চলো বসি, কোথাও

( বুঝলাম না, রোমান্স দেখি আমার ভিত্রে ঝরঝরাইয়া পড়তেছে 🙁 )

একটু পাশে পাশে হাঁটি তোমার?
একটুখানিতো পথ,
যেন হাত বাড়ালেই ছুঁতে পারি,
বাতাসে টেনে নিতে পারি তোমার ঘ্রান।

একটু ছুঁয়ে দেই তোমায়,
ঠোঁটের উপরের কালো তিলটি,
কিংবা গালের টোল।
কপালের চুল গুলো সরিয়ে দেই আলতো করে?

বিবর্ন এই ব্সবাসে,
একদিন বিবর্ন হবো আমরাও।
তারচেয়ে বরং কোথাও বসি একসাথে, চলো।
হাতে হাত ধরে শক্ত করে,
থামিয়ে দেই সময়ের এই ছুটে চলা।

সুর মিলিয়ে গুন গুন করে বলে উঠি
“তুমি আছো তাই আমিও আছি”

৪,২২২ বার দেখা হয়েছে

৭১ টি মন্তব্য : “চলো বসি, কোথাও”

  1. তাইফুর (৯২-৯৮)

    চ্রম হইছে, চ্রম
    নিয়মিত লিখতেছেন ... এইটাই সবচেয়ে আনন্দের কথা ...

    রোমাঞ্চ দেখি আমার ভিত্রে ঝরঝরাইয়া পড়তেছে

    বাইরে পড়লে ভাল হইত 😛
    (স্যরি বস, সীমানা পেরিয়ে গেলে ক্ষমা করে দিয়েন)


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  2. কামরুল হাসান (৯৪-০০)

    বস, রোমাঞ্চ না রোমান্স?
    দুইটা কিন্তু দুই জিনিস। 😛


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  3. রেজওয়ান (৯৯-০৫)

    কঠঠিন কবিতা :boss:
    এখন একটা ভাব সম্প্রসারন দরকার :grr:
    তাইফুর্ভাই তো মনে হয় ১ম লাইন দিয়া আলাদা একটা উচ্চ নাম্বারের সিড়ি লিখে ফেলতে পারবেন মনে হয় 😛 😛 :frontroll: :frontroll: :frontroll:

    জবাব দিন
  4. সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯)

    কঠিন ভাব ধরসিল মনে ফয়েজ ভাই, আপনার কবিতা পইড়া, তয় এইডা কি লিখলেন...। মন্ডা খারাপ হইয়া গেল :((

    বিবর্ন এই ব্সবাসে,
    একদিন বিবর্ন হবো আমরাও।

    ব্যাঞ্চাই!!!


    You cannot hangout with negative people and expect a positive life.

    জবাব দিন
  5. ওয়াহিদা নূর আফজা (৮৫-৯১)

    ফয়েজ একটু দেরিতেই "নীল হয়ে আছি" পড়ে তোমার অসামান্য কাব্যপ্রতিভার পরিচয় পেলাম এবং বুঝলাম কলিকালের এই দ্রুত পরিবর্তনশীল সময়েও কবিতা দিয়ে ভালোই ্পোলাপানের মাথা খারাপ করা যায়।
    যেমন আগের জ্যাম কবিতা দিয়ে দেখলাম অল্পবয়সী মেয়েদের মাথা খারাপ করছো এখন দেখি ছেলেদের মাথা (পড়তে হবে স্বভাব) খারাপ করে দিচ্ছ।


    “Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
    ― Mahatma Gandhi

    জবাব দিন
  6. জুনায়েদ কবীর (৯৫-০১)

    হালুম ভাই, শুনছি চল্লিশের দিকে গিয়া লোকজনের রোমান্সবোধ একটু বেড়ে যায়...এতে দোষের কিছু নাই... :-B
    আপনার একটু আগেই হইছে...এই যা... ;))
    (স্যরি বস, সীমানা পেরিয়ে গেলে ক্ষমা করে দিয়েন। কপিরাইটঃ মিজার সাব... 😀 )


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  7. আহসান আকাশ (৯৬-০২)

    কমেন্ট পিড়া মিরা যাব নাকি কবিতা পিড়া মিরব বুঝতেসি না…
    আমিও সামিয়ার তানভীর ভাইয়ের সাথে একমত হবার সাথে একমত, কবিতার পিরথম লাইন সবচেয়ে ফাটাফাটি… B-) B-)


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  8. সাব্বির (৯৫-০১)

    ওরে,,,, না রে!!!!!!
    ফয়েজ ভাই, কাহিনী কবে থেকে শুরু,ভাবী কি কিছু টের পাইছে :-B
    (চারটা পর্যন্ত যায়েজ আছে O:-) )
    অ ট স্যরি বস, সীমানা পেরিয়ে গেলে ক্ষমা করে দিয়েন। কপিরাইটঃ মিজার মামা 😀

    জবাব দিন
  9. সাইফ (৯৪-০০)

    ফয়েজ ভাই,কবি হইলেন কবে?দারুণ হইছে।
    কিন্তু সবকিছুতে একটু একটু কেন,যা করার বেশি কইরাই করেন,নীল কেন লালও করেন। =)) =)) =)) =)) =))
    অসম্ভব রোমান্টিক কবিতা।জায়াগা মত ছাড়তে পারলে বেশি বেশি করেই ছুইতে দিবে। =)) =))

    জবাব দিন

মওন্তব্য করুন : রায়হান আবীর (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।