জীবিকা-২

টুকটাক ছবি আকি।
সবাই দেখেন এইটা কেমন হইছে।
অভয় দিলে আগাইতে চাই।
n869295703_4555905_414

২,২৩৯ বার দেখা হয়েছে

২৮ টি মন্তব্য : “জীবিকা-২”

  1. রকিব (০১-০৭)

    ভাইয়া, দারুণ এঁকেছেন। :salute:
    সম্ভব হলে একটা চাওয়ালার ছবি এঁকে দিয়েন :shy: ; প্রোফাইল ফটুক বানাবো।


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  2. রুম্মান (১৯৯৩-৯৯)

    সবাইকে ধ্ন্যবাদ।আরো আছে।তবে সাহস দরকার।সাহস দিলে দিয়ে দিব।আর জীবিকা ২ নাম দেয়ার কারণ হইল জীবিকা ১ ও আছে।চা ওয়ালার প্রোফাইল ফটুক্টা দেখি এক্টা টেরাই দিয়া,আকা যায় নাকি।


    আমার কি সমস্ত কিছুই হলো ভুল
    ভুল কথা, ভুল সম্মোধন
    ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
    সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
    ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
    আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

    জবাব দিন
  3. তাইফুর (৯২-৯৮)

    অভয় দিলাম ...
    আগায়া যা ...
    (লুংগী পিরা কাজ করতেছিস ... দেখিস লুংগীতে আবার আগুন লাগাইস না)


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  4. রুম্মান (১৯৯৩-৯৯)

    বিসমিল্লাহির রাহমানির রাহিম।আগে ১০টা দিয়া লই।তারপর অন্য কথা। :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:

    তাইফুর বস,লুংগি রাখছি আর কি সাবধানে।
    সবাইকে ওয়ানেক ওয়ানেক থ্যাংকিই 🙂


    আমার কি সমস্ত কিছুই হলো ভুল
    ভুল কথা, ভুল সম্মোধন
    ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
    সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
    ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
    আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

    জবাব দিন

মওন্তব্য করুন : ফয়েজ (৮৭-৯৩)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।