খেরোখাতা – কিছু মহা নিখোঁজ সংবাদ

আমার কিছু সমস্যা তৈরী হয়েছে। সিরিয়াস লেখা লিখতে পারছি না। “ভকি-জকি” পোস্টও দিতে ইচ্ছে করছে না।

কামরুল আর জিহাদ বলেছে, বাংলায় “ষ” থাকলেও ইংরেজীতে নেই, লিখতে হবে “স”। উইকি-মুইকি কি কি সব রেফারেন্স দিয়ে হুলুস্থুল করে ফেলেছে। মেজাজটা এমন বিলা হয়েছে সেদিন, সিনিয়রের সাথে মামদোবাজি, হাতের কাছে থাকলে মনের সুখে পাংগা দিতাম। কিন্তু হায়, সেই দিন কি আর আছে, আর থাকলেই বা কি, এখন ব্লগে কত্তজন আমার সিনিয়র, সবাই এক সংগে পাংগা দেয়া শুরু করলে আমি তো “নাই” হয়ে যাব।

সানাউল্লাহ ভাইয়ের সুখের দিন মনে হয় আসতে বেশি দেরী নাই। সিনিয়র ভাই দিয়ে ব্লগ ভরে যাচ্ছে। আমিই “বেল” পাই না আর তো “পোলাপাইন”। তবে আমি সিনিয়রের দলে নেই। আমি ঘোষনা দিয়ে জুনিয়রের দলে। কাইয়ুমের বলিষ্ট নেতৃত্ব আমাদের আরও বেগবান করবে।

অনেকের খোজ পাইনা অনেক দিন। আহসান (৮৮) আগের চেয়ে অনেক বেশি অনিয়মিত। বাসার একটা সমস্যার কথা বলেছিল, পরে আপডেট দেয়নি। আশাকরি সব ঠিকঠাক। তারেক (কনফু মিয়া) মনে হয় একটু খেয়ালী, লেখকদের যেটা মানায়। ওবায়দুল্লাহ, যখন আসে ঝড়ের মত, এরপর আবার ঠান্ডা। আবার হয়ত আসবে, ঝড় শুরু করে দিয়ে চলে যাবে। কাইয়ুম আর তানভীর পুরাই আজিব, লেখে কম, শুধু কমেন্ট আর কমেন্ট। জুলহাসের ব্যাপারটা আমাকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে। জুনা কিছু বলতে পারত, কিন্তু সেও চুপচাপ। জাপানে যারা আছে তাদের মনে হয় পরীক্ষা শুরু হবে কিছুদিনের মাঝেই। তৌফিক, অনেক চাপ নিয়ে ফেলেছে মনে হয়, একেই বলে বিরহ-ব্যথা। অনেকদিন দেখিনা হাসনাইনকে। মহিব (রায়হান ঠিক করে দিয়েছে); আমার ধারনা সিসিবি ওকে টানে না তেমন, কিংবা হয়ত টানে, ব্যস্ততার জন্য সময় পায় না।

সিসিবিতে এখন কত্ত ভালোভালো লেখা, লেখক। আজ একজনের বই বেরুচ্ছে, কাল আরেকজনের বেরুবে, বই নিয়ে ছবি হচ্ছে, হবে, আমি এদের সংগে লিখি, মাঝে মাঝে এটা আমাকে এত অবাক করে। আবার লজ্জাও পাই, কুকড়ে যায় লেখার হাত, কি জানি কি লিখতে কি লিখি।

সিনিয়র ছাড়াও অনেক নতুন মুখ এসেছে। ঠিক করেছি কারও নাম বলব না। অনেক ঠেকে শিখেছি, এভাবে নাম বলতে নেই। যদিও অনেকের নাম বলে ফেলেছি এরি মাঝে।

