রক্তের স্বাদ

প্রতিদিনই সূর্য ওঠে, পূর্বে;
অস্তমিত হয় দিগন্তে।
সকালে ডেকে ওঠে একটি কুকুর
আড়মোড়া ভেঙ্গে, স্বাগত জানায়
প্রতিটি নতুন দিনকে-নরকে।

কুকুরটি এখনো ডাকে।
নরকবাসীর কন্ঠে ঝরে আর্তনাদ-
রক্তের মত, ফোঁটায় ফোঁটায়।
শোনা যায় ঈশ্বরের অট্টহাসি;
ক্রুর, স্থির-দৃষ্টি, অন্তর্ভেদী।
বিচিত্র আদিম উল্লাসে মত্ত সে,
রক্তের স্বাদ প্রাপ্ত নেকড়ে শাবকের মতো।

*********************************************

কবিতাটি ক্লাস ১১ এ(২০০৫) লেখা।আমার ৬১নং কবিতা ।

১,৪৮৭ বার দেখা হয়েছে

১৬ টি মন্তব্য : “রক্তের স্বাদ”

  1. রকিবুল ইসলাম (৯৯-০৫)
    কবিতাটি ক্লাস ১১ এ(২০০৫) লেখা।আমার ৬১নং কবিতা ।

    ক্লাশ ১১এ থাকতেই ৬১টা হইছে তাইলে এখন তো হাজার ছাড়িয়ে গেছে।তাই না??
    ওই কবিতাটা দে
    "আষাঢ় মাস........."

    জবাব দিন

মওন্তব্য করুন : জাবীর রিজভী (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।