দোয়া চাই……এই মুহুর্তে আর কিছুই না

ভাই/বোনেরা,
১৫ তম ব্যাচ,বি সি সি/৪৪ বি এম এ লং কোর্স এর ক্যাপ্টেন কাওসার লাইবেরিয়া মিশনে নির্বাচিত।আগামী ১৮ এপ্রিল ফ্লাইট। শারীরিক/ফায়ারিং যোগ্যতা পরীক্ষা শেষ। মেডিকেল টেষ্টগুলিও শেষ। বাকি শুধুমাত্র আফ্রিকাতে যাওয়ার আগে নেয়া বিশেষ কিছু ইনজেকশন। ইয়েলো ফিভার, লাসা আরো হাবিজাবি কি কি যেন ইনজেকশন,ঠিক মনে নেই।শুধু মনে আছে ঐ ইনজেকশন নেয়ার পরে ২ দিন হাতে ব্যাথায় হাত ঠিকমত নাড়াতে পারিনি। কাওসার ভাই ও ঐ ইনজেকশন নিলেন। ডাক্তারের কথা অনু্যায়ী ১০০০ এ ১ জনের এটা হয়। ওষুধ রিএকশান করলো। এই মুহুর্তে সি এম এইচ,ঢাকাতে আছেন। অনেকটা কোমার মতো অবস্থা। লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে।
সবাই দোয়া করবেন।

১,৩৪৮ বার দেখা হয়েছে

২৮ টি মন্তব্য : “দোয়া চাই……এই মুহুর্তে আর কিছুই না”

  1. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    ফেসবুকে দেখলাম, তাইফুর লিখেছে অবস্থার কিছুটা উন্নতি হচ্ছে। লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়েছে। কিছুটা নড়াচড়া করছে। কাউসার দ্রুত সুস্থ হয়ে উঠো ভাই। আমাদের সবার ভালোবাসা তোমার সঙ্গে আছে।


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
    • রুম্মান (১৯৯৩-৯৯)

      বেলাডি মান্নান,
      কাওসার ভাই তোর সিনিয়র।


      আমার কি সমস্ত কিছুই হলো ভুল
      ভুল কথা, ভুল সম্মোধন
      ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
      সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
      ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
      আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

      জবাব দিন
  2. আহসান আকাশ (৯৬-০২)

    ইনশাল্লাহ কাওসার ভাই দ্রুত সুস্থ হয়ে উঠবেন...


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  3. রাব্বী (৯২-৯৮)

    রাজিকের কাছ থেকে খবর পেলাম, মেনিনজাইটিজের ভ্যাস্কিনের পার্শ্বপ্রতিক্রিয়া থেকে মস্তিক্স কোষ আক্রান্ত হয়। তারপর সারা শরীরে সংক্রামিত হয়ে এক পর্যায়ে অজ্ঞান হয়ে যায় রোমেল। অন্যান্য অঙ্গপ্রতঙ্গ ঠিক ছিল, শুধু মস্তিক্স ঠিকমতো কাজ করছিল না।

    রবিবার অবস্হা সংকটাপন্ন ছিল। কাল রাত থেকে কিছুটা ভালোর দিকে। নিউরোলোজিস্ট ড. দীন মোহাম্মদ মূল সমস্যা ধরতে পেরেছেন এবং সেইমতো চিকিৎসা চলছে। এখন মনে হচ্ছে, রোমেল আগের চেয়ে কিছুটা ভাল আছে এবং ডাক্তাররা আশাবাদী।


    আমার বন্ধুয়া বিহনে

    জবাব দিন
  4. তাইফুর (৯২-৯৮)

    কাউয়া ইজ ব্যাক ...
    আজ সকালে আমার সাথে কথা হইছে ...
    আমারে জিগায় " ওই তাইফুর, আমি নাকি খুব অসুস্থ্য ছিলাম রে "
    এখন রেস্ট নিচ্ছে ...
    আর দুই তিন দিনে ইনশাল্লাহ কাউয়া ফুল ফর্মে ফিরবে ...


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  5. ব্লগ পরে কষ্ট পেয়ে দুঃখ প্রকাশের আগেই কমেন্ট পরে দেখি ভাইয়া ভালো হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ। 😀 😀 😀 😀 আল্লাহ যা করেন ভাল জন্যই করেন। ্ট এইটা কি লিখলাম??? 😕 😕 😕

    জবাব দিন

মওন্তব্য করুন : মাসরুফ (১৯৯৭-২০০৩)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।