আমার ধারনা, আমি খুব মিস করব কামরুলকে। ছেলেটা কানাডা চলে যাচ্ছে মনে হয়। অফিসে এসেই নক করা হবে না মেসেঞ্জারে। জীবন বদলে যায় এভাবেই, অভ্যাসে, নিয়মে। আমরা আবার নতুন নিয়মের বৃত্তে আটকে ফেলি নিজেকে।

৯০ এর ব্যাচে কিছু ইউনিক ছেলে আছে। সিসিআর এর “মাহমুদ” ঈদানীং অনেক আক্টিভ, এবং আগে থেকেই ছিল “সুইস আল্পস ফাহিম”। ফাহিমের জীবন অনেকের জন্যই ঈর্ষার কারন। পেয়েছি যুবরাজের “ফাহিম-বন্দনা”। অনেকদিন কোন খবর নেই এগুলোর। এরা মনে হয় “আন্ডার-টেবিল এগ্রিম্যান্ট” করে ফেলেছে। ফাহিম তো দেখলাম একদিন সবাইকে গন-হারে পাংগা দিল।

আমার প্রিয় একজনের অনেকদিন কোন খবর নেই। রাজশাহীর সামি হক, বউয়ের বান্ধা গরু, বিখ্যাত ছড়াকারের সুখ্যাত জামাই। টিভিতে আমাদের বিয়াই সাহেবকে দেখি, কিন্তু যার জন্য তিনি আমদের বিয়াই, তাকে ব্লগে দেখি না। শার্লী একাই টানে এখন রাজশাহীকে। যেমন একা সামিয়া। মাঝে মাঝে সেলিনাকে দেখতাম, আর ছিল অর্চি। সুষমা নামের একজনও ছিল। কিন্তু লেগে আছে সেই স্যাম ঝ্যাং (কি আজিব নাম, এইটার মানে কি?)

সামির দীর্ঘ অনুপস্থিতি চোখে বড় বেশি করে লাগে আমার, যখন খেরোখাতা লিখি তখন আরও বেশি অনুভব করি এটা। আমার খেরোখাতার দারুন ভক্ত ছিল সে।

চলে এস সামি।

৬,৪২৭ বার দেখা হয়েছে

১২৯ টি মন্তব্য : “খেরোখাতা – কিছু মহা নিখোঁজ সংবাদ”

  1. সামিয়া (৯৯-০৫)

    কি সুন্দর একটা লেখা। সবাইকে ছুঁয়ে গেল। 🙂
    ঝ্যাং এর বাচ্চা হলো 'একী কান্ড' বইয়ের একটা চরিত্র, একটা প্রাণী। গোলগাল তুলার মত, হালকা গোলাপী রঙ। ওর হালকা নীল রঙের দুইটা দাঁত, আর তিনটা খালি চুল। ওকে কেউ দেখতে পায় না।
    আর আমার মা বাবা বড়বোন বাদে পৃথিবীর প্রায় সবাই আমাকে স্যাম নামে ডাকে।
    এই দুইটা মিলায়ই আমি স্যাম ঝ্যাং।
    ধন্যবাদ।

    জবাব দিন
  2. টিটো রহমান (৯৪-০০)

    আহা কতদিন পর খেরোখাতা :tuski: :guitar: :hatsoff:

    তবে আমি সিনিয়রের দলে নেই। আমি ঘোষনা দিয়ে জুনিয়রের দলে।

    আমিও :thumbup: :thumbup: কারণ সামনে কলেজ থিকা যা আসব সব জুনিয়র :awesome: :awesome: :awesome: আর এ গতি থামার চান্স নাই।


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন
  3. আমিন (১৯৯৬-২০০২)
    তবে আমি সিনিয়রের দলে নেই। আমি ঘোষনা দিয়ে জুনিয়রের দলে।

    কোন ভাবে উল্ট টা হবে না। আমি ঘোষণা দিয়ে যদি সিনিয়রদের দলে যেতে চাই.........ইয়ে মানে বেয়াদবি মাফ করবেন।

    জবাব দিন
  4. শওকত (৭৯-৮৫)

