বিবেকের কাছে আজ এই প্রশ্ন

১। পিকনিক কই? কবে হইবো?
২। কোন জায়গায়? কোন সময়, শীত তো জায়গা
৩। চান্দা কত? বউ-বাচ্চা সুদ্দা কত? ডিসকাউন্ট কত?
৪। মেনু কি? তেলাপিয়া মাছ থাকলে আমি খামু না কইলাম।
৫। প্রিসু স্যারের কি হইলো? ডায়বেটিস কট্রোলে নাই নাকি?
৬। রিইউনিয়ন মিস হইবো, পিকনিকও যদি না হয়, তাইলে ক্যাম্নে কি :bash:

৪,৭৭২ বার দেখা হয়েছে

৬৪ টি মন্তব্য : “বিবেকের কাছে আজ এই প্রশ্ন”

  1. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    অনেকদিন পর আপনার পোস্ট এবং যথারীতি প্রচন্ড চিন্তার উদ্রেক কারক।
    জানি আজ অনেকেরই রাতের ঘুম হারাম হয়ে যাবে এই উত্তরাধুনিক ক্রম প্রশ্ন মদিরাক্রান্ত লেখাটির রস আস্বাদন করতে করতে।
    এই প্রসঙ্গে প্রখ্যাত কেপলার ২২ মনীষি রজনীকান্তের একটি উদৃতির কথা বিশেষভাবে প্রণিধানযোগ্য,
    উনি তার 'দ্যা গুডস লায়ন' মহাকাব্যের ৫৪৮ নম্বর পৃষ্ঠায় বলেছেন,
    "சிங் இது பற்றி நாட்டின் தேசிய மூலம் பொருட்களை சகோதரர் மற்றும் செவ்வாய் உடல்கள் மீட்க"
    তিনি ঠিক পরের অধ্যায়েই আবার তার এই যুক্তির ব্যাখ্যা দিয়েছেন,
    "நான் பெற்றேன் என்"
    অর্থাৎ, উত্তরাধুনিকতার আবর্তে ঘুরপাক খেতে খেতে মানুষ আজ তার শেকড় ভুলতে বসেছে। এমনকি মুড়ি খাওয়ার সময়ই কেউ বের করতে পারছেনা।
    তাই এই মাহেন্দ্রক্ষণে, সবার একটাই কামনা হওয়া উচিত, বদলে দাউ, ঝলসে যাউ, মুড়ি খাউ।
    প্রসঙ্গক্রমে পিকনিক অনুষ্ঠানের একটি আর্তি আমরা দেখতে পাই, এটিও প্রচন্ড ভাবাবেগে আপ্লুত। আমরা সবাই বুঝে যাই, যতই আধুনিকতার প্রলেপ দেয়া হোক না কেন, "ইন্টারনেট এ আয়, কিংবা আমরা রেগে যায়" এসবকিছুই আসলে যুগের দাবী।
    সবশেষে আবারও মনীষি রজনীকান্তের কাছেই আশ্রয় নেয়া যাক,
    "அது கூட சுவை நெருக்கமாக வேண்டாம்"
    অন্যদের গুরুত্বপূর্ণ আলোচনা আশা করছি পৃথিবীতে দাজ্জাল চলে আসার আগেই 😀


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  2. মুসতাকীম (২০০২-২০০৮)

    হায়রে এইবারও ভাইগ্যে নাই :bash: :bash: :bash:


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন
  3. আহমদ (৮৮-৯৪)

    ফয়েজ ভাই, রিইউনিয়নে যাইবেন না নাকি? কেনু কেনু কেনু?

