ছোটবেলায় লেখা অণুকাব্য

রবীন্দ্রনাথ যে বয়সে জল পড়ে, পাতা নড়ে লিখেছিলেন সে বয়সে আমার কাব্য প্রতিভা রবি ঠাকুরের চাহিতে কিঞ্চিৎ বেশী ছিলো। বছর পরিক্রমায় কবিগুরুর কাব্য প্রতিভা চরমভাবে বিকশিত হইলো, আর আমারটা কালের গর্ভে চিরতরে হারিয়ে গেলো। যাহা হউক, আমার শৈশবের প্রতিভার অল্প কিছু ঝলক একটি খাতায় সংরক্ষিত ছিলো আজ আপনাদের সম্মুখে উপস্হাপন করিতেছি।

“হয়েছে এখন রাত
খেতে হবে ভাত”

“ঘরের উপর চাল
গাছের আগায় তাল”

“এক যে ছিলো ছেলে
নাম তার পেলে”

“আমার নাম সামি
আমি খাই মিমি”

“এক ছিলো গাধা
এক চোখ কালো আর এক চোখ সাদা”

“বোম ফেলেছে জাপানী
সবার অনেক কাঁপানী”

“এক যে পাখী দোয়েল
হয় যে শুধু ঘায়েল”

“আকাশের রং নীল
মেঘ করে কিলবিল”

“দেখতে চাইলে টিভি
পড়তে হবে সবি”

“পুকুরের ভিতর মাছ
পুকুরপাড়ে গাছ”

১,৭৬৯ বার দেখা হয়েছে

২৮ টি মন্তব্য : “ছোটবেলায় লেখা অণুকাব্য”

  1. কামরুল হাসান (৯৪-০০)
    “আমার নাম সামি
    আমি খাই মিমি”

    এইটা মজা হইছে। :grr: :grr:


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  2. মেহেদী হাসান (১৯৯৬-২০০২)

    বাহ!! বাহ!! বড়ই চমৎকার হয়েছে......... :hatsoff: :hatsoff:

    সবগুলোই পাথরায়...... :gulli2: :gulli2: :gulli2:

    সে বয়সে আমার কাব্য প্রতিভা রবি ঠাকুরের চাহিতে কিঞ্চিৎ বেশী ছিলো।

    আমারও তাই মত... :salute: :salute:

    জবাব দিন

মওন্তব্য করুন : রাশেদ (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।