প্রতিবাদী

আমি উচ্ছৃঙ্খলতার অশুভ ছায়া-
আমি সমাজের অভিশাপ,রুদ্র তিমির ছোঁয়া।
আমি সাইক্লোন-
আমি ধ্বংস করিব যত অনিয়ম।
সমাজের এই পাশবিকতার অন্তরালের ভিত্তি
আমি দলিত করিব সেসব সমাজ রাজের কীর্তি।
আমি গেয়ে যাই তাহাদের গান আনিল যারা সভ্যতা
সে সব শূদ্র মানবেরা দেব,তারাই ভাগ্য বিধাতা।
তাহাদেরই বুক,তাদেরই পাঁজর গড়েছে গীর্জা মন্দির
তাহাদেরই ঘামে লুটিয়া পড়িছে বাধা সব পৃথিবীর।
তাহারা নয়তো করুণা ভিক্ষু,তাহারা নয়তো ঘৃণ্য
তাহাদেরই তরে সমাজের বুকে এঁকে দেই পদচিহ্ন।
আমি বিদ্রোহী,আমি কবি,আমি সমাজেরই এক মহাত্রাস
আমি ধ্বংসিব যত অনিয়ম,সমাজেরই বিষ নিঃশ্বাস।
আমি উত্তেজিত শহীদ রক্তে রাঙ্গা এক ভাস্কর
আমি ধনীদের সুখ চূর্ণ করি,তাহারা যে তস্কর।
ধর্মকে যারা করিয়া পণ্য,হয়েছে সমাজপতি
তাহাদের মুখে থুথু দেই আমি,দেই তাহাদের লাথি।
একদিন সেই পাহাড় প্রমাণ প্রাসাদ পড়িবে ধ্বসে
সেদিনের সেই ক্ষণের তরে সাগর উঠিছে ফুঁসে।
উঠিবে নতুন সূর্য আবার,পাখিরা গাইবে গান
বিদ্রোহ মোর সার্থক হবে ধ্বনিবে নব আযান।

*****************************

কবিতাটি ক্লাস ১০ এ(২০০২) লেখা।আমার ৪৫নং কবিতা এবং একমাত্র “নজরুল প্রভাবিত” কবিতা।

১,৫৯৯ বার দেখা হয়েছে

২০ টি মন্তব্য : “প্রতিবাদী”

  1. মাহমুদ (১৯৯০-৯৬)
    আমি উচ্ছৃঙ্খলতার অশুভ ছায়া

    এডজুট্যান্ট স্যার,
    এই পুলায় পুরাই একটা মকরা-ক্যাডেট। এরে মনে হয় কড়া পাঙ্গা দিতে হইবো। তা না হলে সিসিবি'র ডিসিপ্লিনের ত বারোটা বাজায়া দিব। :grr:


    There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx

    জবাব দিন

মওন্তব্য করুন : রকিব (২০০১-২০০৭)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।