অসমাপ্ত কবিতা

প্রতিটি গল্প, কবিতা কিম্বা উপন্যাসের পিছনে কিছু ঘটনা থাকে। দৈনন্দিন জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র ভালোলাগা-মন্দলাগাগুলো জীবন্ত হয়ে ওঠে অক্ষরের সুন্দর বিন্যাসে। এই কবিতাটি লিখেছিলাম ২০০৬ সালে, ভার্সিটিতে ১ম বর্ষ ১ম সেমিস্টার পড়াকালীন সময়ে। আমার খুব ক্লোজ এক বন্ধুর হৃদয়ের আর্তিকে অক্ষরের মাধ্যমে জীবন দিতে চেয়েছিলাম। তার ফলশ্রুতিতে এই কবিতার সৃষ্টি। সেই বন্ধুর কাছে ক্ষমা প্রার্থণাপূর্বক কবিতাটি এখানে উপস্থাপন করছি। কবিতাটি “বিশ্ববিদ্যালয় বার্ষিকী, ২০০৮” এ প্রকাশিত হয়।

********************************

তোমাকে হারানোর প্রয়োজন ছিল।
প্রয়োজন ছিল সময়কে মিথ্যে ভেবে
অসমাপ্ত কবিতা লেখার।
প্রয়োজন ছিল-
ধূসর রাতে একাকী থাকার,
দুঃস্বপ্নের ঘোরে।

সময়ের চার দেয়ালে বন্দী হয়ে
ছিল আমার অপূর্ণতা।
তবুও তা মিথ্যে, অলীক।
তোমার ছায়ায় তাই খুঁজে যাই আজও
অপসৃত আলোর ভিন্ন প্রতিসরণ,
ধূসর রাতে একাকী আমি
দুঃস্বপ্নের ঘোরে।

তুমি আর এসোনা ফিরে
আমার স্তব্ধ সামুদ্রিক পৃথিবীতে
অসমাপ্ত কবিতা হয়ে।
অতৃপ্ত জীবনের স্পর্শ পেতে,
তোমাকে হারাবার প্রয়োজন ছিল।

*******************************

কবিতাটি ২০০৬ এ লেখা। আমার ৮৩নং কবিতা ।

২,৮৮৩ বার দেখা হয়েছে

৪০ টি মন্তব্য : “অসমাপ্ত কবিতা”

  1. আহসান আকাশ (৯৬-০২)

    কবিতা ভাল ছিল... ( এইটা তো দেখি মকরা ক্যাডেট... ৩ বছর ধইরা অসমাপ্ত রাইখা দিছে কবিতাটা... আবার সে অবস্থাতেই এইখানে দিয়া দিছে... )


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. মইনুল (১৯৯২-১৯৯৮)

    খুবই সুন্দর কবিতা জাবীর :clap: :clap: :clap:

    তোমাকে হারানোর প্রয়োজন ছিল।
    প্রয়োজন ছিল সময়কে মিথ্যে ভেবে
    অসমাপ্ত কবিতা লেখার।
    প্রয়োজন ছিল-
    ধূসর রাতে একাকী থাকার,
    দুঃস্বপ্নের ঘোরে।

    অসাধারন .........
    আশা করি তোমার সেই বন্ধুটি এখন ভালো আছে ......

    জবাব দিন
  3. সানাউল্লাহ (৭৪ - ৮০)
    এই কবিতাটি লিখেছিলাম ২০০৬ সালে, ভার্সিটিতে ১ম বর্ষ ১ম সেমিস্টার পড়াকালীন সময়ে

    আমরা এতো অল্প বয়সীদের কবিতা পরি না। আরো বয়স বাড়ুক। আন্দার মতো!! :grr: :grr: :grr:


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  4. এই কবিতা তোর হারায় গেছিলো !
    আমি ফেরত দিলাম চমক হিসেবে "বার্ষিকী"তে দিয়ে... ... সম্পাদকীয় ক্ষমতা 😀

    তুই অবশেষে সিসিবি'তে নিয়ে এলি এইটাকে? 🙂

    তোমাকে হারানোর প্রয়োজন ছিল।
    প্রয়োজন ছিল সময়কে মিথ্যে ভেবে
    অসমাপ্ত কবিতা লেখার।
    প্রয়োজন ছিল-
    ধূসর রাতে একাকী থাকার,
    দুঃস্বপ্নের ঘোরে।

    আমার দারুণ লেগেছিলো এই চরণগুলো -- আজো লাগছে।
    :boss: :boss: :boss:

    জবাব দিন
  5. রকিব (০১-০৭)
    তোমার ছায়ায় তাই খুঁজে যাই আজও
    অপসৃত আলোর ভিন্ন প্রতিসরণ,
    ধূসর রাতে একাকী আমি
    দুঃস্বপ্নের ঘোরে।

    কবির প্রতি :salute: :salute:
    ভাইয়া নীলা পত্র-৬ কই 😕 😕 ??


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন

মওন্তব্য করুন : আদনান (১৯৯৪-২০০০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।