ভাল থেকো জুনায়েদ

আমি ব্যক্তিগত ভাবে জন্মদিন নিয়ে মাতামাতির কিছু দেখি না। অন্য আর সবটা দিনের মতই একটা দিন, বড় সাদামাটা। মাঝে মাঝে ভূলে যেতে পারলে বেশ হত বার্থডে টা। কি দরকার বাবা, দিন শেষে হিসাবের পাল্লা বিপরীত দিকে ঝুকিয়ে দেয়ার।

তবে দিনটা যদি পারস্পরিক মিলন-মেলার মত কিছু হয়, তবে কেমন হয়? যান্ত্রিক জীবনে পাশের বাসার বৃদ্ধার খবর নেয়া হয় না, তিন দিন পরে বুঝতে পারি অফিসের কলিগের বঊ বেশ অসুস্থ হয়ে আছে, দেখতে যাওয়া দরকার। বিশ্রী সভ্যতায় উপলক্ষের নতুন মাত্রা নিয়ে আসে বিশেষ কোন দিন, কোন মুহুর্ত। আমরা ঝেড়ে কেশে বসি, খোজ নেই, “আরে দোস্ত কেমন আছিস তুই? খালাম্মার ডায়বেটিস ক্যামন এখন?” এটাই মাঝে মাঝেই মনে করিয়ে দেয় আমাদের, আমরা মানুষ, মানবিকতা আমাদেরই সাজে।

ব্লগে আমার পদ-চারনা যখন শুরু হয়, খুব বেশি লোকের আনাগোনা ছিল না তখন। বৃক্ষ-প্রজাতি ছিল অনেক কম। একদিন জানতে চেয়েছিলাম কামরুলের কাছে, ব্লগে বৃক্ষ কতজন আছে। জানতে চাওয়ার সুনিদির্ষ্ট কারন ছিল, দুধ কাহিনীটা লিখতে চেয়েছিলাম, যাদের জন্য লিখব, তারা কতজন। কামরুল জানালো মেম্বার অনেক হলেও, সপ্রতিভ আছে মাত্র দুইজন, একজন মাসরুফ (তখনো জামাই হয় নি সে), আরেকজন জুনায়েদ।

জু্নায়েদ এক পোষ্টে আমাকে জানায়, এমদাদ স্যার কোথায় কেমন আছেন।

অচিরেই জুনায়েদ তার প্রতিভা দেখানো শুরু করে, লেখনীতে, মন্তব্যে প্রতি-মন্তব্যে। তখন খুব আগ্রহ নিয়ে মন্তব্য গুলো পড়তাম। একটা জিনিসকে কত মজার ভাবে ফুটিয়ে তোলা যায়, রসিকতা কিভাবে হয়, আর কেউ না জানুক, সে জানে। খুব মিস করি ব্লগের সেই সময় গুলো। তাইফুর মনে হয় আদর করে তার নাম দেয় ” জুনা। ”

আজ তো শুধুই একটি দিন, অতীত হয়ে যাবে আর ঘন্টা কিছু পড়েই। হয়ত নতুন কিছুই ঘটেনি আজ কারও জীবনে। কিংবা ঘটবে না। তাতে কি।

ভালো থেক জুনায়েদ। অন্তর থেকে দোয়া করি তোমার জন্য, তোমার চারপাশ ঘিরে থাকুক একরাশ সফলতা। খাটি হয়ে উঠ তুমি, স্বভাবে আর অন্তরে।

শুভ জন্মদিন তোমাকে।

২,৩১১ বার দেখা হয়েছে

৩১ টি মন্তব্য : “ভাল থেকো জুনায়েদ”

  1. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    আজকে জন্মদিনের এই সুন্দর উপলক্ষ্যে জুনায়েদরে পাঙ্গামু ভাবছিলাম, :grr: রিপোর্টও লাগাইলাম, কিন্তু ফ্যামিলি ডাউট দিয়া ভাগছে x-(
    যাইহোক, এইদিন দিন না আরো দিন আছে, আইজকা খালি হেপি বাড্ডে কই, পাঙ্গা জমা আছে :grr: :grr:

