ধুমায়িত কাহিনী

পৃথিবী তে মানব জাতি ২ প্রকারঃ গর্বিত ধুমপায়ী এবং অত্যাচারিত অধুমপায়ী। ধুমপায়ীরা গর্বিত কেন তা আর বলার অপেক্ষা রাখেনা কিন্তু অধুমপায়ীদের দাবি যে সেকন্ডারি ধুমপান এ তারাও ভুক্তভোগী, তাই তারা অত্যাচারিত। ক্যাডেট কলেজ এ ধুমপায়ীদের একটা অন্য ডাইমেনশনের যে স্বৃতিগাঁথা আছে তা আর বলতে। কলেজ পালিয়ে সিগারেট আনা, লুকিয়ে রাখা, সিনিয়র এবং অথরিটির কাছে ধরা খাওয়া অথবা না খাওয়া এবং Worst case e ক্লাসমেটদের ধুমপান বিরোধী আন্দোলন এর তোপে (!!!!) পরা, আরও কত কি?

ক্লাস টুয়েলভের শেষ দিকে হঠাৎ জুনিয়র পোলাপান পালাইতে যইয়া ধরা খাইল, কঠিন গার্ড, এর মাঝে স্টক শেষ। আমি আর মেহেরাব একসাথে সিগারেট খাই, লাস্ট সিগারেট, অনেক ভাইবা চিন্তা ঠিক করলাম, ভিসিপি শো এর মাঝখানে লাস্ট সিগারেট টা খাবো। কারন অই সময় অন্য সবাই টিভি রুম এ থাকবে তাই কেউ ভাগ বসাইতে আসবেনা কারন সবার ই স্টক শেষ, সব খোর গুলা হায়েনা হইয়া আছে। গোল্ডেন রুল অফ থাম্বঃ প্রতি ৩ টান এ হাত ঘুরবে। কিন্তু অবস্থা এতোই জটিল যে কে ধরাবে এইটা নিয়াও কাইজ্জা লাইগা গেল। টস এবং আমি জিতলাম। তিতুমীর হাউস এর সীবিচ এ আমি ওয়াল এর দিকে পিঠ দিয়ে করিডর দিকে ফেস করে আছি আর মেহরাব আমার দিকে ফেসঃ
১। আমি ধরাইলাম
২। আমার ৩ টান শেষ, মেহেরাব রে দিলাম।
৩। মেহেরাব ১ টান
৪। কোথা থেকে জানি জাদিদ স্যার ভোজবাজির মতো উইরা আইসা মেহেরাব এর পিছনে আইসা দারাইলো, মেহেরাব বিরি টানতে এতোই বিজি যে টের অ পায়নাই।
৫। আমি কই, মেহেরাব স্যার।
৬। মেহেরাব কয়, ক্যান ছাড়মু এহনো ২ টান বাকি ক্যান ছাড়মু, এই কইয়া আরও জোরে জো়রে টানা শুরু করল।
৭ । আমি কই, মেহেরাব তর পিছনে স্যআআআআার। হালায় তাও বুঝেনা, উল্টা ভাবছে ধোয়া পিছনে ছাড় তে কইতাছি।
৮। মেহেরাব উলটা ঘুইরা ধোয়া ছাড়লো সোজা জাদিদ স্যার এর মুখে।

এরপরে কন কি আর বাকি থাকল?? মাত্র আর কয়েক মাস আছি কলেজ এ ভাইবা এবং জাদিদ স্যার নিজেও তার ১১ ক্লাস এ বিরি খাইয়া ঢাকা রেসিডেন্সিয়াল কলেজে থেইকা আউট হইছিলো (এই কাহিনি তার মুখ থেইকা শুনা), এই ২ কারনে রিপোর্ট হইলনা। যেইদিন কলেজ থেইকা বাইর হইতেছি, হ্যান্ডশেক করার সময় জাদিদ আমারে আস্তে আস্তে কয় এই বয়সেই এত বিরি খাওয়া ঠিক না আর যদি খাইতেই হয় তাইলে সেনর, নেভি না খাইয়া ভাল ব্র্যান্ড খাইয়ো। ২ বছর পর ২০০২ তে রি-ইউনিয়নে যেয়ে স্যার এর সাথে দেখা, স্যার কাছে আসতেই বিরির গন্ধ, হাইসা কইলো কোন ব্র্যান্ড?? আমি কই বেনসন…

বিদ্রঃ আমার মনে হয় সিসিবিতে ধুমপান নামে একটা ক্যাটাগরি থাকা দরকার। ধুমপায়ীরা কি বলেন???

