যখন মন মানেনা!!!

মনটা ভাল নেই………

কোনকিছুতেই মন বসছে না…

একটি ছেলের কথা মনে পড়ে যাচ্ছে………

ছেলেটি জন্ম নিয়েছিল…নির্দিষ্ট সময়ের কয়েকদিন আগে-ই…
হয়তো বা সে কারণেই … কিংবা জন্মের সময়ে বাবাকে পাশে না পাওয়ার জন্য……কিংবা অন্য কোন কারণে………জন্মানোর সময় থেকে অনেকদিন পর্যন্ত তার ভ্রুঁ সবসময়ে-ই কোঁচকানো ছিল। সবাই বলতো…বড় হলে খুবই রাগী/বদরাগী হবে সে!!!

ধীরে ধীরে সে জানতে পারলো…তার জন্মদিনটা আসলে তার বাবা এবং মায়ের জন্যে দুইটি কারণে ভীষণ আনন্দের……

তার জন্মের অত্যন্ত খুশী তো রয়েছে-ই…এই দিনটি তার বাবা-মায়ের বিবাহ বার্ষিকীও বটে!!!!!

সে কারণেই ছেলেটির জন্মদিনগুলি সবসময়েই খুব মজায় কাটতো……
বাবা-মা, দাদা-দাদী…তার সিনিয়র জাষ্ট ফ্রেন্ড “দাদা” (তার বাবা-র দাদা ডাক শোনা থেকে…সে-ও বিষয়টি শিখে গিয়েছিল) চাচা…তার (চাচার) ফ্রেন্ড সার্কেলের সব বন্ধু— সবাই সহ সে মজা করে জন্মদিন পালন করতো। আর, তার খুশীতে তার বাবা-মায়ের বিবাহ বার্ষিকীও ভালোই কেটে যেত…!!!

জন্মদিন ছাড়াও…অন্য সময়েও সে তার বাবা…কিংবা চাচা-র বন্ধুদের সাথে আত্মবিশ্বাসের সাথে, সাবলিলভাবে মিশে যেতে পারতো… এবং এখনও পারে…।

তার এবারের জন্মদিনটা অবশ্য একটু অন্যরকম কাটবে…বাবার বদলীজনিত কারণে তার বর্তমান অবস্থান চট্টগ্রামে… আবার, চাকুরীজনিত কারণে তার বাবার বর্তমান অবস্থান ঢাকায়……জীবনের প্রয়োজনে তার দাদা-দাদী, অতি প্রিয় চাচা এবং চাচার বন্ধুরা ঢাকায়…এইবারের জন্মদিনটা সে শুধু মায়ের সাথে একা একা পালন করবে। যদিও তার বাবা গিফ্‌ট কিনে কুরিয়ার করে পাঠিয়ে দিয়েছেন……, কিন্তু তিনি তো আর সাথে থাকতে পারছেন না!!! এবার সে তাই জন্মদিনে কেক কাটবে না বলে জানিয়েছে…, বাবা ফিরলে তারপর সে কেক কাটবে!!!

বিবাহ বার্ষিকীতে এক সাথে না থাকতে পারার জন্যে তার মায়ের কিংবা বাবার মন খারাপ করার বিষয়টি সে হয়তো তেমন বুঝবে না… কারণ,

আজ তার মাত্র পঞ্চম জন্মদিন।

নিশ্চয়ই আপনারা আমার মন খারাপের কারণ বুঝতে পেরেছেন… আজ আমাদের ছেলের জন্মদিন।

আপনারা সবাই আমাদের অতি প্রিয়…মাহীন আজমাইন-এর জন্যে দোয়া করবেন।

অঃটঃ মাহীনের একটা পুরাতন ছবি দিলাম……নিজের মন ভাল করার চেষ্টা আর কি!!

আমাদের মাহীন...স্কুলের পথে!!!

আমাদের মাহীন...স্কুলের পথে!!!

৭,৮৬৯ বার দেখা হয়েছে

৯৮ টি মন্তব্য : “যখন মন মানেনা!!!”

