স্মৃতিচারণ: পলাশীর আম্রকানন …

আমরা তখন ১১ এ। নতুন প্রিন্সিপাল এসে আমাদের ৪ বছরের সম্পত্তি আম বাগান লিজ দিয়ে দিল। গত ৪ বছরে গাছের একটা আমও পাকতে দেইনি আর এখন কিনা এই বেরসিক প্রিন্সিপাল আম পাকিয়ে বিক্রি করবে !!! সবার তো মাথা গরম । প্রতিটা গাছের নিচে একটা করে গাডঁ , কোন উপাই নাই আম পাড়ার । কি করা যায় এই নিয়ে প্ল্যান করতে থাকলাম। বুদ্ধি বের হল। কাউন্টার এ্যাটাক…প্রেপ টাইমে ঠিক করলাম সবাই একসাথে আমগাছে এ্যাটাক করব। এ্যাটাক হল এবং আমও শেষ গাছের। আমরা সবাই এ্যাকাডেমি এর টয়লেটে গিয়ে আম খাচ্ছি এইসময় দেখি নিচ তলার সিঁড়ির কাছে একজন লোক দাঁড়িয়ে আছে। ভাবলাম এই বেটা নিশ্চইয় গাডঁ। মাথায় একটা শয়তানি বুদ্ধি চাপল, পলিথিন ব্যাগে করে পানি নিলাম আর তার সাথে প্যান্টের চেইনটা খুলে ……মিশালাম এরপর দিলাম বেটার মাথায় ঢেলে…এরপর দে ছুট ক্লাসরুমে , লক্ষী ছেলের মত বই খুলে পড়ছি। একটু পরে দেখি আমাদের খাইশটা ম্যাথ স্যার রুমাল দিয়ে মাথা মুছতে মুছতে লবি দিয়ে হেঁটে যাচ্ছে আর এদিক ওদিক চাইছে। হা হা হা ……… পরেরদিন আমাকে বীরশ্রেষ্ঠ খেতাব দেয়া হল আর আমার তখন গরবে বুক ২ ফুট বেরে গেল।…কিন্তু এখন ঘটনাটি মনে হলে অনুশোচনা হয় মনে হয় স্যারকে পেলে মাফ চেয়ে নিতাম।

১,৯৭৬ বার দেখা হয়েছে

২৪ টি মন্তব্য : “স্মৃতিচারণ: পলাশীর আম্রকানন …”

  1. কামরুল হাসান (৯৪-০০)

    আপনে লোকটা খুব খারাপ এইটা আগেই ভাবছিলাম :))


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  2. কামরুলতপু (৯৬-০২)

    এক্কেবারে জীবিত বীরশ্রেষ্ঠ বিশ্বাসই হচ্ছে না।
    ভাইয়া পাবনার লেখা এমনিতেই কম তারউপর আপনি যদি ট্যাগে পাবনা দিতে ভুলে যান তাইলে কেমনে কি।
    ইশশ আমি কত উদার রে... একদম সাম্প্রদায়িকতা নাই।

    জবাব দিন
  3. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    :hatsoff: বীরশ্রেষ্ঠ!! আমাদের আমগাছ ছিল না :(( । কিন্তু ছিল খেজুর গাছ, ডাব গাছ, আনারস বাগান................. আহ্!! ফকক'র খেজুর গাছগুলাও লিজ দেওয়া হইতো, কিন্তু আমাদের ঠেকাবে এমন বাপের ব্যাটা তখনো জন্ম লয় নাই!! :guitar: :guitar: :guitar:


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন

মওন্তব্য করুন : কামরুলতপু (৯৬-০২)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।