আমার জীবনের ১০টি অজানা কথা – এর চেয়ে ফালতু পোস্ট আর হতে পারে না

আমার জীবনের ১০টি অজানা কথা - এর চেয়ে ফালতু পোস্ট আর হতে পারে নাএকটি কথা:
আমার ব্যক্তিগত ব্লগে একটি বিভাগ আছে, ফালতু পোষ্ট। সেখানে আমি ফালতু বিষয়গুলো নিয়ে ব্লগ প্রকাশ করে থাকি। এই ব্লগটি সেখানে প্রকাশিত হয়েছে। যেহেতু পোষ্টটিতে ক্যাডেট কলেজের কথা আছে, তাই এখানে প্রকাশ না করার লোভ সামলাতে পারলাম না।

  • আমার নাম জিন্নাত উল হাসান। ডাক নাম জনি। এটা এখন বিলুপ্ত প্রায়। আত্মীয়স্বজন ছাড়া এই নাম এখন কেউই জানে না। আমার বাবা প্রায়ই আমার নাম ভুল লিখতেন। তাই এসএসসি পরীক্ষার আগে পযর্ন্ত আমার নাম ছিল জান্নাতুল হাসান, জিন্নাতুল হাসান, জিন্নাত-উল-হাসান ইত্যাদি ইত্যাদি।
  • আমার বাবা সরকারী চাকুরীজীবি, আগামী বছর হয়তো অবসর গ্রহন করবেন। মা ১০০% গৃহিনী, আদর্শ মা। আমি সংসারের বড় ছেলে, আমার ছোট ভাই রংপুর মেডিকেল কলেজ থেকে ডাক্তারী পাস করেছে আর আমার ছোট বোন ঢাকা ডেন্টালে পড়াশুনা করছে।
  • আমি খাগড়াছড়ির নতুন কুড়িঁ কিশলয়ে পড়াশুনা শুরু করি। এরপর সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ,আদমজী ক্যান্টনমেন্ট স্কুল, রংপুর ক্যাডেট কলেজ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে পড়াশুনা করেছি।
  • ক্যাডেট কলেজের প্রথম দিনে সবাই যখন কাদেঁ, আমি ততক্ষন রোমাঞ্চিত বোধ করেছি। মনে হয়েছিল যে আমি যেন স্বাধীনতা পেলাম। এরপর ক্যাডেট কলেজ জীবন ভাল/খারাপে কেটেছে। ভেবেছিলাম ক্যাডেট কলেজ থেকে বিদায় মুহুর্তে আমি কাদঁবো না। অথচ বিদায় মুহুর্তে প্রচন্ড কেদেঁছি, হাউমাউ করে কেদেঁছি। ভেবেছিলাম আমার জুনিয়ররা আমাকে পছন্দই করে না। আমাকে অবাক করে দিয়ে আমার ক্রেস্ট গ্রহনকালে প্রচন্ড তালি দিয়ে আমাকে আবেগ তাড়িত করে ফেলেছিল।
  • আমি প্রচন্ড অসামাজিক জীব। আমি খুবই ঘরকুনো। আমি কেমন যেন ছন্নছাড়া জীবনের ভেতর দিয়ে চলেছি। প্রায়ই নিজেকে অনেক ভীতু, অপদার্থ মনে হয়।
  • আমার ইলেকট্রনিক্স জিনিস পছন্দ করি। ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল, ঘড়ি ইত্যাদিতে রয়েছে অফুরান আগ্রহ। এখন আমার হাতে রয়েছে দুইটি মোবাইল, ব্ল্যাকবেরি আর আইফোন। ঘড়ির উপর নেশা ছুটে গেছে। এখন আর ঘড়ি হাতে দেই না। তবে যুক্ত হয়েছে পারফিউমের প্রতি আকর্ষণ। আমার সবচেয়ে প্রিয় পারফিউমের নাম 1 MILLION – PACO RABANNE।
  • আমি রক্ত, রোগ ব্যাধি খুবই ভয় পাই। আমার একবার মিশুক উল্টো চোখের উপর একটু কেটে গিয়েছিল। তাতে আমি এত ভয় পেয়ে গিয়েছিলাম যে বারবার অজ্ঞান হয়ে যাবার অবস্থা হয়ে গিয়েছিল। আমি রংপুর মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে গিয়েছিলাম ঠিকই কিন্তু কখনই আমি মেডিকেলে পড়তে চাইনি।
  • প্রেমের ব্যাপারে বরাবরই আমি খুবই কল্পনাপ্রবণ কিন্তু ভালবাসা কল্পনার মতো হয়ে কখনই হয়তো ধরা দেয়নি।
  • আমি বন্ধুর সংখ্যা খুবই কম, প্রায় শূন্য। তাই যাকেই পাই, চেষ্টা করি আকঁড়ে ধরতে। চট করেই রেগে যাই। আবার চট করেই ঠান্ডা।
  • আমি লন্ডনে অনেক টাকা আয় করেছি। কিন্তু যেন জানি কোনো টাকাই জমাতে পারিনি। সিগারেট খাই না; মদ, গাঁজা, নাইট ক্লাবে কোনো নেশা নেই। সাড়ে চার বছরের জীবনে মাত্র ২ দিন ক্লাবে গিয়েছি, তাও বন্ধুদের পীড়াপিড়িতে।

এত বড় ফালতু পোষ্ট পড়ার জন্য আপনার জন্য রইল একগুচ্ছ ফালতু শুভেচ্ছা।

ভাল থাকুন।

পূর্বপ্রকাশ: আমার জীবনের ১০টি অজানা কথা – এর চেয়ে ফালতু পোস্ট আর হতে পারে না

৩১ টি মন্তব্য : “আমার জীবনের ১০টি অজানা কথা – এর চেয়ে ফালতু পোস্ট আর হতে পারে না”

  1. ওয়াহিদা নূর আফজা (৮৫-৯১)

    শিরোনামটা খুবই আকর্ষনীয় তাই পড়তে দেরি করলাম না। পড়ার পর মনে হলো পরবর্তী সময়ে এইটা তোমার বায়োডাটা হিসেবে ব্যবহার করতে পারো।


    “Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
    ― Mahatma Gandhi

    জবাব দিন
  2. তানভীর (৯৪-০০)

    অদ্ভুত একটা লেখা হাসান ভাই, তবে পড়তে ভালো লেগেছে।
    বেশি অসামাজিক/ঘরকুনো হওয়া কিন্তু খুব খারাপ, মাঝে মধ্যে একাকীত্ব এতটা ভর করে বসে যে ভয় পেয়ে উঠতে হয়!

    এখানে আরও লিখবেন আশা করি। 🙂

    জবাব দিন
  3. মেহেদী হাসান (১৯৯৬-২০০২)

    ওয়াও !! হাসান ভাই কি বিবাহিত...???
    এটা কিন্তু মোটেও ফালতু পোষ্ট না, বিবাহিত না হলে পাত্রী চাই বিজ্ঞাপনে পোষ্টটি কাজে লাগাতে পারেন... :just: :khekz:

    জবাব দিন
  4. মাহমুদ (১৯৯৮-২০০৪)

    হাসান ভাই,পইড়া মজা পাইছি,আপনার একাকীত্ব ঘোচানোর জন্য মাস্ফু ভাই তার :just: ফ্রেন্ডের ভান্ডার নিয়া সদা প্রস্তুত!!!চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে

    জবাব দিন

মওন্তব্য করুন : সাব্বির (৯৫-০১)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।