আমি কখনোই কিছু বলিতে পারি না -১

কেসঃ ১
পাশের বাড়ীর লুনা (অবশ্যই কাল্পনিক নাম!!) আন্টি আমাকে খুবই পছন্দ করতেন, প্রায়ই চকলেট খেতে দিতেন…
ক্লাস থ্রিতে পড়ার সময়ে একদিন বিকেলে হঠাৎ আমি তার রুমে হাজির হয়েছি। অন্য দিন অনেক কথা বললেও ওই সময়ে তিনি কেন জানিনা আমাকে তাড়াতাড়ি তাঁর রুম থেকে বের হওয়ার জন্য তাগিদ দিচ্ছিলেন। রুম থেকে বের হওয়ার ফাঁকে খাটের উপরে একটা ছোট খাপওয়ালা মিনিশ্যাম্পুর মতন জিনিস দেখতে পেলাম। খুব অবাক হয়ে বললাম, এইটা কি?
সাথে সাথে বাথরুমের দরজার আড়াল থেকে পাশের (অন্য বাসার) মফিজ আঙ্কেল ( অবশ্যই এটাও কাল্পনিক নাম!!) বের হয়ে আমার হাত থেকে ওই আইটেমটা কেড়ে নিয়ে এবং আমাকে এক থাপ্পড় দিয়ে বললেন, দুস্ট ছেলে…, আজেবাজে জিনিস ধরো!!!!!!!!!!!!!!
……………………………………………………
আমি কিছুই বুঝিতে পারিলামনা……,কিছুই বলিতে পারিলাম না…………

কেসঃ ২
আমরা তখন ক্লাস সেভেনএ…
একদিন হঠাৎ গেমস টাইমে ফুটবল খেলতে খেলতে দেখি, আমরা যে মাঠে ফুটবল খেলছিলাম তার পাশেই রৌ** স্যার,(হা** ম্যাডামের বর) সদ্য বিবাহিত রে*** খান স্যারকে ( অবশ্যই এইগুলি কাল্পনিক নাম নয়!!!!) খুতবা দিচ্ছেন……
-‘নতুন বিয়ে করেছেন, এই জিনিসটাতো লাগবেই…খুব এলার্ট না থাকলে কিন্তু আমাদের মত ঝামেলায় পড়বেন।’
এই কথা বলে একটা ছোট খাপওয়ালা মিনিশ্যাম্পু তাঁর হাতে দিতে গিয়ে মাটিতে ফেলে দিলেন। আমি কাছে গিয়ে জিনিসটা রে*** খান স্যারের হাতে তুলে দিতে যেতেই দুজন একত্রে বকা শুরু করলেন,
-‘দুস্ট ছেলে…আজেবাজে জিনিস ধরো!!’
……………………………………………………
আমি কিছুই বুঝিতে পারিলামনা……কিছুই বলিতে পারিলাম না…………

কেসঃ ৩
তখন আমি সদ্য বিবাহিত। একদিন এক ঔষধের দোকানে গিয়ে ছোট খাপওয়ালা মিনিশ্যাম্পুর মতন জিনিসগুলি চাইলাম। দোকানদার আমাকে ওগুলির একটি প্যাকেট দেয়ার পরে আমি সেটা এক হাতে ধরে পকেট থেকে টাকা বের করছি, এমন সময় এক মহিলা পাশ থেকে আমার হাত থেকে জিনিসটা কেড়ে নিয়ে আমাকে বকতে লাগলেন,
-‘দুস্ট ছেলে…, আজেবাজে জিনিস ধরো!!!!!!!!!!!!!!’
……………………………………………………
আমি কিছুই বুঝিতে পারিলামনা……কিছুই বলিতে পারিলাম না…………

কেসঃ ৪
আমার ছেলের বয়স তখন সাড়ে তিন। এক ছুটির দিন সকালে ঘুম ভেঙ্গে উঠে দেখি, ঘাপলা করে আমি বিছানায় (বালিশের নীচে) একটা ছোট খাপওয়ালা মিনিশ্যাম্পুর মতন জিনিস রেখেছি। মনটা আরো খারাপ হল যখন ছেলে ওই জিনিসটা হাতে নিয়ে আমাকে প্রশ্ন করলো,
-‘বলো তো বাবা এইটা কি?’
আমি অবাক হবার ভান করে বললাম, ‘কি বাবা?’
ছেলে বললো, ‘তুমি এত বোকা, এইটা জানো না? এইটা হলো মিনিশ্যাম্পু!!!!!!!!!!!!!!!!!!!!!’
…………………………………………………..
আমি কিছুই বলিতে পারিলামনা……কিছুই বলিতে পারিলাম না…………