    লেখালেখি করাই আমার পেশা। লিখে আয় করি। জীবনে আর কিছু শিখি নাই। তাও ভাল লিখতে পারি না। কিন্তু এইসব পোলাপান এমনি এমনিই কত্তো ভাল লেখে। এক একেকজনের কি চমৎকার লেখার হাত। যেমন ফয়েজ। সিসিবিতে এসে আমি মুগ্ধ। :clap: :clap: :clap:

    জবাব দিন
    • ফয়েজ (৮৭-৯৩)

      বস সিসিবিতে এসে মুগ্ধ ঠিক আছে, কিন্তু আমাকে যেভাবে বললেন, খুব লজ্জা পেলাম।

      আমরা আপনাদের কাছ থেকেই শিখি সব। আমাদের একজনের পাওয়া মানে সবার পাওয়া।

      :hatsoff: টু সিসিবি।


      পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

      জবাব দিন
  5. রাশেদ (৯৯-০৫)
    তবে আমি সিনিয়রের দলে নেই। আমি ঘোষনা দিয়ে জুনিয়রের দলে। কাইয়ুমের বলিষ্ট নেতৃত্ব আমাদের আরও বেগবান করবে।

    কি সৌভাগ্য 😀 এইভাবে জুনিয়রদের দলে যাইতে থাকলে ফয়েজ ভাই আর জুনা ভাইরে দশ বছর পর পাঙ্গানি দেওয়া হবে ডাল ভাত 😀


    মানুষ তার স্বপ্নের সমান বড়

    জবাব দিন
  6. মান্নান (১৯৯৩-১৯৯৯)

    কলেজে যখন ভর্তি হই তখন সাইজের কারনেই ড্রিলের সময় স্টাফরা দুই গ্রুপ করলেন, আর আমি পড়লাম বেবি গ্রুপে। পরে অবশ্য কলেজ ছাড়ার সময় অনেকের মত অবশ্য গ্রুপ চেন্জ করেছিলাম। মানে বেবি গ্রুপের অনেকেই টলার গ্রুপে এলো আর টলার গ্রুপের অনেকেই বেবি গ্রুপে মাইগ্রেট করলো।

    তাই এখন বুঝে শুনে গ্রুপ ঠিক করবো ।

    খুব খিয়াল কইরা !!

    জবাব দিন
    • ফয়েজ (৮৭-৯৩)

      তুমি জুনিয়রে আসলে আমরা খুশি হব। ইন-ফ্যাক্ট চাচ্ছি আস, তোমাকে আমাদের দরকার।

      আর যদি চলে যাও তাহলে পুরা যুদ্ধের উপ্রে থাকবা। এতটুকু ছাড় দেয়া হবে না। এখন দেখ কি করবা।

      আশা করি তুমি সিন্ধান্ত নিতে ভুল করবা না।


      পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

      জবাব দিন
  7. তানভীর (৯৪-০০)

    ভেবেছিলাম অনেক দিন সিসিবিতে কমেন্ট করবোনা, মন খুব খারাপ। কিন্তু, ফয়েজ ভাই খেরোখাতা লিখলেন আর আমি কমেন্ট দিলাম না- এরকম কি কখনও হয়েছে নাকি? তাই কমেন্ট দিতে চলে আসলাম।

    আমি ঘোষনা দিয়ে জুনিয়রের দলে।

    আপনি আমাদের দলে আছেন, আমাদের আর কি লাগে? 😀

    কাইয়ুম আর তানভীর পুরাই আজিব, লেখে কম, শুধু কমেন্ট আর কমেন্ট।

    আমার নাম আছে এইখানে! এত আনন্দ কই রাখি? 😀 😀

    ফয়েজ ভাই, খেরোখাতা রক্স! :thumbup: :thumbup:

    জবাব দিন
  8. তারেক (৯৪ - ০০)

