার ভালো লাগছে…বেশ ভাল লাগছে।
কারণঃ
১) আমার ছেলে তার জীবনের লক্ষ্য বদলেছে……তার এই প্রায় সাড়ে চার বছর জীবনে সে আজ পর্যন্ত রিক্সাওয়ালা, ট্রেনের “দাইভার” আঙ্কেল, বাসের হেলপার, কমপিউটার ইঞ্জিনিয়ার, প্লেনের ড্রাইভার এবং বাদামওয়ালা পর্যন্ত হতে চেয়েছিলো। তার ফাইনাল চাওয়া এখন আর্মি আঙ্কেল হওয়া “আমি আর্মি আঙ্কেল হয়ে পিসতল দিয়ে সব বিডিয়ার-কে মেরে দেব।”

২) অনেক Weight Loose করার জন্যে আমার ছেলের গায়ে এখন গেঞ্জী ঢোলা হয়। আমি অফিস থেকে এসে তার Complain শুনে বললাম, “বাবা, তুমি তো অনেক শুকিয়ে গিয়েছো…তাই তোমার গায়ে গেঞ্জী ঢোলা হচ্ছে।”
ভবিষ্যতের আর্মি-র Electricity উত্তর, ” না, আমি তো এখনও অনেক ভিজা আছি!!”

৩) আজকে Office থেকে ফেরার সময়ে Lift-এ উঠেছি….. Lift টা Over Weight এর Warning দিলো।
Lift এর Weight Capacity: 630 Kg, Personnel Capacity:8.
Lift-এ ছিলামঃ “আমি একা!!!!!!!!!!!!”
(ভাব নেবার জন্যে এবং উপরের ক্লাসে ওঠার জন্যে কয়েকটা কথা ইংরেজীতে বলেছি আরকি!!)

৪) সবচেয়ে মন ভালো হয়েছে যে কারণে সেটা নীচে দিলাম (মাত্রাতিরিক্ত আবেগ এবং অপরিপক্ক লেখার জন্যে আগে-ই ক্ষমা চাই):

” যতই আমায় আগুনে পোড়াও, বেয়নেট হানো গায়ে…
এই বাংলার স্বাধীনতা জেনো, এনেছে আমারই ভাইয়ে।
আমারই বাবার, মায়ের রক্তে রঞ্জিত এই দেশ…
আমার বোনের আর্তনাদের রয়েছে যে আজও রেশ।
অধিকার নিয়ে ফেনা তুলেছিলো বুদ্ধিজীবিরা শত…
পিছনে হাজার কীটেরা ছিলো ধংসযজ্ঞে রত।
দেশের শ্রেষ্ঠ ছেলেরা পারেনি যুদ্ধ করতে হায়…
একটু সুযোগও পেলে কি তাঁদের এভাবে মরতে হয়?
দেশকে ভাঙ্গার হাজার সুযোগ, শত্রুরা নিতে ব্যস্ত……
দেশ রক্ষার দায়টা কিন্তু আমাদেরই হাতে ন্যস্ত।
বারবার শত চেষ্টা চলবে, ভাংতে মোদেরই বুক…
আমার মাথাটা নত হলে পরে…শত্রুরই হবে সুখ।
তাইতো আজ আমি শপথ করছি, নোয়াবো না এই মাথা…
বাংলাদেশকে রক্ষা করবো, এই মোর শেষ কথা।
লাল সবুজের পতাকা ছুঁয়েছি দৃপ্ত অঙ্গীকারে…
জন্মেছি মা গো তোমার জঠরে, মরবো তোমারই তরে।।”

বিঃ দ্রঃ Only for my juniors………

“আমার লাশকে স্যাল্যুট করার সুযোগটা যদি না-ই পাও……
দুঃখ করো না, তোমার সকল কষ্টগুলিকে মুক্তি দাও।”

৫) সবাইকে সশস্ত্র সালাম। সিসিবিকেও।।

২,৩৩১ বার দেখা হয়েছে

২৬ টি মন্তব্য : “মন ভালো নেই…..”

  1. আহসান আকাশ (৯৬-০২)
    ” না, আমি তো এখনও অনেক ভিজা আছি!!”

    :khekz: :khekz: :khekz:

    তাইতো আজ আমি শপথ করছি, নোয়াবো না এই মাথা…
    বাংলাদেশকে রক্ষা করবো, এই মোর শেষ কথা।
    লাল সবুজের পতাকা ছুঁয়েছি দৃপ্ত অঙ্গীকারে…
    জন্মেছি মা গো তোমার জঠরে, মরবো তোমারই তরে।।”

    :salute: :salute: :salute:


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. যতই আমায় আগুনে পোড়াও, বেয়নেট হানো গায়ে…
    এই বাংলার স্বাধীনতা জেনো, এনেছে আমারই ভাইয়ে।
    আমারই বাবার, মায়ের রক্তে রঞ্জিত এই দেশ…
    আমার বোনের আর্তনাদের রয়েছে যে আজও রেশ।

    :salute: :salute: :salute: :salute:

    জবাব দিন
  3. আদনান (১৯৯৭-২০০৩)
    তার ফাইনাল চাওয়া এখন আর্মি আঙ্কেল হওয়া “আমি আর্মি আঙ্কেল হয়ে পিসতল দিয়ে সব বিডিয়ার-কে মেরে দেব।”

    শাবাশ, জুলহাসের বাচ্চা!

    (জুলহাস ভাই, মাইন্ড করিয়েন না, কথার প্রেশারটা দেখানোর জন্য 'ভাই' লাগাইনাই... আপনে বস্‌!)

    জবাব দিন
  4. মাহমুদ (১৯৯০-৯৬)

    ভাইস্তা ত দেহি পুরাই একটা জিনিস হয়া উঠতাছে।

    পুলা ত নয় যেন আগুনেরই গোলা রে,
    পুলা ত নয় যেন আগুনেরই গোলা... (কপিরাইটঃ মমতাজ, মাননীয় সংসদ সদস্য 😛 )।


    There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx

    জবাব দিন
  5. ফয়েজ (৮৭-৯৩)

    তুমি নাকি চিটাগাং টেনাস্ফার হই গেছ, গুড গুড। চইলা আস,

    জুনার পাছায় একটা কইষা লাত্থি মারতে পারবা, বড় শান্তি পাইতাম।


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন

মওন্তব্য করুন : আহসান আকাশ (৯৬ - ০২)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।