আমি আবারও কিছু বলিতে পারিলামনা-৭ (শেষ পর্ব)

[যেভাবেই হোক, এই লেখাটা চালিয়েই যাবো ঠিক করেছিলাম…কিন্তু বিশেষ কারণে…শেষ করাই লাগলো!!!]
কেসঃ ২৩
প্রত্যেক ক্যাডেটের মাঝেই একটা দ্বৈতসত্ত্বা বাস করে।
নিজেকে দিয়ে আমি ব্যাপারটা পুরোপুরি উপলব্ধি করি…
প্রতিটা ক্যাডেটই একই সাথে…casual & serious; অলস আবার শেষ রাইতে ঠিকই বাড়ি দিয়া পইড়া ফেলায়…; চরম ইনফরমাল আবার একইসাথে ফরমালিটির বিশাল বস!!!!!
সে কারণেই আমি মোটামুটি শিওর ছিলাম…এই ব্লগ-এর এডু কিংবা মডু…অন্ততঃ সিনিয়র মোস্ট ভাই প্রেজেন্ট (সানাউল্লাহ ভাই)…আমার সবগুলি লেখা পড়বেন…এবং তেমন লেখা হলে আমার জন্যে বিশাল ধরণের ঝাড়ি অপেক্ষমান…
তাই সবার কাছ থেকে আশাব্যঞ্জক সাড়া পেয়ে…হাল্কা চালের…স্মৃতিবিজরিত কিংবা মরিচ মেশানো লেখালেখি করে যাবো বলে ভেবেছিলাম……
আজ সকালে আলম-এর লেখা… রায়হানের জবাব…অন্যান্যদের কমেন্ট ইত্যাদি সত্বেও এই ব্লগের এডু,মডু…অন্ততঃ সানাউল্লাহ ভাই-এর কাছ থেকে “এইরকম লেখা আর ভবিষ্যতে কখনও না পাঠানোর জন্যে ওয়ার্নিংসহ লেখাটি ব্লগ থেকে অমিট করা হলো।”—এই সিদ্ধান্ত আশা করেছিলাম
(একই কথা প্রয়োজনে আমার সবগুলি লেখার জন্যেও বলা যেতে পারে…I DON’T MIND…AND CARE!!! )
কেবল তাতে করেই…সিসিবি তার স্বকীয়তা ধরে রাখতে পারবে বলে আমি বিশ্বাস করি।অন্যথায়, সিসিবি-ও আর দশটি সাধারণ ব্লগ-এ পরিণত হবে বলে আমার আশংকা।
ভবিষ্যতে আর লেখার সুযোগ না পেলেও HATS OFF TO CCB
*** সিসিবি-তে বিভাগসমুহের মাঝে “ধর্মালোচনা” বলে কোন বিভাগ নেই।

১,৬৪৪ বার দেখা হয়েছে

১৬ টি মন্তব্য : “আমি আবারও কিছু বলিতে পারিলামনা-৭ (শেষ পর্ব)”

  1. ফয়েজ (৮৭-৯৩)
    আজ সকালে আলম-এর লেখা… রায়হানের জবাব…অন্যান্যদের কমেন্ট ইত্যাদি সত্বেও এই ব্লগের এডু,মডু…অন্ততঃ সানাউল্লাহ ভাই-এর কাছ থেকে “এইরকম লেখা আর ভবিষ্যতে কখনও না পাঠানোর জন্যে ওয়ার্নিংসহ লেখাটি ব্লগ থেকে অমিট করা হলো।”—এই সিদ্ধান্ত আশা করেছিলাম

    ব্যাপারটা তোমাকে বিব্রত করেছে বেশ বুঝতে পেরেছি। শুধু তোমার কথাই বা বলি কেন, আমি এবং আমি নিশ্চিত আরও অনেকেই বেশ বিব্রত হয়েছে। কারন এই রকম পোষ্ট এর আগেও এসেছে এবং তাতে আমরা মোটামুটি মেনে নিয়েছিলাম অন্যের মতকে শ্রদ্ধা করার ব্যাপারটা। আবার যে "গুড় লাগানো হয়েছে" এটা মনে হয় সানাউল্লাহ ভাই এখনো বুঝতে পারেননি। এটা ঠিক হয়ে হয়ে যাবে আজকের মধ্যেই, আমি আশা করি। আমাদের এত দিনের জায়গা এত সহজে নষ্ট হবে না, "ইউ ক্যান বেট অন ইট"।

    ভবিষ্যতে আর লেখার সুযোগ না পেলেও

    তুমি কি সমুদ্রে যাচ্ছ, নাকি অন্য কিছু আছে? একটা ব্যাপার কি জান, নিজের ঘরে ঝগড়া লাগবেই, টুকটাক, তাই বলে ঘর ছেড়ে দেয়াটাকি উচিৎ? আমরা যারা ঘরে আছি, তারাই বা তা মেনে নেব কেন?

    ভাল থেক।


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  2. জিহাদ (৯৯-০৫)

    জুলহাস ভাই,

    ভুল বুঝবেন না বস। সি সি বি আমাদের জায়গা। এবং একটু সময় নিয়ে হলেও সব ব্যাপারে সঠিক সিদ্ধান্তটাই আমরা নিবো। এই বিশ্বাস আমার আছে।

    কাজেই লেখা থামাবার কথা মোটেও ভাববেন না প্লীজ। বড় ভাইরা এরকম করলে ক্যামনে কি 🙂


    সাতেও নাই, পাঁচেও নাই

    জবাব দিন
  3. ভাইয়া প্লীজ
    এমন করে বলবেন না। একজনের জন্যে পুরো সিসিবিতে অস্বাস্থ্যকর কোন পরিবশ হোক সেটা আমরা কেউ মেনে নেবো না।
    এটা খুবই সাময়িক।
    আশা করছি খুব শিগগির ঠিক হয়ে যাবে।

    আপনি আরো লিখবেন।

    জবাব দিন
  4. রকিব (০১-০৭)

    মাঝে মাঝে চালের মাঝে ২-১ টা পাথর চোখে পড়ে, তাই বলে কী আমরা ভাত খাওয়া বন্ধ করে দেবো!!!! সিসিবি সুস্থ্যতম ব্লগ এটা নিঃসন্দেহে আমরা দাবী করতে পারি। আর মাঝে মাঝে এরকম দুয়েকটা ছোটখাট খুটখাট ঝামেলা কিন্তু ব্লগের পরিবেশ চিরতরে ব্যাহত করার ক্ষমতা রাখে না, বরং ব্লগের সাংগঠনিক ভিত্তি এবং সুস্থ্য ধারা অব্যাহত রাখার জন্য আমাদের সজাগ থাকার প্রেরণা যোগায়।
    প্লীজ প্লীজ যাবেন না ভাইয়া। এটা আপনারই ঘর।


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন

মওন্তব্য করুন : কামরুল হাসান (৯৪-০০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।