    🙂
    আমি খেয়ালী না বস। বড়জোর খামখেয়ালী হতে পারি। 😛

    তবে কথা সত্য, সিসিবি এখন অনেক পরিণত একটা ব্লগ, দারুণ সব লেখা পড়তে পাওয়া যায় এখানে নিয়মিত। :boss:


    www.tareqnurulhasan.com

    জবাব দিন
  9. কামরুলতপু (৯৬-০২)

    জাপানবাসী কইয়া মনে হয় আমারে ইংগিত করছে ফয়েজ ভাই। কি ভাল লাগে। যদিও সাকেব ভাই ও আছে এই দলে। আমার পরীক্ষা আজকে শুরু হইল তবে সিসিবি ছাড়ি নাই।
    ফয়েজ ভাইর খেরোখাতা জটিল। তবে কেমন একটা নিঃসঙ্গতা ছিল আজকেরটায়। অনেক পুরান ব্লগারের কথা মনে পড়ল। অফটপিক আমার ছোট ভাই কনকটার যে কি হইল? সেই যে পোষ্ট না করা একটা চিঠি দিছিল আর কোন খবর নাই।

    জবাব দিন
  10. সুষমা'৯৯

    আমার ভাগ্য খজুবই ভাল যে আজকেই আমি সামিয়ার বাসায় আসছি আর এই পোস্টটা চোখে পড়লো। আসলে যখন এইখানে আসি তখনই লিখা হয়, বাকি সময় হয়না। কারণ আমার নেটও নাই আমি টাইপও করতে পারিনা। 🙁
    সামিয়া আমার রাইটার :ahem:
    সবাইকে শুভেচ্ছা 🙂

    জবাব দিন
  11. জিহাদ (৯৯-০৫)

    আমার বদনাম দিয়া যখন খেরোখাতার শুরু করসেন কাজেই আরেকটু খোঁচা দিয়া যাই।

    ইয়ে মানে.. ফয়েজ ভাই, আপনার ব্লগের টাইটেল এ মহা নিখোঁজ এর চন্দ্রবিন্দু টা নিখোঁজ হয়ে গেসে 😛


    সাতেও নাই, পাঁচেও নাই

    জবাব দিন
  12. তৌফিক (৯৬-০২)

    আমার নাম আছে!!! :awesome: :awesome: :awesome:

    বরাবরের মতোই সেইরকম। সিসিবি জুনিয়র্সে ফয়েজ ভাইকে স্বাগতম।

    ব্লগ লিখতে ইচ্ছা করে, কমেন্টাইতেও। কিন্তু চাপ বেশি, কি করব! 🙁

    থিসিসের ফার্স্ট ড্রাফটটা শেষ করি, তারপর দেখেন, ব্লগাইতে ব্লগাইতে সবাইরে সিসিবিছাড়া কইরা দিমু।

    মাসরুফ পোলাটা বিসিএস পরীক্ষা দিয়া বলছিল, বিশাল ব্লগ আসতেছে। ওইটা এখনো আসতেই আছে। পাবনার ডাক্তার আদনান ভাইও দুইটা ব্লগ দিয়া ফুটছে। আর খবর নাই। সেলিনা আপারও লেখা পড়তে মন চায়। বোমারু সামিয়া একলা আর কতো টানবে!

    সিসিবির হোমপেজে গিয়েই সর্বমোট সদস্যসংখ্যাতে চোখ রাখি। গত একমাসে মনে হয় পঞ্চাশজন সদস্য বাড়ছে। সিসিবির নীরব পাঠক অনেক বলেই আমার ধারণা। আমি নিজে আমার দোস্তদের গ্রুপে সিসিবির প্রচার চালাইছি। ওরা পড়ে, কিন্তু একেকটা এইরকম আইলসা যে আর লিখে না। বন্ধুদের কথা যখন এসেই পড়লো, তাইলে আরেকজনের কথা কই। আমাদের আশিক। মারাত্নক গোছানো লেখালেখির হাত। কিন্তু লেখে না। ড্রাফটে ওর সাত নম্বর ক্রস বেল্ট নামে একটা লেখা পড়ে আছে, প্রকাশ করতেছে না। অপেক্ষায় আছি। মাঝে মধ্যে সিসিবির মডু হইতে ইচ্ছা করে, খালি ড্রাফটগুলা পড়ার জন্য।

