স্বাধীনতার ৪০ বছর

ভাই ও বোনেরা,
এ সংক্রান্ত একটা প্রস্তাব আমার ১টা পোষ্টের মন্তব্যতে দিয়েছিলাম। এবার বিস্তারিত ভাবে জানানোর জন্য দেয়া।

১৬ ডিসেম্বর স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে আমরা এক্স ক্যাডেটরা মিলে ১টা এক্সিবিশন করতে চাই। প্রথমে পেইন্টিং এর কথা চিন্তা করলেও সবকিছু বিবেচনা করে সেটা থেকে একটু সরে আসতে হয়েছে। এটা হবে একটা ফটোগ্রাফি এক্সিবিশন। ৪০ জন ফটোগ্রাফারের ৪০ টা ছবি নিয়ে এক্সিবিশন। কারোরই একটার বেশী ছবি থাকবে না। তবে ছবি জমা দেয়া যাবে ৩ টা করে।

এখন ব্যাপারটা হলো ফান্ডিং। স্পন্সর লাগবে। মিডিয়া পার্টনার লাগবে (লাবলু ভাই থাকতে চিন্তা কি?)। আর সবচাইতে বেশী যেটা লাগবে সেটা হচ্ছে কয়েকজন মানুষ যারা এটার পেছনে কাজ করবে। এ সংক্রান্ত বিষয়ে সবার মতামত জানতে চাই। তাহলেই আগাবো। সিসিবি/ এক্স ক্যাডেটস’ ফোরাম যে কোন একটা ব্যানারে এক্সিবিশনটা হবে। এখন এটার ব্যাপারে কিছু ডিটেইল:

১) বিষয়ঃ বাংলাদেশ (কিন্তু কোন নেগেটিভ ছবি চাইনা; অর্থাৎ ভিক্ষা বা এই জাতীয় কিছু)
২) ছবি দেয়া যাবে ৩টা।
৩) বাছাইয়ের জন্য ছবি পাঠানোর তারিখ আর ঠিকানা পরে জানানো হবে।

যদি কেউ স্পনসরের ব্যাপারে কোন সাহায্য করতে পারেন তাহলে দয়া করে জানান । অন্য কোন ব্যাপার বা আইডিয়া থাকলেও জানান ।

আর কে কে আছেন আমার সংগে আওয়াজ দেন । এটা সবচাইতে জরুরী । আমি একা কিছুই করতে পারবো না । দ্রুত রেসপন্স চাই ।

একটা জিনিষ লিখতে ভুলে গিয়েছিলাম । তাই আবার এডিট করতে হলো । যদি এই এক্সিবিশনটা হয় আর আমরা ভালো রেসপন্স পাই,কারো না কারো ছবি বাদ পড়বে । ৪০ টার মধ্যে সবারটা আসবে না । কিন্তু এটা নিয়ে কোন কষ্ট কিংবা কানাঘুষা চলবে না । কোন পক্ষপাতিত্ব হবে না এবং ছবি সিলাকশন সম্পূর্ণ পরিস্কার হবে এই নিশ্চয়তা আমি দিতে চাই ।

১,৮১৪ বার দেখা হয়েছে

২২ টি মন্তব্য : “স্বাধীনতার ৪০ বছর”

  1. রকিব (০১-০৭)

    প্রস্তাবনায় সহমত জানিয়ে দিয়ে গেলাম। সিসিবি কিংবা এক্স ক্যাডেটদের পক্ষ থেকে এমন কোন উদ্যোগ দেখতে পেলে মন্দ হবে না।

    🙁 আমাদের কি কোন সুযোগ আছে?


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
    • রুম্মান (১৯৯৩-৯৯)

      দর্শকগোরে চা খাওয়াইবো কেডা তাইলে?আমি?
      অট ঃ না থাকার কারন নাই । ছবি নেয়া হবে মেইলের মাধ্যমে । সুতরাং...... (সম্পাদিত)


      আমার কি সমস্ত কিছুই হলো ভুল
      ভুল কথা, ভুল সম্মোধন
      ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
      সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
      ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
      আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

      জবাব দিন
    • রুম্মান (১৯৯৩-৯৯)

      হুম । এখন একটা অর্গানাইজেশনের নাম হিসেবে ব্লগ লেখাটা কেমন হবে এটা নিয়ে আমি একটু দ্বিধান্বিত । ব্যক্তিগতভাবে আমি নিজেও সিসিবি'র পক্ষে ।


      আমার কি সমস্ত কিছুই হলো ভুল
      ভুল কথা, ভুল সম্মোধন
      ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
      সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
      ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
      আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

      জবাব দিন
  2. আহসান আকাশ (৯৬-০২)

    দারুন উদ্যোগ, আশা করি সফল হবে। আর ব্যক্তিগতভাবে আয়োজনটা সিসিবি'র ব্যানারে হবার পক্ষে 🙂


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  3. রকিব (০১-০৭)

    রুম্মান ভাই, সাব্বির ফেরদৌস ভাই এর সাথে যোগাযোগ করতে পারেন; হয়তো কিছু উপকার হতে পারে।উনি এক্স-জেসিসি; প্রফেশনাল ফটোগ্রাফার হিসেবেই কাজ করছেন বলে জানি। এখন বাংলাদেশেই আছেন।

    উনার কন্ট্যাক্ট নাম্বার এখানে পাওয়া যাবে


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
    • রুম্মান (১৯৯৩-৯৯)

      অবশ্যই । মেইলের মাধ্যমে ছবি নেয়া হবে ।


      আমার কি সমস্ত কিছুই হলো ভুল
      ভুল কথা, ভুল সম্মোধন
      ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
      সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
      ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
      আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

      জবাব দিন
  4. রুম্মান (১৯৯৩-৯৯)

    স্পনসরের কথা কেউ বলে না 🙁 লাবলু ভাইও আওয়াজ দেয় না ।


    আমার কি সমস্ত কিছুই হলো ভুল
    ভুল কথা, ভুল সম্মোধন
    ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
    সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
    ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
    আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

    জবাব দিন

মওন্তব্য করুন : আহমদ (৮৮-৯৪)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।