নিতান্তই ব্যক্তিগত ১টা পোষ্ট ; তারপরেও শেয়ার না করে পারলাম না

প্রিয় সি সি বি বাসী,
এটা নিতান্তই ব্যক্তিগত ১টা পোষ্ট । কিন্তু তারপরেও সি সি বি বাসীর সঙ্গে শেয়ার না করে পারলাম না । আমার আগের লিখাতে আঁকা ছবিগুলি দেখে লোকজনের প্রশংসা পেয়ে এই ঘটনাটা ঘটবার পরে মনে হল এটা এখানকার সবাইকে জানানো আমার কর্তব্য ।
টুকটাক ছবি তো আঁকি সেই কলেজ থেকেই । মাঝে বি এম এ তে গিয়ে কিছুটা শিখলাম অয়েল পেইন্টিং । জীবনের ১ টা শখ ছিল; একটা স্বপ্ন দেখতাম আমার নিজের ১টা এক্সিবিশন হচ্ছে । এক রকম বাদ ই হয়ে গিয়েছিল সেই ইচ্ছা । সেদিন দেখলাম ছবির হাট আর্ট সোসাইটি ১ টা আন্তর্জাতিক এক্সিবিশন করবে ন্যাশনাল আর্ট গ্যালারীতে । আগে অন লাইন ছবি পাঠাতে হবে । তারা যদি সিলেক্ট করে তাহলে ছবি যাবে । পাঠালাম ছবি । আমার ১ টা পেইন্টিং আর ২ টা ফটোগ্রাফী সিলেক্ট হলো । হয়তো বা জীবনের সেই ইচ্ছাটার ছোট্ট ১টা অংশ পূরন হতে যাচ্ছে । খুব খুশি হব যদি কাউকে ওখানে দেখতে পাই ।
৪র্থ ফ্রেইন্ডশীপ আর্ট এক্সিবিশন
স্থান ঃ ন্যাশনাল আর্ট গ্যালারী
সময় ঃ ২৩-৩০ জুলাই ২০১০
( প্রতিদিন ১১০০ থেকে ১৯০০ টা )

২,৩৭৩ বার দেখা হয়েছে

৪০ টি মন্তব্য : “নিতান্তই ব্যক্তিগত ১টা পোষ্ট ; তারপরেও শেয়ার না করে পারলাম না”

    • রুম্মান (১৯৯৩-৯৯)

      আসলে দেখা হবে ইনশাআল্লাহ ।


      আমার কি সমস্ত কিছুই হলো ভুল
      ভুল কথা, ভুল সম্মোধন
      ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
      সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
      ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
      আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

      জবাব দিন
    • রুম্মান (১৯৯৩-৯৯)

      ্না পারার কি আছে ? অবশ্যই আসবি ।


      আমার কি সমস্ত কিছুই হলো ভুল
      ভুল কথা, ভুল সম্মোধন
      ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
      সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
      ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
      আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

      জবাব দিন
    • রুম্মান (১৯৯৩-৯৯)

      উপরের মন্তব্য দ্রষ্টব্য 😀


      আমার কি সমস্ত কিছুই হলো ভুল
      ভুল কথা, ভুল সম্মোধন
      ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
      সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
      ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
      আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

      জবাব দিন
  1. আহসান আকাশ (৯৬-০২)

    কংগ্রাটস বস, দারুন খবর :clap: :clap: :clap: যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু উপায় নাই, SI&Tতে থাওকে হবে 🙁


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. রকিব (০১-০৭)

    কপালে নাই ভাইয়া, না হলে হয়তো যেতাম, অন্তত যাবার ইচ্ছা ছিল 🙁 ।
    আশা করবো, যারা দেশে আসেন এবং হাতে সময় পাবেন, অবশ্যই তারা যাবেন প্রদর্শনীতে। বেস্ট অব লাক ভাইয়া। ~x( :thumbup:


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
    • রুম্মান (১৯৯৩-৯৯)

      শিল্পকলা একাডেমি তে ন্যাশনাল আর্ট গ্যালারী ।


      আমার কি সমস্ত কিছুই হলো ভুল
      ভুল কথা, ভুল সম্মোধন
      ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
      সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
      ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
      আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

      জবাব দিন
  3. রুম্মান (১৯৯৩-৯৯)

    ঘাসফুল-১

    ঘাসফুল-২


    আমার কি সমস্ত কিছুই হলো ভুল
    ভুল কথা, ভুল সম্মোধন
    ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
    সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
    ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
    আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

    জবাব দিন
  4. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    দারুন খবর। আগের পোস্টেই দেখেছি রুম্মানের কি দারুণ আঁকার হাত।
    অবশ্যই আসছি। আর সবার টাইমিং মোটামুটি একসাথে করে অখানেই সিসিবির একটা মিনি গেটটুগেদার করে ফেলা যায় এই সুযোগে 🙂


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
    • রুম্মান (১৯৯৩-৯৯)

      এই প্রস্তাবটা আমার সিরাম মনে ধরছে বস । হেব্বি হবে 😀


      আমার কি সমস্ত কিছুই হলো ভুল
      ভুল কথা, ভুল সম্মোধন
      ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
      সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
      ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
      আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

      জবাব দিন

মওন্তব্য করুন : Jhumu

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।