অচেনা আবরণ

ভুলে যাও জীবনের দুঃখগুলো
খুঁজে নাও সুখ-
বেরিয়ে এস কষ্টের বৃত্ত থেকে।
কেঁদো না নিজে,কাঁদিওনা কাউকে
উদ্ভাসিত হও স্বর্গীয় হাসিতে।
হয়ত কেউ দেখছে তোমায়,
বহুদূর থেকে,সঙ্গোপনে।
যে তোমার পাশে থকে অনুক্ষণ
আজও বুঝলে না তাকে,
চিনলেনা কোনদিনই।
অভিমানে তাকে দিও না দুঃখ-
হয়ত সে কাঁদে তোমার কষ্টে,
পরম বন্ধুর মত-
নিভৃতে,একাকী বসে।

**********************************

কবিতাটি ক্লাস ১১ এ(২০০৪) লেখা।আমার ৭১নং কবিতা ।

৮৮৮ বার দেখা হয়েছে

১০ টি মন্তব্য : “অচেনা আবরণ”

মওন্তব্য করুন : জাবীর রিজভী (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।