তিন চক্কর

অন টপিক
পিকনিক একখান হইছে, কিছুই বলমু না। আন্দালিব ভাইয়ের ছবি যেমন কথা বলে আমার নীরবতাও তেমনি চিৎকার করে। :grr:

অফ টপিক
ইদানীং কোন সমস্যায় পড়লেই গুগলাই। ব্যাপারটা যে বাড়াবাড়িতে চলে যাচ্ছে টের পেলাম
জিহাদের সাথে চ্যাটায়,
জিহাদঃ তোর ইন্টারে স্ট্যাটিকস ছিল?
আমিঃ না। কেন?
জিহাদঃ কাজ ছিল। পারবি করতে?
আমিঃ কোন ধরনের? সহজগুলা নাকি কঠিনগুলা?
জিহাদঃ সহজই হইব।
আমিঃ জানিনা। এক কাজ কর, গুগলে সার্চ দে।
জিহাদঃ আরে… একজনকে পড়াইতে হবে একদিনের জন্য আর তুই আগেই গুগলরে দিয়া দিলি!! 😐

… গুগল মামারে এমনই ভালা পাই। আমি গুগল ছাড়ি না, সেও আমারে ছাড়ে না।আগুন শিয়ালটারে দুই গুঁতা মারলে এক কোনায় গুগলরে মাথায় নিয়া দাঁড়ায় যায়। এরপর গুগল মামারে খাঁটায়ে মারি। মামা আমারে নিরাশ করে না বেশিরভাগ সময়ে।

(ঘাঁটাঘাঁটি করতে গিয়ে ইতালির ফ্যাসিস্ট নেতা মুসোলিনির হত্যা এবং এর পরবর্তী সময়ের বেশ কিছু দুর্লভ ছবি পেলাম। শেয়ার করার লোভ সামলাতে পারলাম না। তার আগে একটু ভূমিকা দিয়ে নেই।)

দ্বিতীয় বিশ্ব যুদ্ধের শেষ দিকে যখন জার্মানির হার প্রায় নিশ্চিত এবং ইতালির শেষ অংশটুকুও (ইতালীয়ান সোশ্যাল রিপাবলিক, উত্তর ইতালি) হাত ছাড়া হওয়ার আশংকা দেখা দেয় তার, ফ্যাসিস্ট নেতা মুসোলিনি সুইজারল্যান্ড পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তার সাথে অন্যান্য ফ্যাসিস্ট নেতারাও যোগ দেয়। তারা ছদ্মবেশ নিয়ে জার্মান সৈন্যদের সাথে মিশে যায় যাতে বিরোধী কম্যুনিস্ট গেরিলারা তাদের সনাক্ত করতে না পারে। কিন্তু ধরা পরে যায় মুসোলিনি এবং অন্যান্যরা। পরে তাদের মধ্যে মুসোলিনি এবং তার রক্ষিতা ক্লারা পেটেসসি সহ ১৫ জনকে ফায়ারিং স্কোয়াডে হত্যা করা হয়। সময়টা এপ্রিলের ২৯, ১৯৪৫। এরপর তাদের মৃতদেহগুলো জনসম্মুখে প্রদর্শনের জন্য উল্টা করে ঝুলিয়ে রাখা হয় পিয়াজালে লরেতো-এর এসো গ্যাস ষ্টেশনে, জায়গাটা মিলানে। দেহগুলো জনরোষের শিকার হয়। মুসোলিনির মৃতদেহ মিলানের মুসোকো সিমেট্রিতে গোপনে কবর দেওয়া হয়। কিন্তু তা চুরি করে ফ্যাসিস্ট অনুসারীরা। পরে মুসোলিনির দেহবশেষ পুলিশ উদ্ধার করে এবং সেপ্টেমবর ১, ১৯৫৭ তে মুসোলিনির স্ত্রীর অনুরোধে পারিবারিক গোরস্থানে কবর দেওয়া হয়। ধারণা করা হয় বন্ধুর এরূপ পরিণতি দেখেই হিটলার হার পরিবর্তী নির্দেশনা দিয়ে যায়।

বেনিতো এমিল্কেয়ার আন্দ্রে মুসোলিনি।
Mussolini3
মুসোলিনি ও তার রক্ষিতা।
Mussolini1
রক্ষিতার বক্ষে নিদ্রা, ক্ষমতার প্রতীক হাতে মুসোলিনি।
Mussolini4
মুসোলিনি সহ ছয়জন।
Mussolini2
পনেরো।
Mussolini5
সাতজন এবং আটজন।
Mussolini7
হেলমেট মাথায় আমেরিকান সৈন্য।
MussoliniGI

তথ্যসূত্র এবং ছবিঃ
বিস্তারিত জানতে-
উইকিপিডিয়া ডট কম
কাস্টারম্যান ডট কম

১,৯৮৭ বার দেখা হয়েছে

১৯ টি মন্তব্য : “তিন চক্কর”

  1. রেজওয়ান (৯৯-০৫)

    ধুর, আজাইরা পিকনক হইছে একখান, তা বলার কোন অবকাশ আর নাই :grr:
    এবিসি পার্টির পর কত্ত ছবি আর কত্তগুলা ব্লগ আইসিল... :dreamy:
    আর এইটার পর ??? মুহাহহাহাহাহাআ :grr: :grr:
    আর লেখাটা পইরা অনেক কিছু জানতে পারলাম :thumbup:

    জবাব দিন

মওন্তব্য করুন : মেহেদী হাসান (১৯৯৬-২০০২)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।