কেসঃ ৫
আমি নিশ্চিত, আমার নাতি অথবা ভাতিজা (জুনায়েদ কবীর, ঝকক,৯৫-২০০১ এর ছেলে) এইরকম একদিন একটা ছোট খাপওয়ালা মিনিশ্যাম্পুর মতন জিনিস এনে আমাকে প্রশ্ন করবে,
-‘বলো তো দাদু (অথবা চাচা) এইটা কি?’
আমি অবাক হয়ে বলবো, ‘কি দাদু (অথবা চাচা), মিনিশ্যাম্পু?’
সে আরও অবাক হয়ে বলবে, ‘শীট, তুমি এত ব্যাকডেটেড? তুমি এইটা কি তাও জানো না? এইটা হলো কনডম!!’
…………………………………………………..
আমি নিশ্চিত, আমি তখনও কিছুই বলিতে পারিব না……কিছুই বলিতে পারিব না…………

তাহলে কি আমার গাছ নামটা সার্থক!!

৪,৫৫০ বার দেখা হয়েছে

৫৪ টি মন্তব্য : “আমি কখনোই কিছু বলিতে পারি না -১”

  1. টিটো রহমান (৯৪-০০)

    বস লেখা সেইরম হইছে

    আমি নিশ্চিত, আমার নাতি অথবা ভাতিজা (জুনায়েদ কবীর, ঝকক,১৭৭৪,১৯৯৫-২০০১ এর ছেলে)

    আসলে কোনটা? নাকি দুটাই??


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন
  2. তৌফিক (৯৬-০২)

    আজকে দিনটা ভালো যাবে। সকালবেলা উঠেই একটা দম ফাটানো হাসির ব্লগ পড়লাম।

    স্বাগতম জুলহাস ভাই। ভালো থাকবেন।

    অফ টপিকঃ ঝিনাইদহকে পিছনে ফেলছিলাম ওবায়দুল্লাহ ভাইয়ের ব্যাপক ব্লগানিতে। আর বোধহয় লিড ধইরা রাখা গেল না।

    জবাব দিন
  3. জুনায়েদ কবীর (৯৫-০১)

    প্রথম লেখাতেই অবিবাহিতদের (অবশ্য যারা যারা অবিবাহিত হয়েও শ্যাম্পু ব্যবহার করেছেন তাদের কথা আলাদা... :-B ) দীর্ঘশ্বাস বাড়ানোর জন্য তোর ব্যান চাই... x-(


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  4. জুলহাস (৮৮-৯৪)

    আমারে দিয়া ইউজুইয়ালি লেখা হয় না :chup:
    কিন্তু এইখানে সবাইরে লেখালেখি করতে দেইখা ইট্টু সাহস হইছে :ahem:
    লেখা খারাপ লাগলে সানাউল্লাহ ভাই (এলাইভ সিনিয়র মোস্ট অফ দি ব্লগ) বলার আগেই আমি :frontroll: শুরু করতে রাজী আছি


    Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet

    জবাব দিন
  5. জুলহাস (৮৮-৯৪)

    ইয়েস বস!salute: !!!!!!!!!!!! ওকে বস!:salute:!!!!!!!!!!
    :frontroll:
    :frontroll:
    :frontroll:
    :frontroll:
    :frontroll:
    :frontroll:
    একসাথে আরও দিলে বোধহয় এডু আর মডু ভাইয়ারা মাইন্ড খাইবে।
    পরে আবারও দিমু বস, কিরা!!!!!!!!!! :


    Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet

    জবাব দিন
  6. ধুর, মনেই ছিলো না, বাসায় শ্যাম্পু শেষ হইয়া গেছে। যাই কয়েক প্যাকেট নিয়া আসি। 😉 জুলহাস ভাই মনে করাইয়া দেবার জন্যে থ্যাঙ্কস। 😉

    ইয়ে মানে এইটা খুশকি দূর করার শ্যাম্পু। ক্লিনিক অল ক্লিয়ার। 😀 😀

    জবাব দিন
  7. সাকেব (মকক) (৯৩-৯৯)

    ভাই,
    ইটা কিদলিন কিদলিন!!! :khekz:
    :just: মিরা গিলাম...

    আপনি বস, জুনায়েদের চেয়েও বড় একটা 'বস্তু' :hatsoff:
    (ইয়ে...মানে...সিনিয়রকে তো আর সরাসরি 'বস্তু'র প্রচলিত বাংলাটা বলতে পারিনা...তাই সম্মানসূচক অর্থে... 😀 )


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন

মওন্তব্য করুন : আদনান (১৯৯৪-২০০০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।