সম-অধিকার চাই (বাবা দিবসের দাবী)

আইজকা নাকি হ্যাপি বাবা দিবস। অথচ কোন ব্লগানি নাই।

এর আগে নারী দিবস, মা দিবসে কত কত কথা, কত কত পোস্ট। অথচ বাপদের নিয়া কোন কথা নাই, কোন পোস্ট নাই। মনে হয় দুনিয়ার সব বাপ বানের জলের মত ভাইসা আইছে।

আসলেই ইন্সাফ বইলা কিচ্ছু নাই।

আমার বাপজান বাইচা নাই, যতদিন বাইচা ছিল, কুনু দিন মহব্বতের কথা হয় নাই। কথা বার্তা সব ছিল যুদ্ধ কেন্দ্রিক, বাবা উত্তরে তো আমি দক্ষিনে, বাবা আওয়ামী তো আমি বিএনপি।

এই বাপ আমি সেই দিক দিয়া মহা ভাগ্যবান, আমার মেয়ে প্রতিদিন হাজার বার আমারে ভালোবাসার কথা কয়, চুমা-টুমা দেয়। যদিও এর মধ্যে মনে হয় তার ব্যক্তি স্বার্থ কিছু থাকলেও থাকবার পারে (এই মিমি, চকো চকো, ম্যাংগো বার, আইসক্রিম এই সব হাবিজাবি)। তয় আমি “সুইট” বাপ হিসাবে এইটা “ওভারলুক” করি আর কি।

জয় বাবাদের জয়। দুনিয়ার সব বাবা এক হোন, আর বাবাদের জয়গান ধরুন।

কেউ যখন কয় না, কি আর করা …..।…।। নিজের ধামা নিজেরই ধরা…… :goragori:

৩,৭৫৪ বার দেখা হয়েছে

৭৪ টি মন্তব্য : “সম-অধিকার চাই (বাবা দিবসের দাবী)”

  1. শিরীন (৯৬-০২)

    শুভ বাবা দিবস , ভাইজান । বিশ্বকাপ ফুটবল শুরু হইয়া আপনাদের একেকজনের প্রোফাইল পিকচার যা খোলতাই হইছে না :boss: আমি এখন মাঝে মাঝেই ব্লগে ঘুরি আর আপনাদের মাঞ্জা মারা ( এডু স্যার কি এই শব্দ ব্যান করবে ? ) দেখি ।

    জবাব দিন
  2. টিটো রহমান (৯৪-০০)

    জয় বাবাদের জয়। দুনিয়ার সব বাবা এক হোন,লড়াই করুন.............................................................................................................................................সম-অধিকারের জন্য 🙂


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন
  3. আহমদ (৮৮-৯৪)

    শুভ বাবা দিবস। :party:
    আমি আইজকা আমার বাবা এবং শ্বশুর দুইজনকেই উইশ করছি।
    কিন্তু আমি এখনো বাবা হইনাই বইলা আমারে কেউ উইশ করে নাই।


    চ্যারিটি বিগিনস এট হোম

    জবাব দিন
  4. দিহান আহসান

    শুভ বাবা দিবস ফজু ভাই 🙂
    আমার বাপরে সময়মত'ই কইয়া দিসি :goragori:
    আপনার মাইয়ার সাথেতো আমার হেব্বি মিল, এখনো এই বুড়াকালেও বাপজানরে জরা আর চুম্মা-টুম্মা দিই :shy:
    ইয়ে ভাইয়া ছবিতে দাড়ি দেখা যাচ্ছেনা ;))
    মামনিকে আদর দিয়েন, ভাবী'রে সালাম 😀

    জবাব দিন
    • ফয়েজ (৮৭-৯৩)

      বুড়াকালে জিহান আমারে আদর চুমা দিব কিনা এইটা কইতে পারি না। তখন তো আর আমারে আইসক্রিম কিন্না দিতে হইবো না, নিজেই কিন্না খাইতে পারবো।

      যাউজ্ঞা, তোমার বাচ্চাদের বাপকেও শুভেচ্ছা দিও। তোমার জামাই তো কি, হাজার হইলেও সেও তো একজন বাপই তাই না।


      পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

      জবাব দিন
  5. ওয়াহিদা নূর আফজা (৮৫-৯১)

    আমার বাবা বেঁচে নেই। শ্বশুরকে ফোন করে খোঁজ খবর নিব। এই এলাকায় আব্বার অনেক বন্ধুবান্ধব আছে তাদের ফোন করবো। খালু, মামা আছে তাদেরই ফোন দিতে হবে। অনেক কাজ ---
    ফয়েজ তোমারে সেই সাথে সিসিবির সব বাবাদের শুভ বাবা দিবস।


    “Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
    ― Mahatma Gandhi

    জবাব দিন
  6. তানভীর (৯৪-০০)

    আর বাবা দিবস....
    দুই দিনের দুনিয়ায় কত বাবা দিবস আসল গেল, এখনও বাবা হইতে থুক্কু, বিয়া করতে পারলাম না.....:no: :no:

    ফয়েজ ভাই, ভালো আছেন তো? আপনার এমবিএ কেমন চলতেছে?

    জবাব দিন
  7. বাবা দিবসে কাল কুমিল্লা ছেড়ে আব্বুর সাথে দেখা করতে চিটাগাং এসেছি।ফয়েজ ভাই এর মেয়ের মত অবশ্য আমার কখনও আব্বুকে জড়িয়ে ধরা হয়নি,চুম্মা টুম্মা তো একদম এ না,কারন আহ্লাদ আব্বু পছন্দ করে না।তাই ধরেই রেখেছিলাম মনে মনে, বাবা দিবস এর জন্য এসেছি বাসায়,এ কথা আব্বু যেন টের না পাই।কিন্তু খুব অবাক হলাম যখন বাসায় এসে দেখি আব্বু আমাদের তিন ভাইবোনের জন্য চকলেট নিয়ে এসেছেন!!খুব অবাক হয়েছি।আব্বু কে কখন দেখিনি ভালোবাসার বহিঃপ্রকাশ করতে।
    এইরকম আরেকটা দিনের কথা খুব মনে পরে,আমাকে প্রথম যেদিন হল এ রেখে আসলো আব্বু আম্মু,তারপর দিন সকালে আব্বু আমাকে ফোন করে অনেক ক্ষণ কান্না করল,আমি চুপ করে ছিলাম,কিছু বলতে পারিনি,যেন বিশ্বাস হচ্ছি্ল না,আমার এই রাগী,চুপচাপ,কম কথা বলা আব্বুটা ফোনে আমার জন্য কাঁদছে!!!
    আব্বুর এই না দেখানো ভালবাসা গুলোর জন্য খুব লোভ হয়।

    জবাব দিন
  8. আমিন (১৯৯৬-২০০২)

    বাবা হইবার পারি নাই তয় আমার নিজের বাপ আছে। তারে গিয়া বাবা দিবসের শুভেচ্ছা কওনের সাহস নাই। তবে মন থেকে জানাই আমার বাবা সহ সজল বাবাকে। সাথে চাচা দিবস মামা দিবস পালনের জোর দাবি জানাই। আর দিবস না থাকায় নিজে থেকে সকল ভাইস্তা ভাস্তি ভাইগ্না ভাগ্নিদের জন্য শুভকামনা রেখে গেলাম।

    জবাব দিন

মওন্তব্য করুন : ফয়েজ (৮৭-৯৩)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।