এবং প্রেম ৪

আমরা যদি এ বিশ্বের নৃতত্ব পুনরায় ঘাটি
আর তালিকাবদ্ধ করি সমাজের উন্মেষ নৈর্বত্তিক দৃষ্টিতে
তবে উপেক্ষায় কাদবে সাদামেঘসমুহের আকাশে নীলের সঙ্গম।
কিভাবে লাল সুর্যোদয় হয়ে উঠে প্রেমিকার ঠোটে চুম্বন
পৃথিবী কোন দিক হতে সবুজ হয়ে ঊঠল আর কিভাবে বিমুর্ত সঙ্গীত
পটভুমিকায় বেজেই চলল,
ডারউইনের অতিদীর্ঘ শ্মশ্রুতে উদ্ধার অভিযান পাঠিয়েও পাওয়া যাবে না তা।
প্রেম নৃতত্বের শরীর ঘেটে নয়
কবিতায় কবিতায় পঙক্তিতে পঙক্তিতে জড়িয়ে
তোমার শরীর আর হৃদয় রসায়নে তার পরিব্যক্তি।

এসো এবার প্রেমে ডুবি তীব্র অযৌক্তিকভাবে।

১,৫৫৩ বার দেখা হয়েছে

১৫ টি মন্তব্য : “এবং প্রেম ৪”

  1. আহসান আকাশ (৯৬-০২)
    এসো এবার প্রেমে ডুবি তীব্র অযৌক্তিকভাবে।

    :thumbup: :thumbup:


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. রবিন (৯৪-০০/ককক)
    কবিতায় কবিতায় পঙক্তিতে পঙক্তিতে জড়িয়ে
    তোমার শরীর আর হৃদয় রসায়নে তার পরিব্যক্তি।

    এসো এবার প্রেমে ডুবি তীব্র অযৌক্তিকভাবে।

    ওরে কি লিখলিরে

    জবাব দিন

মওন্তব্য করুন : আমিন (১৯৯৬-২০০২)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।