গুটিকয়েক অণুকাব্য

ডিস্ক্লেইমারঃ সাগরে পড়ে থাকায় সবসময় সিসিবিতে আসা হয় না।তবে, যখন সিসিবিকে ঝিমিয়ে পড়তে দেখি…নিজের কাছেই খারাপ লাগে :no: । আগের রেকর্ড বলে, আমি লেখা দিলেই ব্লগ সচল হয়…মনে হয় এবারও তার ব্যতিক্রম হবে না!! ;;;

অঃটঃ ইদানিং ব্লগে একটা নতুন চল শুরু হয়েছে…সবাই অণুকাব্যের ভুল অর্থ করে। সেকারণেই, অর্থসহ-ই দিয়ে দিলাম!!! (ওরে, মুই কি হনু রে!! :awesome: )

১। রগরগে বই,
গাছে তুলে কেড়ে নিল মই…
আমারও তো চাওয়া আছে…
অমানুষ নই।

অর্থঃ গাছে উঠে জ্ঞানের বই পড়া ভাল নয়! :dreamy:

২। উর্বশীরা ধরাধামে
সামনে এসে গাড়ী থেকে নামে।
প্রিয়দর্শিনী হাসি দিয়ে বলে, সাথে আসো…
আমায় খুব করে ভালবাসো।
বিবেককে জোর করে থামাতে চাই…
দেখি, পকেটে রাশি রাশি ডলার নাই!
বিবেক মুচকি হাসে…
বলে, পারলে যাও…উর্বশীর কাছে!!

অর্থঃ লেবাননের লিভিং কস্ট খুব হাই!!!

৩। তুই আর মুই…
এক থেকে দুই!

অর্থঃ আলাদা হয়েছি…এই ভাল!

৪। হঠাৎ উদাস হই আকাশের তারা দেখে
শুনেছি, তুমি আছো সুখে।
ভেব না খুব কষ্টে কাটছে আমার দিন…
স্ত্রী-সন্তান নিয়ে আমার জীবনও রঙ্গীন।

অর্থঃ পুরান প্রেম মনে পড়লে উদাস হওয়া জায়েজ আছে!

৫। নার্গিসরা অকারণে…বারে বারে
সানি-র কাছে ছুটে আসে।
কারা ভালবাসতে চায়…
আর কে ভালবাসে!!!

অর্থঃ আমাদের প্রিন্স্যু ভাইস্যার খুব দুষ্টু…! ছোটভাইদের পিছনে ফেলে….এই বয়সেও নিজে প্রেম চালিয়ে যাচ্ছেন!

৬। উত্তপ্ত পাথুরে বেলাভূমি…
আমি হাঁটি একা একা
এদিক-ওদিক দেখা
সাথে নেই তুমি।

অর্থঃ গরম সী-বীচে বউ ছাড়া একা একা হাঁটাই উপকারী।

৭। আপনারে আমি হারায়ে খুঁজি
মরু-প্রান্তরে…
আমার মনের সিন্দুক পড়ে আছে
চট্টলার বন্দরে!

অর্থঃ বউ বাচ্চারে খুব মিস কর্তাছি!!!!!!!!!!!

৮। কি খবর ভাই,
অনেকদিন দেখা নাই?
সাগরেতে পড়ে থাকি…
আসার সুযোগ নাই।
মাঝে মাঝে দেখা দিয়ে যাই…
জানিয়ে দিতে চাই…
দূরে আছি…, তাই বলে আমি হারাই নাই!!!!

অর্থঃ সিসিবি-বাসীরা সাবধান…আমি ইনশা-আল্লাহ্‌ নভেম্বরে ছুটিতে আসিতেছি!!!

২,১৪৯ বার দেখা হয়েছে

৩৮ টি মন্তব্য : “গুটিকয়েক অণুকাব্য”

  1. আহমদ (৮৮-৯৪)
    ৫। নার্গিসরা অকারণে…বারে বারে
    সানি-র কাছে ছুটে আসে।
    কারা ভালবাসতে চায়…
    আর কে ভালবাসে!!!

    অর্থঃ আমাদের প্রিন্স্যু ভাইস্যার খুব দুষ্টু…! ছোটভাইদের পিছনে ফেলে….এই বয়সেও নিজে প্রেম চালিয়ে যাচ্ছেন!

    :boss: 😕 :clap: 😕


    চ্যারিটি বিগিনস এট হোম

    জবাব দিন
  2. মিশেল (৯৪-০০)

    জুলহাস ভাই
    আপনারে আমি হারিকেন দিয়া
    খুজিয়া বেড়াই

    অর্থঃ লেখা ভালো হইলেও গুটিকয়েক অণুকাব্য দিয়া পার পাওয়া সম্ভব না। সূর্যপুত্র-র বাকি পর্ব চাই।

    জবাব দিন

মওন্তব্য করুন : জুলহাস (৮৮-৯৪)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।