  1. আহসান আকাশ (৯৬-০২)

    শুভ জন্মদিন মাহিন :party: :party: :party:
    ভাইয়া ভাবি... আপনাদেরকেও অভিনন্দন 🙂
    ( হায়রে বদলীজনিত আর চাকরী জনিত গিয়াঞ্জাম 🙁 :bash: :bash: :bash: 🙁 )


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. জুনায়েদ কবীর (৯৫-০১)

    মাহিনকে আজ ওর খালাত বোন (ওর চেয়ে তিন মাসের বড়) বুঝিয়েছে- বার্থ ডে পার্টি করা ঠিক না, আল্লাহ্‌ পাপ দেয়... :-B
    শুনে মাহিনের জবাব, 'আমি বিসমিল্লাহ্‌ বলে কেক কাটব, তাহলে আর পাপ হবে না...'... ;)) ;))

    দ্যাট্‌স মাই ভাতিজা... B-) B-) B-)


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  3. কামরুল হাসান (৯৪-০০)

    শুভ জন্মদিন মাহীন
    বড় হ চাচ্চু, তোকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাবো। 😀


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  4. দিহান আহসান

    হেপী বাড্ডে মাহিন বাবা
    আমি তোর গিফট পাঠায় দিসি, বাবা-চাচা'র কাছ থিকা নিয়া নিস,
    দাদা কল দিসিলি???
    নেভী'দা মন খারাপ কইরোনা। খুব শিগগিরিতো দেখা হচ্ছে, ইনশাল্লাহ।
    আর তোমাদের দুইজনের জন্য রইলো অনেক অনেক শুভকামনা।
    দাদারে কইসিলাম তোমারে ফুন দিতে, বদটা দিসিলো?
    হেপী মেরিজ ডে 🙂

    জবাব দিন
  5. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    বস, লাস্ট পর্ব যেবার দিবেন তখন পাশে লেইখা দিয়েন “শেষ পর্ব” 😀 এইগুলা স্কীপ কইরা যাইতেসি 😛 একবারে সব পরমু :grr: :grr:

    😮 😮 ওরে নারেনা, এইটা দেখি পুরাই নিউ এপিসোড 😀 😛

    বস্‌ আর ভাবীরে বিয়াদিনের শুভেচ্ছা :party:
    আর, পুচচি, তাড়াতাড়ি বড় হয়া ফৌজিয়ান হ, বাপ চাচার মতন গাছ হইসনা :thumbup:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  6. তানভীর (৯৪-০০)

    শুভ জন্মদিন মাহীন চাচ্চু।
    তুমি এখনই অনেক জিনিয়াস, ইনশাল্লাহ বড় হয়ে আরও জিনিয়াস হবে। 🙂

    আপনাদেরকে বিবাহ-বার্ষিকীর শুভেচ্ছা জুলহাস ভাই। 🙂

    জবাব দিন
  7. ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)

    প্রথমেই মাহীন চাচ্চু'র জন্য অনেক অনেক আদর আর শুভেচ্ছা। :hug:

    আর পরে আমার বন্ধু এবং বন্ধু পত্নী'র বিবাহ বার্ষিকীর জন্য আমার কিছু প্রিয় লাইন এখানে জুড়ে দিলাম -
    মিনতি করি -
    এমনি করে
    চোখে চোখ
    হাতে হাত
    অন্তরে অন্তর
    জনম জনম।

    :guitar:


    সৈয়দ সাফী

    জবাব দিন
  8. রকিব (০১-০৭)

    নেভীদা, ভাতিজার জন্য অনেক অনেক অনেক অনেক অনেক অনেক ছায়া আর ভালোবাসা রইলো। ভাবীরে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানাবেন। আর পর সমাচার এই যে, ফয়েজ ভাই কি যেন কইতে চান আপনারে।


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  9. মিশেল (৯৪-০০)

    মাহীন চাচ্চুকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
    ভাইয়া আর ভাবীকেও বিবাহবার্ষিকীর শুভেচ্ছা।

