একটা মেইল করছিলাম…

জিহাদকে একটা মেইল করছিলামঃ
দোস্ত,
আমার মাথায় সবসময় নানা আইডিয়া ঘুরে। সিসিবিতে বেশীদিন হয় নাই আসা। কিন্তু আইডিয়া ঠিকই মাথায় একটা চইলা আইছে।

দোস্ত সিসিবিতে একটা আইসিসিএলএম করা যায় না? গল্প, কবিতা, ছড়া, প্রবন্ধ, এমনকি আজাইরাও – এইসব বিভাগে প্রতিযোগিতা হবে। বিতর্কও হতে পারে। হতে পারে উপস্থিত গল্প লেখা টাইপের কিছু। এখানে গল্পের টপিক দেওয়ার নির্দিষ্ট সময়ের মধ্যে (তিন/চার ঘন্টা) ঐ টপিকে সবাই গল্প লিখে জমা দিবে। একই টপিক সবার। বা শুধু টপিক না থেকে গল্পের শুরুটাও দেয়া থাকতে পারে। বা আরও যে কোন কিছু…

যদি ইন্টার ক্যাডেট কলেজ করাটা সমস্যা মনে হয়, যেহেতু অনেক কলেজের সদস্য কম, তাহলে ইন্টার হাউসও( আসলে হাউস কালার- লাল, নীল, সবুজ, হলুদ) হতে পারে। এই সুযোগে আমরা নতুন কিছু সদস্যও পেতে পারি। কারণ এমন কিছু হলে সবাই নিজেদের কলেজ/হাউসের ভাল ভাল প্রতিযোগীদের সিসিবিতে আনার চেষ্টা করবে।

আমার মাথায় আইছিল, তোরে কইলাম। বাকীটা তোর ব্যাপার।
-গুলশান

জিহাদের উত্তরঃ
আরে আমার একার বলার তো কিছুনা। তুই তোর আইডিয়া নিয়ে একটা পোস্ট দিয়া ফ্যাল। দেখি বাকি সবার রেসপন্স কেমন হয়। সিসিবিতে সেই অর্থে মডারেটররা একচ্ছত্রভাবে কিছুই করেনা। অনেকটা পরিবার টাইপের। সবাই মিলে যে ডিসিশন নেয়া হয় সেইটাই হয়। কাজেই তুই পোস্ট দে। রেসপন্স ভালো থাকলে না করার তো কোন কারণ নাই।

আমার উত্তরঃ
পরিবার টইপের বইলাই তো সিসিবিকে এত ভাল্লাগে। তাও এখনও ঠিক পরিবারের আপন কেউ হয়ে উঠতে পারিনি তো…
তাও চেষ্টা করবোনি।

ওরে কইছিলাম বইলাই সিসিবিতে শেয়ার করলাম।

এডিটঃ শিরোনাম পরিবর্তন করলাম।

২,৪৮৩ বার দেখা হয়েছে

২২ টি মন্তব্য : “একটা মেইল করছিলাম…”

  1. সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯)

    শাশুরি আম্মা,
    অতিশয় মাস্ত আইডিয়া। তবে আমার মনে হয়... সবার লেখাই এত ভালো ব্লগে, যে কম্পিতিশন করে কাউকে বড় ছোট করতে ভালো দেখাবে না মনে হয়। 😕


    You cannot hangout with negative people and expect a positive life.

    জবাব দিন
  2. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    তাও এখনও ঠিক পরিবারের আপন কেউ হয়ে উঠতে পারিনি তো… গুলু, হ্যাঙ্গার স্টিক নিয়া কালকে দেখা করবি আমার সাথে-লাঞ্চের পরপরেই যেন আমার রুমের সামনে তোরে হ্যান্ডস ডাউন অবস্থায় পাই x-(

    জবাব দিন
  3. আশহাব (২০০২-০৮)

    কি বলবো বুঝতেসিনা, কালচারাল কোনো আইডিয়াই, কেনো জানি ভালো লাগলো না কখনোই 🙁
    কলেজে থাকতে আমাদের মত কিছু পোলাপাইনের একটা গ্রুপও ছিল এই কারনে, (আন কালচার্ড গেঁয়ো ভূত) B-) । আমরা কখনোই কোনো কালচারাল কম্পিটিশনে যাইতাম না, বরং প্রতিনিয়িত অডিটোরিয়ামে ক্লাস ৮ থেকেই ঘুমাইতাম :grr: ।
    তবে খেলাধূলা বিষয়ক কিছু করলে রেডী আছি। 😀


    "Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
    - A Concerto Is a Conversation

    জবাব দিন
  4. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    এই পোলাডারে অ্যাডজুটেন্টের কাছে পাঠাও! রগরা হবে রগরা। x-( প্যারেড গ্রাউন্ডে ওর নাকের পানি মুখে না ঢোকা পর্যন্ত চলতেই থাকবে!! :grr: :grr: :grr:


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন

মওন্তব্য করুন : গুলশান (১৯৯৯-২০০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।