‘৯৪ এর পোলাগুলা সব গেল কই

বিরাট চাপের মইধ্যে আছি। ক্লাস শুরু হইতে না হইতেই এক্সাম লাগায় দিছে। আইজ একটা মিড-টার্ম আছে। তয় পরীক্ষারে পাত্তা-পুত্তা ক্যাডেট লাইফ থেইক্কাই দেই না। পরীক্ষার খ্যাতা পুড়ি।

অনেক অনেক দিন আগের কথা, তখন চীন দেশে এক রাজা আছিল ১২০ বচ্ছর বয়সের, ২০টা বিয়া করছিল হেই ব্যাটায়, আর সিসিবির আছিল ,৯৪ ব্যাচ। হেন কাম নাই এরা করে নাই তখন, নিজেরাই নিজগো ব্লগের বাদশাহ কইয়া বইছিল। ,৯৬ এর পোলাপাইন একটু মিউ মিউ কইরা বেইল না পাইয়া অতঃপর চাইপা গেছিল। আইজ অনেক খুইজ্জাও সেই কমেন্ট করা পোষ্টটা বাইর করতে পারলাম না। দেখি বেগার কামলা দিয়া কেউ খুইজ্জা বাইর করে কিনা। এড করি দিবার পারুম তাইলে।

যাউজ্ঞা, কামের কথা কই। চীন দেশের সেই রাজা আর নাই, শুনছি ২১ নম্বর বউয়ের লগে আম্মেরিকা মাইগ্রেট করছে। আর আমাগো ব্লগের ,৯৪ ব্যাচের পোলাপাইন, কে কারে বিয়া করব, কই বেড়াইতে যাইব সেইটা নিয়া মহা ব্যাস্ত। ব্লগের রাস্তা ভূইলা গেছে। বিছ্রাই বাইর করতে পারে না।

সদস্যঃ ৭ অতিথিঃ ১১

সানাউল্লাহ (৭৪ – ৮০)
স্বপ্নচারী (১৯৯২-১৯৯৮)
আরিফ (৯২-৯৮)
ফয়েজ (৮৭-৯৩)
মাহমুদ (১৯৯০-৯৬)
কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
ফরিদ (৯৫-০১)

এইজন্যই তো গুরুজনে কইছে, বেশি লাফাইস না, ঠ্যাং ভাংবো।

বাচ্চা পোলাপাইন, বুঝতে পারে নাই।

চামে রংপুরের একটা পোষ্ট :grr: :grr:

৭,৪৪০ বার দেখা হয়েছে

১৭১ টি মন্তব্য : “‘৯৪ এর পোলাগুলা সব গেল কই”

    • মাহমুদ (১৯৯০-৯৬)
      কোনঠে বাহে

      গতকাল মেলায় এক বাংলাদেশী ভদ্রলোক আবৃত্তি করলেন। অনেক দিন পরে শুনলাম, দারূন লেগেছে। তবে রংপুরের আসল উচ্চারণগুলো ঠিকভাবে আসেনি। আমাদের নাজমূল খুব ভালো পারতো এটা।


      There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx

      জবাব দিন
  1. কামরুল হাসান (৯৪-০০)

    এটা '৯৪ ব্যাচের বিরুদ্ধে ওসামা বিন ফয়েজ ওরফে ফজু মল্লিকের আন্তর্জাতিক ষড়যন্ত্র। '৯৪ ব্যাচ পোস্টের মাধ্যমে এই ষড়যন্ত্রের মোক্ষম জবাব দিবে। :grr:


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  2. ফয়েজ (৮৭-৯৩)

    ,৯৯ পোলা-মাইয়াগুলা কেউ কমেন্টাইতে আইলো না। এরা মনে হয় কম্পিটিশানে নাই। প্রেম করা আর ছ্যাকা খাওয়া নিয়া মহা ব্যস্ত আছে সবডি


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  3. কামরুলতপু (৯৬-০২)
    অন প্যারেড
    সদস্যঃ ১৪ অতিথিঃ ১০
    * সানাউল্লাহ (৭৪ - ৮০)
    * কামরুলতপু (৯৬-০২)
    * আমিন (১৯৯৬-২০০২)
    * আদনান (১৯৯৪-২০০০)
    * সায়েদ (১৯৯২-১৯৯৮)
    * রবিন (৯৪/ককক)
    * মেহেদী হাসান (১৯৯৬-২০০২)
    * ফয়েজ (৮৭-৯৩)
    * monsursazal
    * শোয়েব (৯৪ - ০০)
    * জিহাদ (৯৯-০৫)
    * স্বপ্নচারী (১৯৯২-১৯৯৮)
    * শওকত (৭৯-৮৫)
    * মাসুদুর রহমান (৯৬-০২)

