বাচ্চা ভয়ংকর…..কাচ্চা ভয়ংকর…..(২)

মান্নান ভাই এর বাচ্চা ভয়ংকর…..কাচ্চা ভয়ংকর….. পড়ে আমারও এক বাচ্চার কাহিনী মনে পড়ে গেলো।
তার নাম ছিলো আবীর।সে আমার এক সিসিআর এর ফ্রেন্ডের মামাতো ভাই।আমরা যখন ১১ এ পড়ি তখনকার গল্প।

তো একবার সবাই ঈদের কানাকাটা করতে গেলো।সাথে আবীরও।কিন্তু কিছুক্ষন পরে দেখা গেলো যে তাকে কেউ খুঁজ়ে পাচ্ছে না।শেষে তাকে পাওয়া গেলো এক দোকানে সেখানে সে দোকানীর সাথে বেশ জমিয়ে কথা বলছে।পরে দোকানী যা জানালো তা হলো দোকানে রাখা একটা ছেলে ডলের জিপার খুলে সে বলছে “আঙ্কেল আঙ্কেল এই ভাইয়ের নু*টা কোথায়??”

পরে আর একবার বন্ধুর এক মামার বিয়ে।তো সবাই বউ নিয়ে কথা বলছে।তো আবীর কি মনে করে তারই এক কাজিন(মেয়ে) কে বলে ফেললো “তোমাকে আমি বিয়ে করবো!!!!কিন্তু তোমাকে আগে তুমি কাপড় খুলো তোমাকে দেখি।তুমি অনেক সুন্দর!!”
এইবার কিন্তু আবীর মায়ের কাছে চরম মাইর খাইলো।কিন্তু সে কি আর লাইনে আসে? এর পরে একদিন কি মনে হলো তার এলিয়েন হতে হবে।তাই সে তার আর তার পিচ্চি বোনের চোখের ভ্রূ চেছে নিলো?যে তারা এখন এলিয়েন হয়ে গেছে!!!!!!!

কিন্তু এখন আবীর অনেক শান্ত হয়ে গেছে।স্কুলে যায় আর দুর্দান্ত সব রেজাল্ট করে আসে।তাই আমরা তার এই সব দুষ্টামির কথা শোনার জন্যে উদগ্রীব হয়ে থাকলেও আর শুনতে পাই না।

৫৭ টি মন্তব্য : “বাচ্চা ভয়ংকর…..কাচ্চা ভয়ংকর…..(২)”

  1. মাসরুফ (১৯৯৭-২০০৩)
    তোমাকে আমি বিয়ে করবো!!!!কিন্তু তোমাকে আগে তুমি কাপড় খুলো তোমাকে দেখি।তুমি অনেক সুন্দর!!”

    এই বয়েসেই আবীর তো দেখি পুরাই ঝিকিঝিকি পমপম! 😮 😮

    জবাব দিন
  2. জুনায়েদ কবীর (৯৫-০১)

    :)) :)) :))
    একটা প্যাটার্ন কিন্তু পাওয়া যাচ্ছে...ঘুরে ফিরে সিসিআর... ;;;
    যাই, জাতিরে জিগায়া আসি-কেন এরকম???? :-B


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  3. মুহাম্মদ (৯৯-০৫)

    “আঙ্কেল আঙ্কেল এই ভাইয়ের নু*টা কোথায়??”
    “তোমাকে আমি বিয়ে করবো!!!!কিন্তু তোমাকে আগে তুমি কাপড় খুলো তোমাকে দেখি।তুমি অনেক সুন্দর!!”

    পিচ্চিটারে দেখার সৌভাগ্য হইল না, তার আগেই বড় হয়ে গেল 🙁

    ব্লগটা পড়ে ক্লাস ইলেভেন-টুয়েলভের ছুটির দিনগুলার কথা মনে পড়ে গেল। পুরা নস্টালজিক হয়ে গেলাম।

    জবাব দিন
  4. ইসলাম্ভাই,সুস্বাগতম ব্লগে..আপ্নে দেখি শুরুতেই ছক্কা পিডায়া দিলেন(যদিও রানার দিয়া.. :khekz: :khekz: )

    কিন্তু এখন আবীর অনেক শান্ত হয়ে গেছে।স্কুলে যায় আর দুর্দান্ত সব রেজাল্ট করে আসে।তাই আমরা তার এই সব দুষ্টামির কথা শোনার জন্যে উদগ্রীব হয়ে থাকলেও আর শুনতে পাই না

    :thumbdown: :thumbdown: :thumbdown:
    আবীরের আরও কাহিনী শুনতাম চাই... :(( :(( :(( :((

    জবাব দিন

মওন্তব্য করুন : জিহাদ (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।