লুলুর ভালবাসা…

আমাদের এক বন্ধু, নাম বলবনা সবাই চিনবেন। আমরা তাকে লুলু বলেই ডকতাম। তার প্রেমের কাহিনী বলব ভেবেই লেখা শুরু করলাম।

সে কবে থেকে প্রেম করে তা আমরা সঠিক জানি না। তবে আমরা ক্লাস ১২ এ থাকতে HSC পরীক্ষার আগে হঠাৎ একবার সে খাওয়া দাওয়া বন্ধ করে দিল। বুঝতে পারলাম, প্রেম এ সংশয়… খবর পেয়ে আমাদের ভিপি স্যার জাইদুল হক আসলেন ডাইনিং হাল এ লুলুর খবর নিতে। অনেক করে বুঝানোর চেষ্টা করলেন। কিন্তু কিছুতেই কাজ হল না।

শেষমেষ তিনি বললেনঃ বাবা, তোমার প্যারেন্টস এই বিয়া তে রাজি থাক বা না থাক, আমি নিজে এই বিয়ের ব্যবস্থা করব। তাও লুলু কিছু খেতে নারাজ।

পরে জানতে পারলাম, স্যার নাকি লুলু কে নিয়ে তার অফিস এ খাওয়ানোর ব্যবস্থা করেছিলেন।

কলেজ এ থাকতে সবাই জানতো যে আমাদের লুলু ই সবার আগে বিয়ে করবে। কিন্তু লুলু ভাই তা পারে নি। সবার আগে বিয়ে করে বসল আমাদের গদা……

কিছুদিন আগে জানতে পারলাম, আমাদের লুলু নাকি বিয়ে করেছে… কিন্তু কেও ঠিক বলতে পারছে না, যে কাকে বিয়ে করেছে, সেই মেয়েটিকে। নাকি অন্য কাওকে??

পরে অনেক অনুসন্ধানের পর জানতে পারলাম, সেই মেয়েটিকেই…

লুলুর বিবাহিত জীবন সুখের হোক, এই কামনায় ব্লগের ইতি টানছি… … …

১,৯৮৯ বার দেখা হয়েছে

২৮ টি মন্তব্য : “লুলুর ভালবাসা…”

  1. মাহমুদ (১৯৯৮-২০০৪)

    ভাগ্যিস লুলু আমাদের কলেজে ছিল না,কারন আমাদের হানিফ 'ল'কে 'ন' বলতো!
    হানিফের একটা বিখ্যাত ডায়ালগ ছিলঃ "গুনি করে তোর খুনি উড়িয়ে দিব"(গুলি করে তোর খুলি উড়িয়ে দিব)

    জবাব দিন
  2. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    খবর পেয়ে আমাদের ভিপি স্যার জাইদুল হক আসলেন ডাইনিং হাল এ লুলুর খবর নিতে। অনেক করে বুঝানোর চেষ্টা করলেন। কিন্তু কিছুতেই কাজ হল না।

    শেষমেষ তিনি বললেনঃ বাবা, তোমার প্যারেন্টস এই বিয়া তে রাজি থাক বা না থাক, আমি নিজে এই বিয়ের ব্যবস্থা করব।

    আমাদের ভিপি ছিলো পামোশ x-(
    কাশ মেরে ভিপি ভি এইসা হোতা :((

    জবাব দিন
  3. রুম্মান (১৯৯৩-৯৯)

    িতন িচৎকার ( three cheers)ফর িভ িপ সাব।িহপ িহপ হুরের।িহপ িহপ হুরের।িহপ িহপ হুরের।


    আমার কি সমস্ত কিছুই হলো ভুল
    ভুল কথা, ভুল সম্মোধন
    ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
    সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
    ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
    আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

    জবাব দিন
  4. আহসান আকাশ (৯৬-০২)

    পোলায় দেখি এখনো একটাও ফ্রন্টরোল দেয় নাই... তেজ ১০টা লাগায়া দাও দেখি...


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন

মওন্তব্য করুন : মাসরুফ (১৯৯৭-২০০৩)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।