ছবিগুলি……

আমার আঁকা ছবি নিয়ে ১টা পোষ্ট দেয়ার পরে যে কমেন্ট তাতে এইগুলা না দিলে জাতির সংগে বিশ্বাস ঘাতকতা করা হবে। অবশ্য কেউ না বললেও হয়তোবা দিতাম । বাংগালী তো,বইতে দিলে শুইতে চায়……

চক্কর

চক্কর


এটার নাম দেয়ার আগেই গিফট দিয়ে দিছি

এটার নাম দেয়ার আগেই গিফট দিয়ে দিছি


স্বপ্ননারী

স্বপ্ননারী


এইটার কোন নাম নাই

এইটার কোন নাম নাই


জীবিকা-১

জীবিকা-১


কম্পোজিশন-৩

কম্পোজিশন-৩


কম্পোজিশন-২

কম্পোজিশন-২

জীবিকা-২

জীবিকা-২


কম্পোজিশন-১

কম্পোজিশন-১


এটা একটা কপি ছবি

এটা একটা কপি ছবি

৬,০৫৬ বার দেখা হয়েছে

৭২ টি মন্তব্য : “ছবিগুলি……”

    • রুম্মান (১৯৯৩-৯৯)

      এই কথাটা বলার আগে আয়নার সামনে দাঁড়া।তারপর বল


      আমার কি সমস্ত কিছুই হলো ভুল
      ভুল কথা, ভুল সম্মোধন
      ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
      সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
      ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
      আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

      জবাব দিন
    • রুম্মান (১৯৯৩-৯৯)

      হুম।কয়েকটা ডালোয়াতে বসে আঁকা (সম্পাদিত)


      আমার কি সমস্ত কিছুই হলো ভুল
      ভুল কথা, ভুল সম্মোধন
      ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
      সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
      ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
      আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

      জবাব দিন
    • রুম্মান (১৯৯৩-৯৯)

      আর কত?ঐটা এখন অন্য কাউরে দিয়া দিতে কইছি B-)


      আমার কি সমস্ত কিছুই হলো ভুল
      ভুল কথা, ভুল সম্মোধন
      ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
      সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
      ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
      আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

      জবাব দিন
    • রুম্মান (১৯৯৩-৯৯)

      ওয়ানেক অয়ানেক থ্যাংকিউ 🙂


      আমার কি সমস্ত কিছুই হলো ভুল
      ভুল কথা, ভুল সম্মোধন
      ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
      সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
      ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
      আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

      জবাব দিন
    • রুম্মান (১৯৯৩-৯৯)

      হ্যাট আর অফ কোরলা কই?ঐটা তো মাথায় ই আছে তোমার 😛


      আমার কি সমস্ত কিছুই হলো ভুল
      ভুল কথা, ভুল সম্মোধন
      ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
      সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
      ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
      আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

      জবাব দিন
  1. আছিব (২০০০-২০০৬)

    ভাই,জীবিকা সিরিজটা চালিয়ে যান,আমরা এক্সিবিশন চাই
    বাকিগুলাও সুন্দর।কপি ছবিটার মডেলটাও সুন্দর।
    কাজের ফাঁকে যে শখটা ধরে রেখছেন এবং আমাদের সাথে শেয়ার করছেন সে জন্য আপনাকে সাধুবাদ এবং সাধারণ :salute:

    জবাব দিন
    • রুম্মান (১৯৯৩-৯৯)

      কষ্টটা আবার বাড়ায়ে দিলা।খুব ইচ্ছা ছিলো,জীবনে ১টা এক্সিবিশন করবো।ঐ ১টাই।কিন্তু তা আর হবে না বোধ হয় 😐


      আমার কি সমস্ত কিছুই হলো ভুল
      ভুল কথা, ভুল সম্মোধন
      ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
      সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
      ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
      আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

      জবাব দিন
  2. তাইফুর (৯২-৯৮)

    লাস্টেরটা দেইখা ক্যান জানি মনিকা বেলুচি'র কথা মনে পইরা গ্যালো ...
    সব গুলা ছবিই ফাটাফাটি ...
    একটা দুইটা গিফট হিসেবে পাইলে মাইন্ড কর্তাম্না ...


