ভাল লাগছে

আজ ই প্রথম লিখছি সিসিবি তে।ক্যাডেটদের এমন একটা প্লাটফরম গঠনের আইডিয়া আসলেই চরম।আমি লিখতে পারি না।তাই কেবল পড়েই যাই।নিজেকে হারিয়ে ফেলি সৃতির সাগরে।হারিয়ে আসা সেই ভুবনের স্বাদ নিতেই নিত্য ঢু মারি সিসিবি তে।মনের মাঝে ইচ্ছে করে লিখে ফেলি মনের দু চারটি কথা।কিন্তু বাধ সাধে বাংলা লেখার অভিজ্ঞতা।আজ এ লেখাটি আমার এক বন্ধুর কল্যাণে পোষ্ট করলাম।সকলকে এবং যারা এ সাইট বানিয়েছেন তাদের ধন্যবাদ জানাই

১,৩৮৫ বার দেখা হয়েছে

২৪ টি মন্তব্য : “ভাল লাগছে”

  1. মরতুজা (৯১-৯৭)

    পরথমে তো ভাব্লাম মাইয়া, অহন দেহি পোলা, ধুর... যাউক লেখা ভাল হইছে। অতি উচ্চ মানের সাহিত্য।

    আচ্ছা এইবার সিরিয়াস, স্বাগতম আর শুভ নববর্ষ। আর এইবেলা ফ্রন্ট্রোল শুরু কর, জলদি তালে।

    জবাব দিন
  2. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    সাল লিখা নাই তাই সিনিয়র কি জুনিয়র বুঝতার্ছিনা-সাব্ধানে সতর্কতা বজায় রাইখাই কই-ব্লগে পরথম লেখা দিলে একটা নিয়ম আছে-প্রিন্সিপাল স্যারের সম্মানে ১০ টা ফ্রন্টরোল লাগাইতে হয়...

    জবাব দিন
  3. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    সিসিবিতে স্বাগতম। ক্যাডেট নাম্বার ঠিক থাকলে জুনিয়রই হবার কথা। বাংলা লেখা তেমন কঠিন না এতক্ষণে নিশ্চয়ই বুইঝা গেছো 😀
    মন প্রাণ পুরা বডি খুইলা লেখতে থাকো। আর নামের লগে সাল আর প্রোফাইলে ব্যাচ ট্যাগ কইরা দেও বাকিদের সুবিধার্থে।


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  4. জুনায়েদ কবীর (৯৫-০১)

    স্টার্ট ফ্রন্ট্রোল... x-(
    (যদি ফ্রন্ট্রোল দেয় তাইলে জুনিয়র...যদি উলটা আমারে দিতে কয় তাইলে সিনিয়র...আর যদি মারতে আসে তাইলে ব্যাচমেট... :-B )


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  5. রহমান (৯২-৯৮)

    ব্লগে স্বাগতম :hatsoff: । শুভ লেখালেখি
    প্রোফাইলে ঢুকে নামের পাশে সাল এবং ব্যাচের ঘরটা পূরণ করে ফেল আর সব পরিচিত ক্যাডেটদের এই নতুন পৃথিবীতে নিয়ে এসো :boss:

    জবাব দিন
  6. মাহমুদ (১৯৯০-৯৬)

    ওই পিচ্ছি, (আমার তুলনায় ত' বটেই B-) ) ব্যাচ, সময়কাল, ইত্যাদি আপডেট করে দে ব্যাটা তাড়াতাড়ি। ভাবছিলাম পাঙ্গামু, কিন্তু সিসিআরের দেইখ্যা কিছু কইলাম না x-(

    শুভ ব্লগিং


    There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx

    জবাব দিন

মওন্তব্য করুন : জুনায়েদ কবীর (৯৫-০১)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।