দ্যা হ্যাভেন রোলস ডাউন টু বাংলাদেশ

ঘোরাঘুরি করার শখ, অভ্যাস কিংবা বদঅভ্যাস – যে যেটাই বলুক না কেন, সে অভ্যাসটা আমার বহুদিনের । সৌভাগ্যক্রমে আমার বউও এটা পছন্দ করে । তাই আর কোন ঝামেলাই থাকে না যখন কোথাও যাওয়ার প্ল্যান করি । চাকুরী এবং ব্যাক্তিগতভাবে দেশে আর দেশের বাইরের কিছু জায়গায় আমার ঘোরার সৌভাগ্য হয়েছে । কিন্তু গত ২ দিনে আমার যে ফিলিংস, সেটা এ পর্যন্ত যত জায়গায় গিয়েছি তার তুলনায় কিছুই না । এ জন্যই ক্যাপশানটা এ রকম দেয়া । আমার লেখার হাত মোটেও ভাল না । এই যোগ্যতা নিয়ে আমি যে সৌন্দর্য দেখেছি তার কিছুই প্রকাশ করতে পারবো না । তাই সরাসরি ছবির সাহায্য নিচ্ছি। এখানেও সীমাবদ্ধতা আছে । এতশত ছবিও দেয়া সম্ভব না; তাই সাধারন সাইবার শট ক্যামেরায় তোলা এডিটবিহীন অল্পকিছু ছবি পোষ্ট করলাম। ও! কোথায় গিয়েছি? কে কে গিয়েছি?- তা তো বললাম না। আসল উদ্দেশ্য ছিল বান্দরবানের নীলগীরি হিল রিসোর্টে। সংগে বোনাস স্স্বর্ণমন্দির। আমিসহ আমার কিছু আত্মীয় স্বজন একত্রে । তো আর বেশি কথা না বাড়িয়ে ছবিতে যাই ।



২,৬৯২ বার দেখা হয়েছে

৩৩ টি মন্তব্য : “দ্যা হ্যাভেন রোলস ডাউন টু বাংলাদেশ”

  1. রকিব (০১-০৭)

    দারুণ জায়গা। আপাতত, অনুভূতি একটাইঃ কবে ছোঁব মেঘ?
    ছবিগুলো অসাধারণ ভাইয়া, ছবির সাথে ছোটখাটো কিছু ক্যাপশনজুড়ে দিলে আরো প্রাণবন্ত হতো কিন্তু।


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
    • রুম্মান (১৯৯৩-৯৯)

      দিছিলাম রে.........খুব কষ্ট কইরা ৫০ টা ছবির সংগে ৫০ ক্যাপশন দিয়ে প্রিভিউ দিয়ে দেখি ক্যাপশন দেখা যাচ্ছে না।আবার কি ট্রাই করা সম্ভব?


      আমার কি সমস্ত কিছুই হলো ভুল
      ভুল কথা, ভুল সম্মোধন
      ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
      সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
      ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
      আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

      জবাব দিন
  2. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    ভাই ভাবীর অসাধারণ রোমানিক ৫ নম্বর ছবিটা দেইখা মনে হইলো...আহারে,একদিন কাইয়ুম্ভাই,কামরুল ভাইরা বিবাহ কইরা লাইন কিলিয়ার করবে তারপরে আমিও... :shy:

    জবাব দিন
    • রুম্মান (১৯৯৩-৯৯)

      যহন ঝগড়া করি তখনকার কোন ছবি তো তোলা সম্ভব হয় না,নইলে ১টা আপলোড কইরা দিতাম


      আমার কি সমস্ত কিছুই হলো ভুল
      ভুল কথা, ভুল সম্মোধন
      ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
      সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
      ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
      আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

      জবাব দিন
  3. আয়েশা ( মগকক) আয়েশা

    বাংলাদেশেই কত্ত সুন্দর জায়গা আছে!
    সুন্দর প্রকৃতি, সুন্দরী বউ......
    তোর ব্লগের নামের যথার্থতা প্রকাশ পেয়েছে.
    হোয়েন হেভেন রোলস ডাউন তো আর্থ হলেও ভালো হত.