    লাইনে বেলাইনে অনেক কথা বলে ফেললাম। শেষ একটা কথাই বলে যাই, আমার সিসিবিতে প্রিয় লেখক ফয়েজ ভাই। :hatsoff:

    জবাব দিন
  13. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    আমার গর্জন শুইন্যা ফয়েজ পলাইছে মনে অয়! বিরাট.... বিরাট ষড়যন্ত্র, আমার বিরুদ্ধে? পুলাপাইনরে খ্যাপাচ্ছে? ফয়েজ লং-আপ, বেলাডি 😡 😡 😡


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  14. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    ফয়েজ ভাইয়ের খেরোখাতা শুধু না, কমেন্ট গুলার জন্যেও কি অপেক্ষা করে থাকি না ইদানিং :shy:
    কত সুন্দর করে উনি প্রত্যেক্টা সিসিবিবাসী এই আমাদেরকে মনে রাখেন! আমি অবাক হই শুধু, ব্লগে লিখেই শেষ না, আমাদের সবাইকে এক এক করে এভাবে ডিটেইলে মার্ক করা :hatsoff: :hatsoff:

    কাইয়ুম আর তানভীর পুরাই আজিব, লেখে কম, শুধু কমেন্ট আর কমেন্ট।

    অনেক দিন পর একটা খেরোখাতা, এম্নিতেই সিসিবির অসাধারণ সব লেখকদের সাথে থাকতে পারার গর্বে বেশিরভাগ সময়েই পিরা মিরা যাবার দশা, তারউপর এইরকম একটা লেখায় নিজের নাম, আবেগে পুরা ইমোশনাল হয়ে গেলাম :shy: :shy:

    আমি ঘোষনা দিয়ে জুনিয়রের দলে।

    :hug: :hug: :hug:

    বস্ সিসিবি জুনি টিমের পক্ষ থেকে কোটি খানেক :salute:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  15. সেলিনা (১৯৮৮-১৯৯৪)

    ফয়েজ ভাই অসংখ্য ধন্যবাদ আমাকে মনে রাখার জন্য। মনটা দারুন ভালো হয়ে গেল। খুশিতে কি করবো বুঝতে পারছিনা।
    এত দিন লগ ইন না করেই লেখা পড়ে চলে যেতাম। আজ আর পারলামনা। এই সেমিষ্টারে কোর্স, প্রজেক্ট আর রিসার্চ এর ভীষণ চাপে আছি।
    লেখাটা দারুন।

    জবাব দিন
  16. মাহমুদ (১৯৯০-৯৬)

    আমি সিসিবি'তে নতুন। তাই অনেক কিছুই জানিনা। তবে "আজ একজনের বই বেরুচ্ছে, কাল আরেকজনের বেরুবে, বই নিয়ে ছবি হচ্ছে, হবে" জেনে খুবই ভালো লাগল।

    একটু ভয়ও পাইছি, এতো এতো জ্ঞানী পুলাপাইন। না জানি ভুল-ভাল কিছু লিখে ফেলি।


    There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx

    জবাব দিন
    • ফয়েজ (৮৭-৯৩)

      আমাগো টিটো আছে না, ওর একটা গল্প নিয়া ছবি হবে এ বছর, তৌকির ভাইয়া বানাবেন, আন্দালিবের কবিতার বের হয়েছে বই মেলায়, মোস্তফা মামুনের অনেকগুলো বই বেরিয়েছে, তারেক অনেক বড় মাপের লেখক, আশাকরি ওর বই বের হবে খুব শিগ্রী, সানাউল্লাহ ভাই বিরাট সেলিব্রিটি সাংবাদিকতা জগতের, এবার চলে এসেছেন গ্লামার জগতে, মাসুম ভাই বাচ্চা সেলিব্রিটি এই জগতের, মানে উঠতি আর কি, কামরুল নাটক বানায়, আরও কিছু বাচ্চা আছে, হাত মশক করছে এখন, বের হবে খুব তাড়াতাড়ি ডিম ফুটে।