২,৩১৫ বার দেখা হয়েছে

৩৮ টি মন্তব্য : “ধুমায়িত কাহিনী”

  1. মান্নান (১৯৯৩-১৯৯৯)

    =)) =)) =)) =))

    কলেজে ধুমপায়ী গোষ্ঠীর সবচেয়ে সুশৃঙ্খল ফলইন দেখা যেত ধুমপানের সময়। সিসিআর এ সিনিয়র ব্লকের করিডোরে সবাই মুখোমুখি লাইন ধরে বসে আড্ডা আর ধোয়া.......সবখানেই ধুমপায়ীদের একটা অঘোষিত ক্লাব আছে এবং তাদের একাত্মতাও চোখে পড়ার মত। নিজে ধুমপায়ী না হলেও ধুমপায়ীদের আয়েশটা উপভোগ করি।

    আরিফ, তোমার খবর কি ? এখন তোমার ধুমপানের সংগী কি আমেরিকান ব্লন্ডরা নাকি ?

    সিসিবিতে স্বাগতম। সিসিআর আগাচ্ছে ভালোই। জয় সিসিআর কি , জয় সিসিবি কি।

    জবাব দিন
  2. আদনান (১৯৯৭-২০০৩)

    বিরি খাওয়ার ফরমাল ড্রেসঃ হাফ প্যান্ট, টাওয়েল।
    বিরি খাওয়ার জায়গাঃ ড্রাইং রুম (+গোসলখানা)।
    বিরি খাইতে যাবার প্রসেসঃ ১ জন, ১ মিনিট অন্তর অন্তর।
    বিরি খাওয়ার সিস্টেমঃ শুরু ৪ টান, তারপর ৩ টান, তারপর ২, আর ১... চলবে শেষ পর্যন্ত; যিনি ধরাইবেন, বোনাস ১টি টান পাইবেন (৫)।*

    *শর্ত প্রযোজ্য for JCC.

    জবাব দিন
  3. আন্দালিব (৯৬-০২)

    আরিফ ভাই, জটিল গল্প শুনাইলেন। জাদীদ স্যার মনে হয় এর আগে বা পরের টাইমে আমাদের জেসিসি-তেও আসছিলেন। উনি কি ইংরেজি পড়াইতেন? ভালা লোক ছিলেন খুবই মাইডিয়ার টাইপ! 🙂

    প্রথম পোস্টেই তো সিসিবি ধোঁয়া ধোঁয়া করে দিলেন বস্‌! আরো ধোঁয়া, থুক্কু, পোস্ট ছাড়েন! :boss:

    জবাব দিন
  4. আশিক (১৯৯৬-২০০২)

    আমাদের ব্যাচে মনেহয় একটা নিয়ম মানতো......৫/৬ জন গোল হয়ে দাঁড়াইত প্রতেকে একটান করে বিড়ি ঘুরত......যার হাত থেকে ছাই পড়বে তার পরের দান Off 😀 ভাল মতন জানিনা, তখন কম খাইতাম 😛 . তৌফিক বা আমিন ধরায়ে দিও :shy:

    জবাব দিন
  5. ফয়েজ (৮৭-৯৩)

    ইস আমাগো খোর গুলা যেমনে মোতার (সিগারেটের ল্যাজ) দিকে তাকাই থাকত, জামাতে টানার সময়, এখনো চোখে ভাসে।

    একটা মজার ঘটনা মনে পড়ল, আমাদের হক মিকচার নিয়া গেল, রাইত নাই, দিন নাই খালি টানে আর টানে। আমার দিলে বড় কষ্ট, আহারে এত সুন্দর পোলাটা এত তাড়াতাড়ি মইরা যাইব। ওরে ভুজং ভাজুং দিয়া টয়লেটে মিকচার নিয়া দিলাম ফ্ল্যাস কইরা। দুই দিন পরে দেখি হক নারিকেলের পাতা শুকায় কাগজ দিয়া প্যাচায় টান্তেছে।