    স্কুল ইউনিফর্মেই এত ভাব!!! এ ছেলেতো ক্যাডেট কলেজে গেলেতো জুনিয়রদের খবর আছে। B-)

    জবাব দিন
    • জুলহাস (৮৮-৯৪)

      আরে বেডা...অর বাপ-চাচাদের মইদ্ধে কতগুলা হাডু...আর প্রায় হাডু (পিএইচডি) আছে......কতগুলান সন্ত্রাসী (ঝাঁটাওয়ালী) :gulli2: :gulli2: আছে...কতগুলা :just: ফ্রেন্ডওয়ালা পাবলিক আছে...কত ফাটাফাটি এওয়ার্ড পাওয়া...রাজা ...উজির...প্রিন্সি...ভাইস...এডু...মডু...আর পিয়ারের চাচা-ফুফু আছে সেইডা দেখছস্‌!!???

      অর জায়গায় আমি হইলে তো পিঠটাও নিজে চুলকাইতাম না...ডাইরেক্ট প্রিন্সিপ্যাল ভাইচাচ্চুস্যার (!!??) কিংবা ভাইস প্রিন্সি ভাপুফুফী (!!??) কিংবা অন্যদের কারও ডিস্পোজাল নিয়ে জুনা-রে দিয়া পিঠ চুলকাইয়া নিতাম!!!!!!!!! সেইসাথে মাস্ফ্যু-রে দিয়া অর :just: ফ্রেন্ডগুলারে আনাইয়া...তাগো কাছ থাইক্যা ঝিকিমিকি রিমঝিমঝিম ইংলিশ শিখতাম......... :tuski:
      নাহ্‌, আমার পুলাডা ভাল আছে...বাপের লাহান হইছে...চাচা-ফুফুগো লাহান হয় নাই...!!! B-) B-) B-)


      Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet

      জবাব দিন
  10. টিটো রহমান (৯৪-০০)

    🙂
    শুভ জন্মদিন মাহীন
    আর শুভ কামনা ভাইয়া এবং ভাবীর জন্য
    ভাইয়া এই েপাস্টটা আপনার বিখ্যাত ইমো দিয়া দিলে কেমন হতো ভাবছি :dreamy: :dreamy:


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন
  11. ফয়েজ (৮৭-৯৩)

    শুভ জন্মদিন মাহীন, অনেক বড় হও।
    আর বাপের মত ঘাড় ত্যাড়া হইও না, চাচার মতও হইও না। হইতে হইলে, আমার মত ভদ্রলোক হইও। 🙂


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  12. মেহেদী হাসান (১৯৯৬-২০০২)

    শুভ জন্মদিন ভাতিজা...
    শুভ বিবাহ বার্ষিকী ভাইয়া ও ভাবী...

    ব্যস্ততার কারনে একদিন সিসিবি ঢুক্তে পারিনি, আর ঐদিনই দেখি হাজার হাজার জন্মদিন আর বার্ষিকী...
    এটা মনে হয় বিশ্ব জন্মদিন দিবস...

    জবাব দিন
  13. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    জন্মদিনে অনেক অনেক আদর মাহিন। ভালো থেকো বাবা।

    জুলডাক দম্পতির জন্য শুভকামনা। দাম্পত্যজীবন চায়ের পাতার মতো সবুজ আর চনমনে হোক। :guitar: :guitar: :guitar:


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
    • জুলহাস (৮৮-৯৪)

      ভাইস্যার...সালাম।
      মন খারাপটা কাটলে...এবং ফ্রী হলে-ই ইনশাআল্লাহ্‌ আমরা ক'জনা (আবারও শত্রুদের মুখে ছাই/লাভা/ভলিবল ছুঁড়ে মেরে...ইত্যাদি...ইত্যাদি) আবারও আপনার সাথে দেখা করে আইসক্রীম খেতে আসবো!!!


      Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet

      জবাব দিন

মওন্তব্য করুন : বন্য (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।