আরও কয়েকটি অণূকাব্য (কি যে হচ্ছে… কে জানে!)

১। চেহারা সাদামাটা…
জামাটা ডোরাকাটা…
কথায় ঠোঁটকাটা…
কিন্তু…
ভালবাসায় সেরাটা!!

অর্থঃ তরমুজের উপরের রঙ কোন সমস্যা নয়…ভিতরটা লাল হলেই হলো।

২। ছেলেটি স্যুটপড়া…সাথে টাই,
মেয়েটি জিন্স-টপ্‌স… হিল হাই।
মেয়েটি অস্থির…চঞ্চল,
ছেলেটি বোকাসোকা…দূর্বল।
মেয়েটি উদ্দম…বন্য,
নয় যে একটুতে ধন্য।
ছেলেটি বোঝেনি মেয়ের মতিগতি…
বিচ্ছেদ-ই এ ভালবাসার পরিণতি।

অর্থঃ ক্যাডেটরা সব সময়েই পাথরায় না!!!!!!!

৩। কেউ বা সুখী একটিমাত্র কিস-এ
কেউ বা সুখী…এক পেয়ালা বিষে।

অর্থঃ ক্যাডেটস্‌ রক্কাস (রকস্‌ + ঝাক্কাস্‌)!

৪। চিড়া-দই,
……………গাছ-মই,
খাতা-বই,
……………ক্ষান্ত দেই?

অর্থঃ ক্যাডেটের সব কথা গোনায় ধরতে নেই।

৫। বৃক্ষের মগডালটা…সব সময়েই উঁচু হয়…
ভালবাসা মগজে থাকে…লিভারে নয়।

অর্থঃ গাছ বলে কি জেসিসি-র ছেলেপেলেরা ভালবাসতে জানে না?

৬। কত যে তোমাকে বেসেছি ভাল
সে কথা তুমি যদি জানতে…
আমাকে ছেড়ে দিয়ে পালাতে…
না হয়…চেড়ার জন্য কুড়াল আ-ন-তে… :duel:

অর্থঃ ইচ্ছা না থাকলেও মাঝে মাঝে ভালবাসার কথা বলতে হয়… পার্ট অফ লাইফ!!

২,৫৪৭ বার দেখা হয়েছে

৪০ টি মন্তব্য : “আরও কয়েকটি অণূকাব্য (কি যে হচ্ছে… কে জানে!)”

  1. জুলহাস (৮৮-৯৪)

    তুমি কি পইড়া কইতাছো না কি???
    আমার তো এইগুলার মান নিয়া যথেষ্ট সন্দেহ আছে!!!
    দেখ না, মালসিংহ-সহ সকল গুরুজন-ই আমার লেখা পড়া ছাইড়া দিছেন............?
    যাই হোক্‌, উৎসাহ দেয়ার জইন্যে ধইন্যা পাতা...


    Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet

    জবাব দিন
  2. সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯)

    :just: জোশ হইছে জুলহাস ভাই। :pira:

    ক্যাডেটের সব কথা গোনায় ধরতে নেই।

    :thumbup:

    ক্যাডেটস্‌ রক্কাস (রকস্‌ + ঝাক্কাস্‌)

    :goragori:

    ইয়াহু ইয়াহু ইয়াহু, ইয়াহু ইয়াহু ইয়াহু ... ... ... ... :awesome: :awesome: :awesome: :awesome:


    You cannot hangout with negative people and expect a positive life.

    জবাব দিন
  3. রাব্বী (৯২-৯৮)

    খুবই মচমচে পোষ্ট, জুলহাস ভাই। সেইরকম মজা পেলাম। জীবনমূখী শিক্ষা ট্যাগ করে দেন। 😀

    আপনার আগের পোস্টের পর দেখি সিসিবি আসলেই বেশ সরব হয়ে পড়েছে। যার যা আছে তাই নিয়ে নেমে পড়েছে।


    আমার বন্ধুয়া বিহনে

    জবাব দিন

মওন্তব্য করুন : জুলহাস (৮৮-৯৪)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।