আমার ডিজি বাংলার থ্রিজি গরু

একটি গরু কিনলাম-
১. ২ রংয়ের ৩২০ পিক্সেল রেজুলেশন চামড়া বিশিষ্ট
২. যার গোস্ত ধারন ক্ষমতা প্রায় ৫৫০ জিবি।
৩. ডাইমেন্সান হবে ১০২৪ x ৭৬৮ .যার মধ্যে এন্টিভাইরাস থাকায় ভ্যাক্টেরিয়া আক্রমন করার কোন সম্ভাবনা নাই।
৪. ইউ এস বি পোর্ট ১টা (…) ।
৫. নাক, মুখ ও মলদারসহ প্রসেসর এর কুলিং তিনভাবে হয়।
৬. গরুর লেজের অসিলেশন সিম্পল হারমোনিক মোশানের সকল তত্ত্ব ফলো করে।
৭. লেজের আর পি এম এখনো হিসাব করা সম্ভব হয়নি( হয়তো আর হবে ও না )।
৮. চোখ ৬/৬, উইথ বিল্ট ইন পিডিএফ রিডার, স্ক্যানার, অটো ফোকাসিং ক্যাপাবিলিটি, ইউ ভি প্রটেক্টর।
৯. দাত- ৩২ বিট কম্পিটাবিলিটি আছে, কিন্তু ২ বিট এই হায়েস্ট পারফরমেন্স পাওয়া যাচ্ছে।
১০. পা সম্পূর্ণ ৪ স্ট্রোক, অটো গিয়ার, (যতদুর মনে হচ্ছে- ফ্রন্ট বায়াসড)।
১১. ক্ষুর- ড্রিফটিং ক্যাপাবিলিটি, রেডিয়াল।
১২. পাওয়ার ইনপূট-৪৪০ ভোল্ট (খালি খাইতেসে), এন্ড ইনপুট> আউটপুট।

১,০৪৩ বার দেখা হয়েছে

৫ টি মন্তব্য : “আমার ডিজি বাংলার থ্রিজি গরু”

  1. হা-মীম(২০০০-২০০৬)

    এই গরুকে তো কোন ভাবেই জবাই দেওয়া যাচ্ছিল না......... পরে সিলেটের ছোট ভাই আসিফের পরামর্শ অনুযায়ী সি ড্রাইভ ফরমেট করে কুরবানি করলাম


    \\\"।নিউট্রন বোমা বোঝ. মানুষ বোঝ না ! ।\\\"

    জবাব দিন

মওন্তব্য করুন : হা-মীম(২০০০-২০০৬)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।