    আহারে কই গেল দিন গুলা।

    আফটঃ আমি কিন্তু খোর না কইলাম।


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  6. আমি কই, মেহেরাব স্যার।
    ৬। মেহেরাব কয়, ক্যান ছাড়মু এহনো ২ টান বাকি ক্যান ছাড়মু, এই কইয়া আরও জোরে জো়রে টানা শুরু করল।
    ৭ । আমি কই, মেহেরাব তর পিছনে স্যআআআআার। হালায় তাও বুঝেনা, উল্টা ভাবছে ধোয়া পিছনে ছাড় তে কইতাছি।

    :goragori: :goragori: :khekz: :khekz: :khekz:
    :just: :pira:

    জবাব দিন
  7. সিরাজ (৯৪-০০)

    শুনো মুমিন মুসল্মানু
    বেসি বাসি বিড়ি টানু
    আখিরাতে আগুন পাইবা বিড়ি পাইবা না......।। :-B :-B
    জটিল লেখা হইছে......।।দোস্ত...।
    এই খুসিতে যাই আকটা বিড়ি খাইয়া আসি...... : :awesome: :awesome:

    জবাব দিন
  8. আরিফ (১৯৯৪-২০০০)

    হুমম, অই ইংলিশ এর জাদীদ স্যার এর গল্পই বললাম।

    Worst case e ক্লাসমেটদের ধুমপান বিরোধী আন্দোলন এর তোপে (!!!!) পরা

    আমাগো ধুমপান বিরোধী গ্রুপ এর আবার একটা শ্লোগান ও ছিলো, হালারা যখন বেশি pain দিত, তখন ওগো চার্জ করলে কইতো আমরা তো মাতলামি করতাছি,
    "তোরা খাইয়া টাল, আমরা না খাইয়া মাতাল"

    জবাব দিন
    • মাহফুজ (৯২-৯৮)

      ৯৮ এর জেসিসি'র রিইউনিয়নে কলেজে গেছিলাম। সিগারেটের স্টক ফুরিয়ে যাওয়াতে শেষদিন জাদীদ স্যারের সিগারেটের স্টক শেয়ার করেছিলাম। ভাল মজার মানুষ, ক্যাডেটদের কষ্ট বুঝেন...আমরা ক্লাস ১২ এ থাকার সময় উনি জেসিসিতে জয়েন করেন, মাত্র ইউনিভার্সিটি থেকে পাস করে।

      জবাব দিন
  9. আরিফ (১৯৯৪-২০০০)

    মান্নান ভাই, প্যাকেট প্রতি ৪ ডলার খরচ কইরা বিরি খাইলেও শান্তি পাইনা। কি যে কন?? আপনি তো জানেন আমি বরাবর ই মেয়েদের ডরাই।

    জয় সিসিআর, জয় সিসিবি, জয় ব্যাচেলরস।

    জবাব দিন
  10. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    ধুমায়িত কাহিনী পুরা আগুন হইছে আরিফ 😀 যাই এইটা দিয়াই একটা বিড়ি ধরায়া আসি ;;;
    সিসিবিতে স্বাগতম, আগুন জ্বালাইয়া লেখতে থাক :thumbup:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  11. ইউসুফ (১৯৮৩-৮৯)

    কলেজে আমার সবচেয়ে প্রিয় টপিক নিয়ে একটা "চ্রম ফাটাফাটি" টাইপ পোস্ট দেবার জন্য আরিফ তোমাকে :boss:

    বিদ্রঃ আমার মনে হয় সিসিবিতে ধুমপান নামে একটা ক্যাটাগরি থাকা দরকার। ধুমপায়ীরা কি বলেন???

    :awesome: :guitar: :thumbup: :hug:

    তুমি যেহেতু শুরু করলে, তাই আমি ভাবছি একটা দারুন সাম্প্রদায়িক (যার মর্ম শুধু স্মোকাররাই বুঝবে) একটা পোস্ট দেব শীঘ্রই।

    জবাব দিন

মওন্তব্য করুন : জুনায়েদ কবীর (৯৫-০১)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।