অল্প কথায় বিরাট খবর

১৯৮০’র ২৮ মে দিনটা বুধবার ছিল,১৮ জানুয়ারী ২০১২ দিনটাও তাই । মিল খুঁজতে গেলে শুধু এইটুকুই । বাকী সবটুকুই অমিল । ৮০ সালের ওই দিনটাতে আমার মা প্রায় ৫ ঘন্টা ভয়ংকর কষ্টের পর আমার জন্ম দেন । পিরোজপুরের মত মফস্বল শহরে তখনকার সবচাইতে ভাল ডাক্তারটাই এক সময় আমার বাবাকে কাছে ডেকে বললেন – “কাকে চাও ? মা নাকি বাচ্চা ?” ৩২ বছর আগে আমার বাবা যে উত্তরটি দিয়েছিলেন আল্লাহ না করুন আজ আমাকেও যদি একই অবস্থায় পড়তে হতো তাহলে আমিও একই উত্তরই দিতাম – “মা” । সেদিন ভাগ্যটা একটু বেশীই ভাল । ডাক্তার মতামত নেয়ার পরেও শেষ চেষ্টাটুকু করলেন । আমার বাবাও দু’জনকেই পেলেন । পেট কেটে বাচ্চা বের করার মতো ব্যবস্থা তখনও আমাদের দেশে আসেনি । তাই সাধারন ডেলিভারীটাই ভরসা । আমাকে অনেক কষ্টে ভুমিষ্ট করা হলো । কিন্তু মাথাটা কেমন লম্বা দেখা গেল । মাথার খুলি আর চামড়ার মধ্যে অনেক বড় একটা গ্যাপ আর পুরোটাতেই পানি । বেশ কয়েকদিন ধরে চেষ্টা করে শেষমেশ সিরিঞ্জ দিয়েই সেই পানি বের করা হলো । ধারনা করা হয়েছিল হয়তো বোকাটোকা হবো । তবুও বেঁচে তো থাকলো ! হ্যাঁ , বেঁচে থাকলাম । ভালভাবেই এবং এখনো আছি । গত ১৮ জানুয়ারী বলতে গেলে তেমন কোন ঝামেলাই আমাকে পোহাতে হয়নি । ছোট খালার কথা মতো হাসপাতালে হাজির হই । খালা নিজেই সিজার করবেন সুতরাং চিন্তার কিছু নাই, বড় কোন সমস্যাও তখন পর্যন্ত হয়নি । সুতরাং মোটামুটি নিশ্চিন্তই বলা যায় । চিন্তা শুধু আমার বউকে নিয়ে যার “শখ” হলো টেনশান করা । যাই হোক,কয়েকটি দিনকে যখন সম্ভব হয়েছে চেষ্টা করাছি ক্যামেরাতে ধরে রাখতে । কিছু পেরেছি,কিছু পারিনি । যে টুকু পেরেছি সেটুকুই দিলাম………

১। ডাক্তার আসিবার পূর্বে রোগী হাসপাতালে প্রবেশ করিল……

২। অবশেষে অপারেশন থিয়েটারে প্রবেশ । ডাক্তার আপন খালা হওয়া সত্ত্বেও চেহারা দেখলে মনে হয় ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড় করানো হয়েছে ……

৩। বিরাট কোন কিছুর পথে ……

৪। স্বাগতম ………

৫। মায়ের সংগে প্রথম দেখা ……

৬। যে দাদীর হাতে তার জন্ম ( আমার ছোট খালা ) ……

৭। বাবার সংগে প্রথম দেখা ……

৮। কত যে ঢং আমি জানি ……

৯। জীবনের প্রথম গিফট দাদীর কাছে ……

১০। বাবা বলে আমি মা’র মতো দেখতে । আর মা বলে বাবার মতো । অন্য সবাইও তাই । আসলে আম জানি আমি কার মতো ; আমি আসলে আমার মতো ।