    ৯৬ ব্যাচ- ৪ জন
    ৯৪ ব্যাচ- ৩ জন
    ৯২ ব্যাচ - ২ জন

    ৯৬ ব্যাচ জয়ী। সানা ভাই পাশ করায় দেন।

    জবাব দিন
  4. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    সায়েদ আর সিরাজরে দেখি উঁকি মাইরা যায়গা!! আমার এডুরেও দেখি না। মনে হইতাছে ব্লগের সবগুলারে লং-আপ করাইয়া রাখতে আমারেই নামতে হইবো। :grr: :grr: :grr:


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  5. কামরুল হাসান (৯৪-০০)

    পরবর্তী কমান্ড না দেয়া পর্যন্ত ৯৬ ব্যাচের সবাই প্যারেডে আসা মাত্র :frontroll: শুরু করে দিবে। কাউরে ফাঁকি মারতে দেখলে জানে পানি নাই কইরা দিমু।

    বেলাডি জুনিয়রস, মাথাডা নষ্ট কইরা দিতেছে। :grr: :grr:


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  6. মইনুল (১৯৯২-১৯৯৮)

    x-( x-( 😮 😮 😮

    কি শুরু করলো পোলাপাইন, বাচ্চা পোলাপাইনের মতন ??? ৯৪ থেইকা নীচের দিকে আর যা ব্যাচ আছে, যারা যারা এইখানে কমেন্টাইছে, সবডি কইলাম রাইতের মদ্দে ১০০ লাইনের একেকটা ব্লগ লেইখা জমা দিবা ......... 😡 😡 😡

    কি কন ফয়েজ ভাই ??

    জবাব দিন
  7. কামরুলতপু (৯৬-০২)

    ফয়েজ ভাই চামে সবচেয়ে পরাক্রমশালী দুইটা ব্যাচের মধ্যে বিবাদ লাগায়া দিয়া নিজের ব্লগের হিট কাউন্ট প্লাস কমেন্ট কাউন্ট কেমনে বাড়ায়া নিল। ওরে ফয়েজ ভাইর কি বুদ্ধি রে।

    জবাব দিন
  8. মইনুল (১৯৯২-১৯৯৮)

    চাইর ঘন্টার মদ্দে ফয়েজ ভাইয়ের এই পোস্টে ১০০+ কমেন্ট ...... মন বলতেসে এইটা সিসিবি রেকর্ড ...... :clap: :clap: :clap: :party: :party: :party: :hatsoff: :hatsoff: :hatsoff:

    এই উপলক্ষে ফয়েজ ভাই সিসিবির পরবর্তি গেট টুগেদারে পেস্ট্রী, সমুচা আর হালিম স্পনসর করবেন।

    রাজী আছে নাকি ভাইয়েরা ??? জোরে আওয়াজ চাই ......

    জবাব দিন
  9. মাসুদুর রহমান (৯৬-০২)

    😀 😀 😀 😀 চরম। তবে আমি লং আপ হতে পারব না। আমি সবসময় গাউরা ছিলাম। এখন আছি। তারপর আবার কাল ফুটবল খেলতে গিয়ে হাতে ব্যাথা পাইছি। এতএব আমি এক্সকিউজ। অন সিক রিপোর্ট।

    জবাব দিন
  10. আহসান আকাশ (৯৬-০২)

    সদস্যঃ ১০ অতিথিঃ ৬
    * মেহেদী হাসান (১৯৯৬-২০০২)
    * মাহতাব (১৯৯৬-২০০২)
    * মাহবুব (২০০০-০৬)
    * আমিন (১৯৯৬-২০০২)
    * আহসান আকাশ (৯৬ - ০২)
    * al mamun (1994-2000)
    * ফরিদ (৯৫-০১)
    * তারেক (৯৪ - ০০)
    * সানাউল্লাহ (৭৪ - ৮০)
    * রেশাদ (১৯৯৩ -৯৯)

    ৯৬ ব্যাচ এখনো পাথরায় 😀


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন

মওন্তব্য করুন : তানভীর (৯৪-০০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।