ঘুম

গ্রীষ্মকাল আর ঘুম ক্যাডেটদের জন্য এই সমীকরণটা মনেহয় একে অপরের সাথে সমানুপাতিক।

ঘটনা-১
ঘটনাটা কোন সময়ের তা মনে করে উঠতে পারছিনা। তবে ক্লাস ১০ এ হওয়ার সম্ভাবনাই বেশি। আলভী (ডাকনাম) ক্লাস ১০ এর ফর্ম থেকে একটা চেয়ার নিয়ে টয়লেটে চলে গেল এবং যথারীতি আরাম করে ঘুমিয়ে গেল। আমরা ক্লাসের সবাই বেমালুম ভুলে গেলাম যে আলভী টয়লেটে ঘুমাচ্ছে। বাংলার রাবেয়া ম্যাডামের ক্লাস। হঠাৎ করে আমরা সবাই শুনি এক সুইপার চিৎকার করে বলছে টয়লেটে এক ক্যাডেট অজ্ঞান হয়ে পড়ে আছে। শুনে রাবেয়া ম্যাডামতো দৌড়ে চলে গেলেন টয়লেটে এবং তার পিছনে পিছনে আরও কয়েকজন ক্যাডেট। রাবেয়া ম্যাডাম গিয়ে আলভীকে ডাকছেন আর বলছেন আহারে বেচারা আলভী এই গরমের মধ্যে মাথা ঘুরে পড়ে গেছে। কিছুক্ষণ ডাকাডাকির পর আলভীর ঘুম ভাঙল। ঘুম থেকে উঠেতো আলভী বেকুব হয়ে গেছে। এ কি অবস্থা? পাশ থেকে কোন এক বন্ধু বলে উঠলো কিরে তোর শরীর খারাপ, মাথা ঘুরে পড়ে গেছিস নাকি? তখন মনে হয় আলভী অথৈ সাগরের কিনারা দেখতে পেল। এবং সাথে সাথে মাথায় খুব যন্ত্রণা হচ্ছে এই ভাব ধরতে থাকল। ম্যাডাম কয়েকজনকে উদ্দেশ্য করে বলল ওকে শীঘ্রই ধরে হসপিটালে নিয়ে যাও। দুইজন ধরে ওকে হসপিটালে নিয়ে গেল আর ম্যাডাম ক্লাসে চলে গেলেন।

আল্লাহ্‌ তালার অশেষ রহমত যে আলভী যে চেয়ারটাতে বসে ঘুমিয়েছিল ম্যাডাম সেটা বুঝে উঠতে পারেননি যে ট্যলেয়টে চেয়ার এলো কিভাবে ।

ঘটনা-২
ক্লাস ১০ এর ঘটনা। এবারও বাংলা ক্লাস। ক্লাস নিচ্ছেন লতিফা ম্যাডাম। এইবারও ঘটনার নায়ক আলভী। ম্যাডাম ম্যাডামের মত ক্লাস নিচ্ছেন আর আলভী আলভীর মত ঘুমাচ্ছে। হঠাৎ ম্যাডামের চোখে ধরা পড়েগেল। ম্যাডাম ডায়াস থেকেই ডাকছেন,”আলভী, ঘুমাচ্ছ কেন?” আলভী ওর ঘুম ঘুমিয়েই যাচ্ছে। ম্যাডাম আবার ডাকলেন আলভী!!! তখন আলভীর ঘুম কিছুটা ভাঙল আর ঠিক সেই সময় সুমন(সিরাজগঞ্জ) ও সাদিল বলল “আলভী ম্যাডাম তোকে কানে ধরে দাড়াতে বলেছে”। যেই কথা সেই কাজ। আলভী দাঁড়িয়ে কানে ধরল আর পুরো ক্লাসে হাসির রোল উঠে গেল। ম্যাডাম বললেন কানে ধরে কে দাড়াতে বলেছে? দুষ্ট ছেলে!!! যাও গিয়ে চোখে পানি দিয়ে আস।

১,৮১১ বার দেখা হয়েছে

১৫ টি মন্তব্য : “ঘুম”

  1. ইসলাম (১৯৯৬-২০০২)

    অন্যান্য ব্যাচের সাথে ম্যাডাম কেমন ছিলেন সেটা জানিনা।কিন্তু আমাদের ব্যাচের স্পেশালি আমাদের হাউসের সাথে ম্যাডাম সবসময়ই খুবই ভাল ছিলেন। ম্যাডাম আমাদের ব্যাচের হাউস টিউটর ছিলেন।


    Islam, CCR (1996-2002)

    জবাব দিন
  2. আহসান আকাশ (৯৬-০২)

    আহ, ক্লাসের ঘুম। অভ্যাস এখনো ছাড়তে পারি নাই, সামনে কেউ লেকচার দিতে দাড়ালেই হইছে... 😛


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন

মওন্তব্য করুন : শান

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।