সন্তান কি জিনিষ এটা কয়েকদিন আগেও বুঝতাম না ; এমনকি ১৮ জানুয়ারী দুপুর পর্যন্তও না । কিন্তু এখন বুঝি । নিজের না হলে কখনোই এটা বোঝা যায় না – এটা আমার উপলব্ধি । যা হোক , সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন । আমাকে নিয়ে আমার বাবা মা’র যে বিপদ হয়েছিল তার কোনটাই আমার ছেলে আমাকে দেয়নি আলহামদুলিল্লাহ । সবাইকে অনুরোধ ওর জন্য দোয়া করবেন যাতে একটা “ভাল মানুষ” হয় । জানাতে দেরী হয়ে গেল এজন্য আমি ক্ষমা চাচ্ছি । কিন্তু দোষ কোন ক্রমেই আমার না ; চা ওয়ালা রকিবের । ও মিষ্টি আনতে দেরী করছে । ওই রকিব্যা,কই গেলি ? সবাইরে মিষ্টি দে ……।

৩,৫২৪ বার দেখা হয়েছে

৫৫ টি মন্তব্য : “অল্প কথায় বিরাট খবর”

    • রুম্মান (১৯৯৩-৯৯)

      ধন্যবাদ দোস্ত । শেষের লাইনটা যেন সত্যি হয় ...... (সম্পাদিত)


      আমার কি সমস্ত কিছুই হলো ভুল
      ভুল কথা, ভুল সম্মোধন
      ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
      সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
      ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
      আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

      জবাব দিন
  1. রেজওয়ান (৯৯-০৫)

    আপনার মেসেজ পেয়েছি.....তারপর কল করেছিলাম, কিন্তু মানুষের কলের ভিড়ে জায়গা করতে পারি নি 😛
    আবারও অভিনন্দন জানিয়ে গেলাম, পিচ্চির জন্য অনেক অনেক আদর.....
    লেখা পরে একটা কথা মনে পরে গেল......
    আমারও পিরোজপুর এ জন্ম, আর জন্মের সময় এতটাই দুর্বল ছিলাম যে আত্মীয় স্বজন সবাই ধরে নিয়েছিলেন যে আমি বাচঁব না.......শেষমেশ আমিও ২/৩ মাস পর ঝাড়া দিলাম 😀

    জবাব দিন
    • রুম্মান (১৯৯৩-৯৯)

      সরি রে । ঐদিন এত কল রিসিভ করছি আর এত কল মিস করছি কোন হিসাব নাই ।


      আমার কি সমস্ত কিছুই হলো ভুল
      ভুল কথা, ভুল সম্মোধন
      ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
      সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
      ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
      আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

      জবাব দিন
  2. মুসতাকীম (২০০২-২০০৮)

    খোমাখাতায় অভিনন্দন এর পর আবারও অভিনন্দন জানাইলাম, আর পিচ্চির জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল 🙂
    কিন্তু ভার্চুয়াল মিস্টিতে কাজ হবে না :grr: :grr:
    মে মাসে আল্লাহ বাঁচাইয়া রাখলে ছুটি আসতেছি মিস্টি কেক্কুক সব রেডী রাইখেন :party: :party:


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন
  3. শার্লী (১৯৯৯-২০০৫)

    অভিনন্দন রুম্মান ভাই। অনেক অনেক শুভকামনা আপনার এবং ভাবীর জন্য।

    আর ভাস্তেঃ খুব কঠিন একটা পৃথিবিতে জন্মেছো, একে নিজের মত করে সাজিয়ে নিও। বাবা-মাকে সবসময় সুখে এবং আনন্দে রেখো।

    জবাব দিন
    • রুম্মান (১৯৯৩-৯৯)

      ধন্যবাদ নূপুর দা । জীবন সত্যিই পালটে গেছে ।
      নাম রেখেছি "মিহরান ওয়াসিত মাহমুদ" ।


      আমার কি সমস্ত কিছুই হলো ভুল
      ভুল কথা, ভুল সম্মোধন
      ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
      সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
      ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
      আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

      জবাব দিন
    • রুম্মান (১৯৯৩-৯৯)

      নাম্বার ওয়ান শাকিব খানের মতো হিরো নাকি ?