      কাকে ছেড়ে কার কথা বলি, ডিফেন্সের কথা বললাম না আলাদা করে, এরা মনে হয় এখন বই টই বের করতে পারবেনা, তবে লিখে লিখে জমিয়ে রাখছে, বের করবে এক সময়।

      তবে ভয়ের কিছু নাই, আমরা আমরাই। এক ডাইনিং এ খেয়েছি, একি বাথরুমে......। এমনকি আমাদের মেডিকেল চেক-আপের কাশিও একই রকম। তাই টেনশন নাই।


      পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

      জবাব দিন
  17. সামি হক (৯০-৯৬)

    ফয়েজ ভাই

    আপনি যদি এরকম ব্লগ লিখেন ত আমি সব সময়ে নিখোজ থাকব আর এসে এসে লুকায়ে লুকায়ে পড়ে যাব ব্লগ। আসলে আমাদের বাশায় ডায়াল আপ লাইন এত্তো স্লো যে আসব, পড়ব কিম্বা কমেন্ট করব তা কিচ্ছু করা হয়ে উঠে না, আর যেটুকু সময় আসি নেট এ বউ রে এম এস এন সময় দিতে হয়। আশাকরি কানাডা যেয়ে আবার নিয়মিত হবো। আর এর মধ্যে যদি কোন আড্ডা দেন তো একটু কষ্ট করে আওয়াজ দিয়েন হাজির হয়ে যাব।

    খেরোখাতা নিয়ে যখন আপনি বই বের করবেন তখন আমারে এক কপি অটোগ্রাফসহ দিয়েন।

    জবাব দিন
    • ফয়েজ (৮৭-৯৩)

      এইটারে আসলেই কয় বউয়ের বান্ধা গরু, তোমার বউএর তো বিরাট কপাল দেখি, পুরা ডমেস্টিক জামাই। (আমিও একটু একটু ডমেস্টিক মনে হয়) 😀

      আড্ডা দিমু ইনশাআল্লাহ, তয় আমি তো চিটাগাং, সিসিবিতে বানছি যখন নিজেরে দেখা তো হইবই, টুডে-টুমরো

      খেরোখাতা নিয়া বই, পাব্লিক কিনব এইটা? দেউলিয়া না হইয়া যাই আবার 😀


      পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

      জবাব দিন
  18. ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)

    ফয়েজ ভাই,
    আপনার খেরোখাতা পড়তে দেরী হইলো।

    আমি আসলে মাঝের ক'দিন আন্তঃজালের কাছে ছিলাম না - তাই আসা হয়নি।

    অসম্ভব ভাল লাগায় মনটা ভরে উঠলো আপনার পোস্ট আর মন্তব্য সব পড়ে।

    আপনারে :salute:


    সৈয়দ সাফী

    জবাব দিন
  19. বন্য (৯৯-০৫)

    এইখেরোখাতাটা মিস হইল কোনখানদিয়া!!!!!!!! 😡 😡 😡 😡 😡
    অদ্ভুত সুন্দর লেখেন ভাইয়া আপনি..এত সাবলীল... :boss: :boss:

    অনেকখন খুইজা টুইজাও খেরোখাতায় নাম্টা পাইলাম্না. :(( :(( :(( :(( :)) ..ব্যপারনা...
    আগামী একমাসের জন্য সিসিবিতে আসা বনধ...খেরোখাতায় নাম উঠান লাগবই...সবার দোয়াপ্রার্থী.. 😀 😀 😀
    (অফটপিক...কমেন্টের সেঞ্চুরি কর্লাম... B-) B-) B-) )

    জবাব দিন

মওন্তব্য করুন : কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।