“ফেইসবুক জ্বর”- the fever

ফেইসবুক। আমাদের মত কিছু অকর্মার ঢেকিদের কাছে বিশাল উপাদেয় একটা বস্তু এইটা। Specially আল্ট্রা-বোরিং ক্লাসগুলোতে একেবারে পেছনের লাইনে আজাইরা বসে না থেকে এই book-e ঘুতাঘুতি কইরাও শান্তি। ক্লাস ৪-৫ এর পিচ্চিরাও আজকাল facebook ইউজ করে (লোকমুখে শুনছি, দেখি নাই)। সেই দিন আর দূরে নাই, যখন আমাদের দাদা-দাদী, নানা নানীরাও fb-fever এ আক্রান্ত হয়ে যাবে , নিশ্চিত। মোটা ফ্রেমের চশমা ভেদিয়া তেনারা মোবাইলের স্ক্রীনে fb-এর স্বর্গীয় সুখ পাইতে ব্যস্ত থাকবে। তলায় তার-এ একটা ছোট্ট fore-picture:

লোকেশানঃ KG স্কুলের সামনের গাছতলা।
অবজেক্টঃ mothers and vabis of the KG School children
সাবজেক্টঃ (ইনাদের গল্পের কোনও Specific সাবজেক্ট থাকে না, খালি হুদাই প্যাচাল )
আজকের টপিকঃ Facebook
নকল করা হইছেঃ টিভি অ্যাড- “কাপড় কাচার সেরা সাবান হুইল…হুইল।”
১ম ভাবি > জানেন ভাবি…! আজকাল বাচ্চারা এত্ত facebook (fb) ইউজ করে না!!! :frontroll:
আরেক ভাবি > হুমম… বড়রাও কম করে না!
আরেক ভাবি > চিন্তা কী, p6 আছে না…?
আরেক ভাবি > আপনি দেখি আমার মা’র মত কথা বললেন। মা p6 আর fb ছাড়া কিচ্ছু বোঝে না
আরেক ভাবি> আরে হ্যা, fb-তে স্ট্যাটাস দিয়ে আরাম, মজা প্রচুর……!!
আরেক ভাবি> হ্যা হ্যা, আর এক ক্লিক-এ কতজনের সাথে টাঙ্কি মারা যায়, দ্যাকেন, দ্যাকেন…?
শেষের ভাবি> fb ছাড়া আমাদের একদিনও কি চলে? Fb তো আমার সংসারের-ই একটা অংশ…… হাহাহাহাহাহা (ভাবিদের খিলখিলানি হাসি) :khekz: :khekz:

২,৮৪৭ বার দেখা হয়েছে

২৮ টি মন্তব্য : ““ফেইসবুক জ্বর”- the fever”

  1. অরপিয়া (২০০২-২০০৮)

    'আঁধার দেখেছি, তবু আছে অন্য বড়ো অন্ধকার,
    মৃ্ত্যু জেনেছি, তবু অন্য সম্মুখীন মৃত্যু আছে;
    পেছনের আগাগোড়া ইতিহাস রয়ে গেছে, তবু
    যেই মহা ইতিহাস এখনো আসে নি তার কাছে
    কাহিনীর অন্য অর্থ, সমুদ্রের অন্য সুর, অন্য আলোড়ন
    হৃদয় ও বিষয়ের; মন এক অন্য দীপ্ত মন।"

    এইটা জীবনানন্দ দাশ এর কোন কবিতা থেকে নেয়া হয়েছে কেউ জানেন? (সম্পাদিত) (সম্পাদিত)

    জবাব দিন

মওন্তব্য করুন : ইফতেখার (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।