      আমার কি সমস্ত কিছুই হলো ভুল
      ভুল কথা, ভুল সম্মোধন
      ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
      সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
      ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
      আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

      জবাব দিন
    • রুম্মান (১৯৯৩-৯৯)

      খাইছে !!! বাপ তো আমার জানা মতে বিরাট এক ( ৫ ফিট ৯ ইঞ্চি সাইজের ) গাধা । তার মতো হইলে তো খবর আছে !!!


      আমার কি সমস্ত কিছুই হলো ভুল
      ভুল কথা, ভুল সম্মোধন
      ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
      সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
      ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
      আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

      জবাব দিন
    • রুম্মান (১৯৯৩-৯৯)

      মিষ্টি সুস্বাদু হইছে । আমার পোলার মিষ্টি খারাপ হইলে খবর ছিল তোর । নাম রাখা হইছে "মিহরান ওয়াসিত মাহমুদ "।
      মিহরান - পোলার মায়ের ইচ্ছা সাহাবীর নামে নাম রাখবে । অনেক খুঁইজা সাহাবীর এবং ষ্টাইলিস্ট নামটা পাইছে । অর্থ 'রাসুলের সাথী' ।
      ওয়াসিত - পোলার দাদী রাখছে । অর্থ 'মধ্যস্থতাকারী' ।
      মাহমুদ - আমাদের ফ্যামিলি নাম ।


      আমার কি সমস্ত কিছুই হলো ভুল
      ভুল কথা, ভুল সম্মোধন
      ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
      সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
      ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
      আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

      জবাব দিন
    • রুম্মান (১৯৯৩-৯৯)

      কালা টিপ লাগায়ে দিমু নাকি ভাবী ? B-)


      আমার কি সমস্ত কিছুই হলো ভুল
      ভুল কথা, ভুল সম্মোধন
      ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
      সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
      ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
      আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

      জবাব দিন
  4. ফয়েজ (৮৭-৯৩)

    অভিনন্দন ভাইয়া।

    সন্তান কি জিনিষ এটা কয়েকদিন আগেও বুঝতাম না ; এমনকি ১৮ জানুয়ারী দুপুর পর্যন্তও না । কিন্তু এখন বুঝি ।

    😀 , উত্তর ভুল হয়েছে, এখনো অনেক কিছু বাকী রয়ে গেছে।


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
    • রুম্মান (১৯৯৩-৯৯)

      তাও ঠিক । অনেক কিছুই হয়তো বাকী ।


      আমার কি সমস্ত কিছুই হলো ভুল
      ভুল কথা, ভুল সম্মোধন
      ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
      সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
      ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
      আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

      জবাব দিন
    • রুম্মান (১৯৯৩-৯৯)

      ধন্যবাদ । অনেক অনেক ধন্যবাদ । 😀


      আমার কি সমস্ত কিছুই হলো ভুল
      ভুল কথা, ভুল সম্মোধন
      ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
      সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
      ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
      আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

      জবাব দিন
  5. টিটো রহমান (৯৪-০০)

    রুম্মান ভাই, অনেক অনেক শুভেচ্ছা... :awesome: :awesome:
    আর মি. মিহরান ওয়াসিত মাহমুদ...আপনাকে অনেক অনেক বড় হতে হবে স্যার.................... বাবামার সাথে ৩ প্রহরের বিল দেখতে যেতে হবে না! :dreamy: :dreamy:


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন
    • রুম্মান (১৯৯৩-৯৯)

      এক্কেরে সত্যি কথা কইছেন বস । আমার মাথার চামড়া এখনও ধরা যায় । চেষ্টা করে দেখেন তো মাথার চামড়া ধরতে পারেন কিনা ? পারবেন না ; বাজী ধরতেও রাজী আছি ৫০০ টাকা থুক্কু আপনার লাইজ্ঞা ৫০০ পাউন্ড ।


      আমার কি সমস্ত কিছুই হলো ভুল
      ভুল কথা, ভুল সম্মোধন
      ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
      সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
      ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
      আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

      জবাব দিন
  6. আহসান আকাশ (৯৬-০২)

    অনেক অনেক শুভেচ্ছা রুম্মান ভাই, আর পিচ্চির জন্য আদর আর শুভকামনা


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন

মওন্তব্য করুন : রুম্মান (১৯৯৩-৯৯)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।