    😀 :party: :party:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  2. কামরুলতপু (৯৬-০২)

    শুভ জন্মদিন জুনায়েদ ভাই।
    ফয়েজ ভাইর থেকে জন্মদিন উইশের লেখা। আপনি তো ভাই বিশাল সৌভাগ্যবান।
    জন্মদিনের উইশের দায়িত্বে থাকা মাস্ফু মিস করল কেমনে।

    জবাব দিন
  3. কামরুল হাসান (৯৪-০০)

    হারামীডা বহুত পাকনা হইয়া গেছে আইজকাল। কথায় কথায় ডাউট মারে।
    কন্ডম লেনে একদিন আচ্ছাসে রগড়া দিলে পরে ঠিক হবে।

    আপাতত শুভ জন্মদিন।
    দুরত্ব যতোই হোক, কাছে থাকিস। 😉


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  4. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    একজন মাসরুফ (তখনো জামাই হয় নি সে) :(( :(( এইখানে জামাই আইলো কৈথিকা?

    জুনায়েদ ভাই(আমাগো কবীর ভাই) এর প্রতি হেফি বাড্ডে।উনি এম বি এ কর্তে গিয়া ফাটাফাটি এক বা একাধিক :just: ফ্রেন্ড নিয়া জন্মদিনের পোশাকে থুক্কু আবেশে ঘুরাঘুরি করুক এই শুভ কামনায়......

    জবাব দিন
  5. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    জুনা : হেপি বার্থডে। নাও, কেক খাও। মাস্ফ্যুরে ভাগ দিও না কিন্তু! ভালো থেকো, সুন্দর থেকো।
    (এক কেক যে কয়জনরে পাঠামু!! ~x( ~x( ~x( )


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  6. আমিন (১৯৯৬-২০০২)

    জুনা ভাইরে আমিও ভালা পাই ব্লগে আসার পর থেইক্যা। সে প্রায় একবছর আগের কথা, ইন দি ইয়ার ২০০৮ যখন ব্লগে লোক কম ছিল( চামে আমিও ফয়েজ ভাইয়ের মত ব্লগে সিনিয়রিটির পার্ট নিয়া নিলাম)।
    তয় জুনা ভাইরে ইদানিং দেখি কম।
    জুনা ভাই কুনাই??
    আপ্নেরে শুভ জন্মদিন জানায়া গেলাম।

    জবাব দিন
  7. হঠাৎ করে খুব অস্বস্তির সাথে বুঝতে পারলাম আমার নিশ্বাস নিতে কষ্ট হচ্ছে...মনে হচ্ছে গলার কাছে কিছু একটা আটকে আছে...দাঁড়িয়ে থাকতে পারব কিনা এমন সন্দেহও মনের মধ্যে প্রবল্ভাবে জেগে উঠল...
    কিছুক্ষণ পর অবশেষে কষ্টকর অনুভূতিটা চলে গেল...
    মনে হল নিজেকে যেন হারিয়ে আবার ফিরে পেলাম...

    **সামান্য মানুষ আমি। এতজনের এত ভালবাসা আমার জন্য একটু আশাতীত বৈকি... :shy: :shy:

    ফয়েজ ভাইর থেকে জন্মদিন উইশের লেখা। আপনি তো ভাই বিশাল সৌভাগ্যবান।

    তপুর এই কথাটা...যাকে বলে... 'সেইজ ইট অল'... 🙂
    আলাভিউ অল... ;;)
    আলাভিউ সিসিবি... ;;)

    অটঃ ফয়েজ ভাই, আপনি তো মিয়া আমারে পুরা শর্মিন্দায় ফালায়া দিলেন... :shy:

    জবাব দিন

মওন্তব্য করুন : সানাউল্লাহ (৭৪ - ৮০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।