    জবাব দিন
    • রুম্মান (১৯৯৩-৯৯)

      আর্থ না,বাংলাদেশ । আমি আর্থের পক্ষে না,বাংলাদেশের পক্ষে


      আমার কি সমস্ত কিছুই হলো ভুল
      ভুল কথা, ভুল সম্মোধন
      ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
      সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
      ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
      আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

      জবাব দিন
    • আয়েশা ( মগকক) আয়েশা

      হায়রে পোলাপানগুলা বুঝলনা ! আজ্ঞে, বলছিলাম কি, এহেন স্ত্রী পাশে থাকিলে স্বয়ং স্বর্গ আসিয়া ভূমিতে (পৃথিবীতে নয়) নিপতিত হয়.
      পৃথিবীর সব বিখ্যাত শহর গুলোও আমার ঢাকার কাছে হেরে যাবে......
      আবার আসিব ফিরে বুড়িগঙ্গার তীরে
      হয়ত মানুষ নয়, কোনো এক মশার বেশে...
      হয়ত কোনো অকার্যকরী ট্রাফিক সিগনালের লাল হয়ে.....
      সত্যিই আসিব ফিরে এই ভালবাসার সুন্দর শহরে..

      জবাব দিন
  4. সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯)

    নীল্গিরি যাপোওওওও.........
    তোর অউটা মাশাল্লাহ অনেক সুন্দরী হইসে, দাওয়াতও পাইলাম না, বউরে নিয়ে একবার বাসায়ও আসলি না দোস্ত 🙁


    You cannot hangout with negative people and expect a positive life.

    জবাব দিন
    • রুম্মান (১৯৯৩-৯৯)

      না গেলে এই জীবন রাখার দরকার নাই...... ~x(


      আমার কি সমস্ত কিছুই হলো ভুল
      ভুল কথা, ভুল সম্মোধন
      ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
      সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
      ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
      আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

      জবাব দিন
  5. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    গত ডিসেম্বরে ফৌজদারহাটের রিইউনিয়ন শেষে বন্ধুরা পরিবারের সদস্যদের নিয়ে বান্দরবানে ঝটিকা সফর মেরেছিলাম। তবে সবচেয়ে আনন্দ পেয়েছি নিজে গাড়ি চালিয়ে নীলগিরি ভ্রমণ।

    তবে ওইখানের জওয়ানদের আচরণ ভালো লাগেনি। লাঞ্চে পয়সা দিয়ে বিরিয়ানি কিনলাম, কিছুক্ষণ পর ওরা সেগুলো ফেরত নেওয়ার জন্য যে ব্যবহার শুরু করলো! ক্ষেপে গিয়ে বলেছিলাম, তোমাদের কোন অফিসার বিরিয়ানিগুলো চায় তাকে আসতে বলো। ওরা নাকি 'ওপরে'র কর্তাদের খুবই কদর করে। শেষে ঝাড়ি মেরে বলে এসেছি, এর পরেরবার এলে কমপক্ষে মেজর জেনারেলের অতিথি হয়ে আসবো, আর পুরোটা দখল নিয়ে থাকবো! আগামীতে একবার সেটা করতেই হবে। 😀


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  6. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    ছবিগুলা দেইখা আবারো মনে হইলো, গাট্টি বোচকা বাইন্ধা সব গুটায়া এই দমবন্ধ ঢাকা ছাইড়া পার্মানেন্টলি বান্দরবান বা খাগড়াছড়ির একদম গভীরে কোথাও যাইগা 🙁


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  7. রুম্মান (১৯৯৩-৯৯)

    ধন্যবাদ


    আমার কি সমস্ত কিছুই হলো ভুল
    ভুল কথা, ভুল সম্মোধন
    ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
    সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
    ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
    আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

    জবাব দিন

মওন্তব্য করুন : আছিব (২০০০-২০০৬)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।