আমি কেন পিলখানায় থাকতে পারলাম না?

আমরা অনেকগুলো ভাইবোন, আমি সবার ছোট।

আমার বাবার খুব ইচ্ছে ছিল আমি সেনাবাহিনীতে যাই, আমার সবচেয়ে বড় ভাই যিনি, তিনি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন তখন, আছেন এখনো। আমি ঠিক বুঝে উঠতে পারিনি বাবা কেন চাইতেন বারবার, আমাকে চাপ দিতেন সেনাবাহিনীতে যেতে। এমন না যে তার আর্থিক নিরাপত্তা ছিল অনেক, কিন্তু ছেলেকে পড়ানো মত সামর্থ্য তার ছিল, তিনি জানতেন আর্মিতে গেলে আমি সংসারে তার হাতে টাকা দিতে পারব না, কারন আমার বড় ভাই কখনই পরিবারে আর্থিক অবল্মবন হয়ে উঠতে পারেননি। এটা নিয়ে বাবার মনে কোন ক্ষোভ দেখিনি, আমরা, ছোটরাই বরং হতাশ ছিলাম বড় ভাইয়ের উপর। কিন্তু তবুও বাবা বারবার চাপ দিতেন আমাকে, সেনাবাহিনীতে যাবার জন্য। একবার জানতে চেয়েছিলাম খুব বিরক্ত হয়ে, বলেছিলেন, “বাবা, বেচে থাকতে হলে ওদের মত করেই বাচা উচিৎ, মাথা উচু করে বাচা, মরতে হলেও ওভাবেই, বীরের মত বুক পেতে ।“

বলাবাহুল্য, বাবার উত্তর আমার পছন্দ হয়নি। চির কালের জিদ্দি আমি খুব হেলা ভরে দিয়েছিলাম ISSB. এমন নয় যে খুব ভাল ভাবে দিলে টিকে যেতাম, কিন্তু আমি খুব গুরুত্ব দিয়ে পরীক্ষা দেইনি।

আজ বাবা নেই, আমার বন্ধুরা যারা প্রতিরক্ষা বিভাগে চাকুরী করছে তাদের চাকুরীও প্রায় ১৫ বছর ছুই ছুই, প্রশিক্ষনের সময়টুকু সহ। আর আজ এত দিন পরে আমার আফসোস হচ্ছে, আমি কেন বাবার কথা শুনলাম না, আমি কেন আরেকটু ভালভাবে ISSB দিলাম না, কেন আমি ব্যর্থ হলাম টিকতে?

আমার আফসোস হচ্ছে কেন আমি তিনদিন আগে, ইউনির্ফম পড়ে বিডিআর এর দরবার হলে দাড়ালাম না, কেন আমি মরে গেলাম না গুলিবিদ্ধ হয়ে?

মরতে তো হবেই একদিন, প্রিয়জনের সান্নিধ্যে হাসপাতালের বেডে, অথবা কোন দূর্ঘটনায়, অথবা অন্যকোন ভাবে, এ তো কাপুরুষের মত মরা, সবাই মরতে পারে। যেমন করে “এসব কাজ করা উচিৎ” বলতে পারে সবাই, কিন্তু “উচিৎ কাজ” করে দেখাতে পারে কতজন?

আমার লাশ হয়ত প্রিয়জনের কাছে যাবে না, কাদবে আমার প্রিয়তমা, আমার সন্তান, কফিনের কষ্ট উঠবে বাবার কাধে, অনেক বড় বড় কষ্ট বুকে নিয়ে ঘুরে বেড়াবে তারা, তাদের কষ্ট,সেটাতো আমার নিজেরও কষ্ট। কিন্তু পুরো দেশ আমার জন্য কাদবে, সমস্ত মানুষ আমার জন্য দোয়া করবে, শোকের মাতম বয়ে যাবে পুরো দেশে, পতাকা নামিয়ে রাখা হবে আমার সম্মানে, কালো ব্যাজ বুকে থাকবে সবার।

আমি এখন বুঝি, বাবা কেন বলেছিলেন “মরতে হলে এভাবেই মরা উচিৎ”।

ইস, আমি কেন সেনাবাহিনীতে টিকতে পারলাম না, কেন আমি মরে গেলাম না পিলখানায়?

৩২ টি মন্তব্য : “আমি কেন পিলখানায় থাকতে পারলাম না?”

  1. আলম (৯৭--০৩)

    শহীদের রক্ত মাটিতে পড়ার সাথে সাথে নাকি তার সব গুনাহ্‌ মাফ করে দেয়া হয়...... তার মানে নিশ্চিত বেহেশ্‌ত...... এমন মৃত্যু ক'জনার ভাগ্যে জোটে?

    পুরো দেশ আমার জন্য কাদবে, সমস্ত মানুষ আমার জন্য দোয়া করবে, শোকের মাতম বয়ে যাবে পুরো দেশে, পতাকা নামিয়ে রাখা হবে আমার সম্মানে, কালো ব্যাজ বুকে থাকবে সবার।
    আমি এখন বুঝি, বাবা কেন বলেছিলেন “মরতে হলে এভাবেই মরা উচিৎ”।

    হায়, আমি কেন পিলখানায় থাকতে পারলাম না????????

    জবাব দিন
  2. বীরের মত করে মরার সময় এখনো ফুরুইনি ফয়েজ ভাই।
    শুধু সেনাবাহিনী নয়। প্রতিটি দেশপ্রেমিকের রক্তের বিনিময়েও যদি বাচানো যায় আমাদের দুর্ভাগা এই মাতৃভূমিকে...

    জবাব দিন

মওন্তব্য করুন : কনক রায়হান (৯৮-০৪)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।