পাকিবধকাব্যঃ ২ মার্চ ২০১৬

নাপাক চানতারাবদ্ধ মারখোরীকরণঃ
পাক-অনুভূতিপ্রবণেরা দূরে থাকুন,
কিছু আহত হলে লেখক দায়ী নন।


১।
লাল-সবুজের দুই তারিখে মিরপুরেতে ভাই,
কেমন দফা আমোদ হল- ছড়ায় বলে যাই।
টসের সময় ডাকবাবা যেই টসটা নিল জিতে,
তাইনা দেখে- জুয়াপ্রবণ ভাই*রা গেল চেতে!
ব্যাটিং? নাকি করবে বেটিং! এই দ্বিধাতে ভুগে,
চারখানা তার গেলই চলে- ইনিংস চলে ধুঁকে!
মাঝখানে তার, একটুখানি, মেরামতের তরে,
ব্যাট চালিয়ে চেষ্টা করে, দুইখানা মারখোরে।
তারপরে যেই অধিনায়ক আসল মাঠে নেমে,
ডাকের খাতায় রেকর্ডখানা পোক্ত হল ফ্রেমে।
(হাজার হলেও ভাই* তো তারা, যদিও জুয়ায় নষ্ট
তাড়া করার, রান না হলে, দর্শকে- পায় কষ্ট!)
চানতারা সব মারখোরেরা তুলল কিছু রান
টাইগারেরা চাপ না নিয়ে গাইল কেবল গান

২।
পয়লা ওভার ছয় মেরে দেয় ওই সে তামিম ইকবালে,
তাই না দেখে, চানতারারা, মুষড়ে পড়ে, টালমাটালে!
উগ্র আমির, বল ভুলে যায়,
সরফরাজের গিঁট খুলে যায়,
ডাক্রিদিটার ক্যাপ উড়ে যায়,
ইরফানের ঐ কান ঝুলে যায়!
এই না দেখে কোমল মনের বাঙালিদের দয়ায়,
তামিম-সাব্বির টুকুস, করে আউট হয়ে যায়!
এমন সময় সরকারের ঐ, সৌম্যকান্তি হাতে-
পাকিস্তানি বোলিং লাইন মার খেয়ে যায় ভাতে!
মাহমুদুল্লা’র ঠাণ্ডা মাথা, (হোক না গরম ব্যাটে!)
পিটিয়ে, পাকি বলগুলো সে- চাপ কমাল বটে!
মাশরাফিটাও বড্ড পাগল, নেমেই পেটায় চার,
এই না দেখে- দুবলা সামির, মাথায় চাপে ভার।
ঠ্যাং কাঁপিয়ে, চুল নাচিয়ে, যেই না ছোঁড়ে বল-
আম্পায়ারে হাত বাগিয়ে ডাকেন নো-এর কল!
ম্যাশ-রিয়াদে এমন সুযোগ কেমনে ছাড়ে বলো?
(তারা তো আর জুয়াড়ি নয়, দুটোই ছেলে ভালো)
শেষ ওভারের প্রথম বলেই রিয়াদ মারে কষে,
চানতারারা, নুইয়ে মাথা, ওয়াশরুমে বসে।
গাঁজার ঘোরে রমিজ রাজার ঘুম আসে না বাতে,
উর্দু ভুলে, ইংরাজিতেই, মাইক ধরে- রাতে।
মুখটা দেখেই, দর্শকেরা, বুঝতে পারে, বড়-
চানতারাদের জাতীয় প্রানী কেন এমনতরো?

পুনশ্চঃ
মুশতাক ভাই আছেন সেথা দূর আকাশের পারে,
এমনতরো, পাক-পেটনের, সকল ছক্কা-চারে।
শহীদ জুয়েল, তাকিয়ে থাকেন, উল্লাসেতে ফেটে,
তিনিও সাথী, এমন ম্যাচের প্রতিটি উইকেটে!
শিবনারায়ণ অশ্রু মোছেন নিভৃত এক কোণে,
দুই তারিখে‘র স্মৃতি আজো টাটকা আছে মনে।
খেলার সাথে, রাজনীতিটা, মেশান যারা- জিদে,
তিরিশ লক্ষ মুচকি হাসির আওয়াজ শুনুন হৃদে!

০৩.০৩.২০১৬

[ *টীকাঃ ভাই আছে তিন রকমঃ ১। আপন ভাই, ২। ক্যাডেট ভাই আর ৩। ইয়ের ভাই। চানতারামার্কা হল ৩ নম্বর জাতের ]

৪,৬৫২ বার দেখা হয়েছে

১২ টি মন্তব্য : “পাকিবধকাব্যঃ ২ মার্চ ২০১৬”

  1. সাবিনা চৌধুরী (৮৩-৮৮)

    :clap: :clap: :clap: :clap: :clap: :clap:
    ইশি বেটু, ফাটিয়ে দিয়েছিস তুই! পাকিবধ পাকাপাকিকরণ প্রকল্পে আমরা বরাবরই সোচ্চার।

    বহুদিন পর তোর জন্য ব্লগে লগ ইন করলাম। ভাল আছিস আশা করি, ভাইয়া!

    জবাব দিন

মওন্তব্য করুন : ইশহাদ (১৯৯৯-২০০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।