একটি ব্যক্তিগত উপলব্ধি

এক সময় যেটা অন্যায় ভাবতাম সেটা কাউকে সমর্থন করতে দেখলে খুব রাগ লাগত।কিন্তু যত দিন যাচ্ছে আমি একটা বিষয় খেয়াল করেছি পৃথিবীতে মনে হ্য় এমন কোন কোন বিষয় নেই যেটা অন্তত একজনও সমর্থন করে না। প্রায় সব মত পথ তা আপাত দৃষ্টিতে যত খারাপই মনে হোক না কেন কেউ না কেউ এর সমর্থক হবে কেউ কেউ অনুসারি হবে। কিছু ঊদাহরণ দিলেই বিষয়টা পরিষ্কার হবে। যেমন হিটলার , তার মতবাদের পক্ষে বিপক্ষে লোক ছিল এখনও আছে। আমি আমার পরিচিত অনেককেই দেখেছি হিটলারের ইহুদি নিধন ( এমন কি ইহুদি শিশু) কে সমর্থন করতে। তারপর সাদ্দাম। সাদ্দাম কুয়েত দখল করেছিলেন সেই দখল দারির বিরুদ্ধে যখন যুদ্ধ শুরু হল বাংলাদেশের অধিকাংশ মানুষই কিন্তু সাদ্দামের জয় চেয়েছে । বুশ এর যুদ্ধন্দেহী মনোভাবকে আমরা যত ঘৃনাই করি না কেন নিজ দেশে তার কিন্তু সমর্থন ছিলই। এবার একটু নিজের দেশের দিকে তাকাই। রাজনীতিবিদদের কথা বলে লাভ নাই তারা সবসময়ই বিতর্কিত কেউ তাদের পছন্দ করবে কেউ করবে না। এটা যেমন বর্তমান রাজনীতিবিদদের জন্য প্রযোজ্য তেমনি প্রাক্তনদের জন্যেও। বাংলা ভাই বা শায়খ আব্দুর রহমান দেশে অরাজক পরিস্থিতি সৃস্টি করার পরও কিন্তু এক শ্রেনীর মানুষ তাদের সমর্থন দিয়ে গেছে। আমি সবচেয়ে অবাক হয়েছি কিছুদিন আগে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়া শিক্ষক পরিমলের সমর্থনে ফেসবুকে গ্রুপ খোলা দেখে। এরকম আরো ঊদাহরণ হয়তো দেওয়া যাবে।

আজ প্রথম আলো পত্রিকায় বি ডি আর বিদ্রোহ নিয়ে উইকিলিসের ফাঁস করা একটা খবরে পাঠকের মন্তব্য পড়ে মর্মাহত হয়েছি। বাংলাদেশে এমন অনেক মানুষ আছে যারা বি ডি আর বিদ্রোহে শহীদ সেনাদের প্রতি নয় বরং হত্যাকান্ডে অংশগ্রহণকারী উশৃংখল বি ডি আর জওয়ানদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করে। যতদিন যাচ্ছে মানুষের এরকম আচরণে আমার কষ্ট পাওয়ার অনুভূতি কমে যাচ্ছে। নিজের মনকে বুঝাই আমরা তো সেই জাতি যারা এখনও যুদ্ধাপরাধের বিচার করতে পারিনি। কেন পারি নি? কেননা এখনও কিছু মানুষ আছে যারা এর বিরোধিতা করে। স্বাধীন সার্বোভৌম বাংলাদেশে যদি এমন মানুষ থাকে তাহলে বি ডি আর বিদ্রোহ সমর্থন করবে এরকম লোক না থাকার আশা করাটাই আসলে বিস্ময়কর।যত দিন যাচ্ছে ততই অনুভূতি ভোতা হয়ে যাচ্ছে আর নিজেকে শান্তনা দিচ্ছি এই ভেবে যে পৃথিবীতে এমন কোন বিষয় নেই যেটাতে শতভাগ মানুষের ঐক্যমত ছিল। শতভাগের ঐক্যমত না থাকলেই সত্য মিথ্যা হয়ে যায় না আবার অধিকাংশের ঐক্যমতে মিথ্যা সত্য হয়ে যায় না।

৯৩০ বার দেখা হয়েছে

২ টি মন্তব্য : “একটি ব্যক্তিগত উপলব্ধি”

মওন্তব্য করুন : জাহিদ (২০০০-২০০৬)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।