বিভ্রান্ত মন

পথহারা আজ সুরের ভেলায়

বসে আমি আকছি ছবি

ভেজা চোখের জল হল রং

স্বপ্নে আমার আমিই কবি।

না পাওয়া আজ স্বপ্ন আলোয়

জেগে থাকার চেষ্টা প্রবল

মেঘলা রোদে হাসছে রবি

তবুও আজ কাদছে সকল।

যুগ বদলের ধুম্রজালে,

পথহারা সব নবীন প্রানে জাগের প্রেমের ভয়

দ্বিগবিজয়ের উল্লাসে তাই

মনকারা তার নয়ন যে ভাই দৃষ্টি করে ক্ষয়।

বৃষ্টি শেষে কুয়াশা এসে করে আড়াল,

শেষ দেখা তার হয়না দেখা বলে

নতুন করে চায় সে সবি,একটু পরেই

ক্ষাণিক ভুলের চরণ তলে সব হারিয়ে ফেলে।

৬৮৪ বার দেখা হয়েছে

২ টি মন্তব্য : “বিভ্রান্ত মন”

মওন্তব্য করুন : রকিব (০১-০৭)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।