নীলা-৩য় পত্র

নীলা
নীলা-২য় পত্র

আবার শালা জ্যাম! শালার ঢাকা শহরের কবে যে উন্নতি হবে! ৩০ মিনিট ধরে নিউমার্কেটের জ্যামে আটকা আছি। হেঁটে গেলে এতক্ষণ ৪ বার টিএসসি যাওয়া-আসা করা যেত! পারলে যেতাম। কিন্তু রিকশায় ওর পাশে বসা হবে না। গতরাতে ভাল করে ঘুম হয়নি। হঠাৎ ফোন,ভাইব্রেশনে শুধু ফোন না,আশেপাশের সবকিছুই যেন ভাইব্রেট করছে! রাশেদ ফোন দিল নাতো! ওর হাতটা ছেড়ে দিয়ে পকেট থেকে ফোন বের করলাম। আম্মুর ফোন। “বাবু,তুই কই?” “আমি আজিমপুর”,সচরাচর এটাই আমার উত্তর। “তোর আব্বু খুব অসুস্থ। তাড়াতাড়ি চলে আয়। পারলে আজকের মধ্যে।” বুঝলাম সিরিয়াস কিছু। টিএসসি যেয়ে কিছুক্ষণ হাঁটাহাটি করলাম। ও বলল,”আজ বিকেলের বাসেই তুমি সিরাজগঞ্জ চলে যাও”। এবারের শপিং মনে হয় আর করা হল না!

৫ টার লাস্ট বাস ধরে বাসায় চলে যাই। আরও ৩ দিন ঢাকা থাকার কথা ছিল। ওর জন্য মনটা খারাপ হয়। আবার যে কবে দেখা হবে! আবার আব্বুর জন্য টেনশনও হয়,এই মানুষটাকে যে আমি সবচেয়ে বেশি ভালবাসি! এমন কি আর্জেন্ট ঘটনা ঘটতে পারে!?

বাসায় এসে যা দেখি,সপ্নেও ভাবিনি। আব্বু বেডে শুয়ে। চাচারা এসেছেন। গতরাতে পরপর ২ বার স্ট্রোক করে আব্বুর পুরো বাম পাশ প্যারালাইজড হয়ে গেছে। মুখের বাম পাশও বাঁকা হয়ে গেছে। কথা বলতে পারছে না। বাবা-মার একমাত্র সন্তান আমি। যে মানুষটার কোলে চড়ে সারা পৃথিবী দাপিয়ে বেড়িয়েছি,সেই মানুষটা আজ ছোট্ট শিশুর মত বিছানায় শুয়ে আছে! বাইরে এসে চাচাদের সাথে বসে ঠিক করলাম,কি করা যায়। বাংলাদেশের প্রখ্যাত হার্ট স্পেশালিষ্ট ড: মঞ্জুর কাদের প্রতি সপ্তাহে সিরাজগঞ্জ আসেন। কিন্তু তার আসার এখনো ৩ দিন বাকী! সিদ্ধান্ত হল। এ্যপয়নমেন্ট ঠিক করলাম। আপাতত ফোনে আব্বুর ট্রিটমেন্ট চলল।

ডাক্তার বলে,”এযাত্রা বেঁচে গেছে। ২ বার। থেরাপী আর ওষুধ কন্টিনিউ করতে হবে। ফুল বেড রেস্ট। আর কোনভাবেই উত্তেজিত হওয়া যাবে না।পরেরবার…….”

তিন মাসের মাথায় আব্বু মোটামুটি সুস্থ হয়ে যায়। আমি খুলনা ব্যাক করি। পড়ালেখার অনেক গ্যাপ পড়ে গেছে। কুয়েট কিনা!

প্রতিদিনই নীলার সাথে ফোনে কথা হয়। ওর অসুখের কথা আমার আর জিজ্ঞেস করা হয় না।

(চলবে…)

২,৩৩৭ বার দেখা হয়েছে

২৯ টি মন্তব্য : “নীলা-৩য় পত্র”

মওন্তব্য করুন : জাবীর রিজভী (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।