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  3. রুম্মান (১৯৯৩-৯৯)

    আমি তো বিরাট সরমিন্দা (সম্পাদিত)


    আমার কি সমস্ত কিছুই হলো ভুল
    ভুল কথা, ভুল সম্মোধন
    ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
    সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
    ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
    আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

    জবাব দিন
  4. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    বস,ছবি দেইখা টাশকি খাইছি...অতীব সুন্দর!

    ইয়ে,মাইন্ড না খাইলে আমি বেনামীগুলার(কাকের ছবিদুইটা) নামকরণ করিঃ

    ১)কাউয়া তাকায় জেসিসির দিকে
    ২) টেলিফনের তারে কাক বসে থাকো কালো
    কত কথা আসে যায় বোঝনা তার **ও।(কপিরাইট টিটো ভাই)
    অফ টপিক-জীবিকা-২ টা কেন জানি সবচেয়ে ভালো লাগছে :boss:

    জবাব দিন
  5. রকিব (০১-০৭)

    আপনার ছবি নিয়ে কিছু কমু না। আমারে একখান ছবি আঁইকা দেবার কথা কথা ছিল। চাওয়ালার ছবি।
    কত যুগ পেরিয়ে গেলো......... কেউ কথা রাখেনি। :no: :no:


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  6. ওয়াহিদা নূর আফজা (৮৫-৯১)

    খুব খুব ভালো আঁকো তুমি। কম্পোজিশনগুলো অসম্ভব মনকাড়া। পেইন্টিংতে একেবারে পরিপক্ক হাত। টানা তারের উপর পাখীগুলো বসে আছে - বড্ড বেশি দেশটাকে মিস করতেছি।


    “Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
    ― Mahatma Gandhi

    জবাব দিন
    • রুম্মান (১৯৯৩-৯৯)

      ধন্যবাদ আপু।আপনাদের এই কমেন্টগুলি আবার আঁকতে বসার ইচ্ছাটাকে জাগিয়ে তোলে।ছবি আঁকা এক রকম ছেড়েই দিয়েছি।খুব বেশি রকম ইচ্ছা ছিল,খুব স্বপ্ন দেখতাম-একটা এক্সিবিশন করছি,সবাই দেখতে আসবে আমার ছবি......নিজের ১টা কিছু,ভাবতেই এখনো কেমন ্যেন লাগে।দোয়া করবেন আপু।


      আমার কি সমস্ত কিছুই হলো ভুল
      ভুল কথা, ভুল সম্মোধন
      ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
      সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
      ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
      আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

      জবাব দিন
    • রুম্মান (১৯৯৩-৯৯)

      আমার বেড রুমে এখন ঐটা ঝুলতেছে।বিছানায় শুলে একদম পা সোজাসুজি টেলিভিশন্টার ঠিক উপরে।শুয়ে এখনো মাঝে মাঝে ছবিটার দিকে তাকিয়ে থাকি।আমার খুব পছন্দের কয়েকটা ছবির একটা...... (সম্পাদিত)


      আমার কি সমস্ত কিছুই হলো ভুল
      ভুল কথা, ভুল সম্মোধন
      ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
      সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
      ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
      আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

      জবাব দিন
  7. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    অসাধারণ সব ছবি। তুমি কি কাক সিরিজ করছো নাকি? শুভপ্রসন্নের কাকের উপর ছবিগুলো ভালো লাগবে তোমার। চারকোল ব্যবহার করো? প্রদর্শনী একদিন হবেই।
    অনেক শুভকামনা।

    জবাব দিন
    • রুম্মান (১৯৯৩-৯৯)

      থ্যাংকস ভাইয়া । নেক্সট মার্চ এ হয়তো ১টা এক্সিবিশনে আমার কাক সিরিজের ৫/৬ টা ছবি যাবে । ব্লগে দিয়ে দিবো তার আগে । এখনো আঁকাই শুরু করলাম না 🙁


      আমার কি সমস্ত কিছুই হলো ভুল
      ভুল কথা, ভুল সম্মোধন
      ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
      সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
      ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
      আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

      জবাব দিন

মওন্তব্য করুন : রুম্মান (১৯৯৩-৯৯)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।