    কাইল রাইতে ইসলাম ভাইয়ের সাথে কথা হইল। উনি তো টিকিট কাইট্যা বইস্যা রইছে। আরও কইছে যে উনার নাকি এখনও ছুটিই মঞ্জুর হয় নাই। তারপরেও উনি তার সিদ্ধান্তে অটল।


    চ্যারিটি বিগিনস এট হোম

    জবাব দিন
  4. আহসান আকাশ (৯৬-০২)

    আহারে, কতদিন পর ফয়েজিয় পোস্ট, আর সেই সাথে সিসিবিও কমেন্ট 😀

    পিকনিক ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারীর প্রথম সপ্তাহের মধ্যে হওয়ার পক্ষে ভোট দিলাম, তেলাপিয়া মাছেও না ভোট দিলাম।


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  5. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    মার্চের আগে কোনো পিকনিকে আমি নাই। তবে মেন্যুতে "তেলাপিয়া গ্রিল" থাকলে আছি। লগে ডায়বেটিক মিস্টি, কেক ইত্যাদি ইত্যাদি.................... 😀


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  6. রাজীব (১৯৯০-১৯৯৬)

    ফয়েয ভাই বলেন আর আমিও বলি
    ১ পিকনিক কই? কবে হইবো?
    নিয়ম করা উচিত প্রতি ৩ মাসে একবার করে।

    ২ কোন জায়গায়? কোন সময়, শীত তো জায়গা
    আমি পছন্দ করি কারো বাসা। কাইত হইয়া শুইয়া থাকন যায়। ঝড়, বৃষ্টি, মেঘের ঝামেলা নাই। আকাশ দেখবার মন চাইলে ছাঁদ।

    ৩ চান্দা কত? বউ-বাচ্চা সুদ্দা কত? ডিসকাউন্ট কত?
    যত কমে সম্ভব। আগে খরচ কইরা ভাগাভাগি কইরা নিলেই হয়। যে খরচ করবো তারে দুই টুকরা রুষ্ট দেওয়া হইবো। তার নাম সম্মানের সাথে নিতে হইবো।

    ৪ মেনু কি? তেলাপিয়া মাছ থাকলে আমি খামু না কইলাম।
    মাছে আমার আপত্তি নাই। তবে কাটার একটা ঝামেলা আছে (আমার নাই, আমি ইলশা কাটা সহ খাই) তাই মাংশই চলুক। ভেজিরা শশা খাইবো।

    ৫ প্রিসু স্যারের কি হইলো? ডায়বেটিস কট্রোলে নাই নাকি?
    আমি এক প্যাকেট সুইটনার পাঠাইতে পারি।

    ৬ রিইউনিয়ন মিস হইবো, পিকনিকও যদি না হয়, তাইলে ক্যাম্নে কি
    আমি কলেজে থাকতে একবার পাইছিলাম। আর সৌভাগ্য হয় নাই।


    এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

    জবাব দিন
  7. ওয়াহিদা নূর আফজা (৮৫-৯১)

    সিসিবির একটা পিকনিক কমিটি থাকা দরকার যারা তিন মাস অন্তর অন্তর পিকনিক করবে। তাড়াতাড়ি ডিসেম্বর বা জানুয়ারীর শেষে পিকনিক করে ফেলা হোক। তারপরেরটা মার্চ মাসে প্রি্নসু স্যারের ডেট বুঝে। সিসিবির সকলের সুখ দেখিয়া আমরা দূর থেকে সুখী হই।


    “Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
    ― Mahatma Gandhi

    জবাব দিন
  8. জুনায়েদ কবীর (৯৫-০১)

    বিবেক রে 'গণ' দেবার সময় হয়েছে...কারন-
    ১। ব্যানার চেঞ্জ করে না, এমনকি সিসিবি'র বার্থডেতেও তার হুঁশ হয় নাই...
    ২। মডারেশন ঠিক মতন হচ্ছে না, আজাইরা পোস্ট আসতেছে...
    ৩। মেলাদিন হল জিটুজি/পিকনিক হচ্ছে না...
    ৪। কলেজে থাকতে এই টাইমে 'গণ' দেবার হিড়িক পড়ে যেত (থার্ড টার্মেন্ড এর মজাই ছিল আলাদা...)...অন্য কাউরে দেবার তো উপায় নাই, তাই...
    ৫। খালি ফ্লপ ছবি করে...(এইটা এম্নেই দিলাম)


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  9. টিটো রহমান (৯৪-০০)

    বিবেক, আপিন যেখানেই থাকুন অতি সত্ত্বর সম্পা প্যাভিলিয়নে চলে আসুন..
    ফয়েজ ভাইর প্রশ্নের উত্তর দিয়া যান (সম্পাদিত)


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন

মওন্তব্য করুন : ফয়েজ (৮৭-৯৩)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।